![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝেই খুব বিব্রত হয়ে পড়ি।
বছরখানিক আগে। যখন গণহারে জামাত-শিবির নিধন চলছিল। আর পাল্টা পালটি আন্দলন চলছিল। তখন প্রায়ই এই কথাটা শুনতে হয়েছে। "তুই জামাত-শিবিরে যোগ দিছিস নাকি।" "দাড়ি কেটে ফেল, দেশের অবস্তা ভালো না।"
কারা বলেছে এগুলা? আমার ফ্যামিলি। আমার কাছের বন্ধুরা, আত্মীয়।
এখন আবার নতুন ফ্যাসন শুরু হইছে। আইএস। ভাইরে আমি তো আমিই আছি। এখন আবারো শুনা লাগছে, "দেশের অবস্তা ভালো না, দাড়ি কেটে ফেল।"
আমি দাড়ির সাথে দেশের অবস্তার কি সম্পর্ক তা আজও বুঝে উঠতে পারি নাই, তাই দাড়িও কাটা হয় নাই।
বিচ্ছিন্ন আরো কিছু ঘটনা...
এক বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হলো কাল। আমাকে দেখেই বলে উঠলো- "কি রে আইএস এ জয়েন্ট করসস শুনলাম। (ফাইজলামি করেই বলছে অবশ্য)"
আমি কি আর বলি। আমার কমন উত্তরটাই দিয়ে দিলাম। -"হুম। আমার কানেও আসছে কথাটা।"
আরেকদিনের ঘটনা। সামুতে কি যেন পড়ছিলাম। আন্টি কখন রুমে ঢুকেছে বুঝি নাই। কিছুক্ষন পর বলে, কি করিস?
আমি বললাম ব্লগ পড়ি। উনি তো অবাক। আমাকে আবার জিজ্ঞেস করে, "তুই কি ব্লগার?"
আমি বললাম, ব্লগ তো আমাকে ব্লগারই সম্বোধন করে।
এবার উনি সিরিয়াস, " বাবা এগুলা করিস না। দেখ দেশের অবস্তা ভালো না। তুই আমাদের একটা মাত্র ছেলে যাকে নিয়ে আমাদের আশা ভরসা। ব্লা ব্লা ব্লা..."
আমি বুঝলামই না কি খারাপ কাজটা করে ফেললাম।
এগুলা থেকে কিছু ব্যাপার আমার কাছে পরিস্কার।
১. কিছু কিছু বাংলা শব্দের অর্থই পরিবর্তিত হয়ে গেছে।
ব্লগার= নাস্তিক/ জঙ্গী
জামাত= সন্ত্রাসী
শিবির= ভয়াবহ সন্ত্রাসী
আইএস= স্মার্ট জঙ্গী
জঙ্গী= দাড়ি টুপি পরা যুবক ছেলে।
২। আজকের এই দেশে আপনি নিরাপদ নন যদি না আপনি ধর্মের ব্যাপারে উদাসীন হোন। আপনি শেভ করেন, বান্ধবীদের নিয়ে আড্ডা দেন, মাঝে মাঝে বন্ধুদের সাথে হালকা ড্রিঙ্কস করেন। তার মানে আপনি নিরাপদ।
৩। এটা খুব গুরুত্বপুর্ণ ভাবনা। আমি মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ্ সবার সাথেই আছে। তাহলে কেউ কেউ এতো লাঞ্ছিত কিভাবে হয়? উত্তরটা আমি পেয়ে গেছি। আসলে, আল্লাহ্ আছেন, এটা খুবই সত্য কথা। শুধু ভুল এই যায়গায়, আমরা আসলে তার সাথে নেই, অথবা তাকে সাথে রাখি না। আল্লাহর আইন নির্দিষ্ট, উনি তো সময়ের সাথে তার আইন বদলাবেন না। আমাদের মন বড় অস্থির। আমরা বদলে যাই। সকালে একরকম ভাবি, বিকালে একরকম। আমরা আমাদের সুবিধা মতো এক আল্লাহ্ হয়তো বানিয়ে নিয়েছি। যাকে আমরা কোনভাবে মানিয়ে নেই। মনে করি , আরে এইসব ছোটখাট ব্যাপার আল্লাহ মাইন্ড করবেন না।
৪। আমার ফ্যামিলি থেকে আমার একটু বেশিই বাঁধা পাই। কারন হচ্ছে, আমার ফ্যামিলি আধুনিক ফ্যামিলি। আমার বাবা এখনো ক্লিন শেভ করেন। আমি দাড়ি রেখে পড়ছি বিপদে। এটা বুঝতে চায় না কেও, আমার এখন নিজের একটা ভাবনা আছে। বুঝার ক্ষমতা আছে। আমি আমার জীবন আমার ধারনায় করতে চাইবো। আমাদের বাবা মা গুলো একটু বেশিই ভালোবাসে আমাদের, সবসময় এটা ভালো, আমি মানতে পারি না। (একমাত্র ছেলে হইলে তো কথাই নাই)
৫। সবশেষে যদি বুঝাতে সক্ষমও হই, আমি কোন জঙ্গী সংস্থার সাথে নাই। তবুও মায়ের আবদার, বাবা দাড়ি কেটে ফেল। বিয়ার পর রাখিস। তোর পাপ আমি নিব। আল্লাহ্কে বলবি, মায়ের আদেশ পালন করছিস।
কি পরিমান ভালোবাসা যে এই মা জাতি বাসতে পারে সন্তান কে এটা বুঝাতে আর কি উদাহরন লাগবে?
৬। মুসলমান হওয়া এতো সহজ না। অবস্তা খারাপ আছে, ভালোও হবে। এই ভয়ে ইমান নষ্ট করে ফেললে ইমান কিন্তু ফিরে আসবে না। আর, যে আল্লাহ্কে ভয় করে, সে আসলে দুনিয়ার কোন শক্তিকেই ভয় পায় না। (এইটা আমার মা কে কখনই বুঝাতে পারি না)
৭। এতো ঝামেলার কথা বললাম। এমন ভেবে নেওয়ার কোন কারন নাই আমি অসুখি। আল্লাহ্ যাকে সম্মান দেন, তার সম্মান কে নষ্ট করবে? অনেক ভালো আছি। মনের মাঝে যে শান্তি আমি অনুভব করি, আমার মনে হয়না সবাই পায়। সেই শান্তির দেখা সত্যিই দুর্লভ, যদি না আপনি আল্লাহ্কে মনের মাঝে রাখতে পারেন।
২| ২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৮
জ্ঞান ক্ষুধা বলেছেন: দারুন একটা লেখা যা কিনা আমার সাথে মিলে যাচ্ছে। তবে মজার ব্যপার এই যে তুই দাড়ি রাখছিস কেন বা তুই জঙ্গি এই সব কথা কোন বিধর্মীরা বলে না, বলে সব আমার মুসলিম ভাই। আমরাই আমাদের সম্মান নষ্ট করছি। সামান্য কথা যে আমাদের জাহান্নামে নিয়ে যেতে পারে তা আমরা ভুলে যাই
শব্দের অর্থ পরিবর্তিত হয়ে গেছে আসলে সত্যি মানুষ আম জনতা তাই মনে করে
ধন্যবাদ পথিক সাকিব এত সুন্দর বাস্তবতা তুলে ধরার জন্য
২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৮
পথিক সাকিব বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
তবে আমার মনে হয় কাওকে, এভাবে টিজ করা ঠিক না। কারন আমাকে দেখে, বা আমার কাজকর্মে যদি কারো মনে হয় যে আমি অমুক দলের। তবে আমি যদি ভেবে নেই অমুক দল ভালো, দোষের কিছু হবে কি? কারন আমি আমাকে চিনি, আর আমি ভালো। ওই দলের লোক আমার মতো হলে, ওই দলও নিশ্চয় ভালো হবে।
সবার এই ব্যাপারটা বোঝা উচিৎ।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১০
সালমা শারমিন বলেছেন: ভাল লাগলো.....................দোয়া করি ঠিক একই ভাবে আল্লাহর পথে থাকেন।