![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সেদিন পুরানাদিনের মটকু এক বান্ধবীর সাথে দেখা হটাৎ করেই। কিছুক্ষন কথা হলো। কৌতুহল বশত জিগ্যেস করেই ফেললাম, মোবাইলের স্ক্রিনের পিকটা কার।(ওর মোবাইলের পিকটার একটা স্ক্রিনশট দেওয়া হলো, চেয়ে নিয়েছিলাম।)
ও একটা খুব সাধারণ উত্তরই দিয়েছিল বটে। কিন্তু আমি খুবই অবাক হয়েছি। উত্তরটা ছিলো এমন, "আমি ওর মতো স্লিম হতে চাই।""
আমার জন্য এটুকুই যথেষ্ট ছিলো। আমরা সারাদিনে নিজের চেহারাও এতোবার দেখি না, যতবার মোবাইলের স্ক্রিনে তাকাই। সেখানে যদি এমন কিছু রাখা যায় যেটা আপনার মনে রাখা দরকার বা আপনাকে উৎসাহ দিবে কাজে তাহলে কেমন হয়? অনেক সফল মানুষের বই পড়লে দেখবেন, তারা কিছু কথা আপনার বেসিনের আয়নায় অথবা চোখ পড়বেই এমন যায়গায় সেটে রাখতে বলবে। এই ট্রিক সত্যিই কাজ দেয়। আমরা যেহেতু স্মার্ট পোলাপাইন, আমরা স্মার্ট ওয়েতেই ফলো করি না কেন?
"...তারপর আমি যা করেছিলাম। যটপট আমার সে হারিয়ে যাওয়া মানুষটাকে মোবাইল স্ক্রিনে আনলাম।(আমার মোবাইলের স্ক্রিনশট সঙ্গত কারনে দেওয়া হলো না, কে না কে আবার চিনে ফেলেন।)
আমার বান্ধবীর একটা কথা ছিল তখন এমন। যে তোমাকে ছ্যাকা দিয়া ভাগছে, তার পিক কেন দিলা স্ক্রিনে?
আমার সোজা সাপ্টা উত্তর। inspiration যে সবসময় পজিটিভ হয় এমন তো নয়।"
আমার ক্ষেত্রে কিন্তু সত্যিই নেগেটিভ কথাগুলা আমাকে উৎসাহ দেয়। আর ওই মেয়েটাকে দেখলেই আমার মনে হয়, আমার কিছু করতে হবে জীবনে। ওকে দেখাতে হবে, আমিও পারি।
আমি লোকজনকে প্রায়ই বলি, জীবনে কিছু না পাওয়ার চেয়ে কষ্ট পাওয়া ভালো। দেয়ালে পিঠ ঠেকে গেলেই দেখবেন, ঘুরে দারানোর সাহস এমনিতেই চলে আসবে।
আমার এমন কিছুই হয়েছিলো। যখন আমাকে ভাবতে হয়েছে, আর সম্ভব নয়। এবার অন্যভাবে ভাবতে হবে। পৃথিবির একটা মানুষকেই আমার পরিবর্তন করার ক্ষমতা আছে, আর সেই মানুষটা হলো আমি নিজেই। আমি তাই করতে শুরু করি। আলহামদুলিল্লাহ্ অনেকটাই পেরেছি, এখনো চেষ্টা করছি প্রাণপণ। তবে মজার ব্যাপার হল আমি নিজেকে বদলানোর, সবকিছুই বদলে গেছে।
"নিজে বদলান, অন্যরা এমনিই বদলে যাবে।" কথাটা সত্যি। অন্তত আমার জন্য। ছোট্ট একটা উদাহরণ দেই, একটা সময় এসেছিলো যখন আমাকে আমার নিজের বাড়ি, নিজের আত্বিয় সজন প্রায় তেজ্য করে দিয়েছিলো। আর আজ, নিজের বাসা তো বটেই, ঢাকায় যত আত্বিয় আছে, যেকোন গুরুত্বপূর্ন সিদ্ধান্তে অথবা, মনোমালিন্য/ঝগরা টাইপ ঝামেলায় প্রথমেই আমাকে স্মরণ করে।
খুব ভালো লাগে, যখন পুরানা দিনগুলো মনে পড়ে।
সময়টা কত দ্রুতই বদলে গেছে। যত তারাতারি নিজেকে বদলেছি, তারচেয়েও দ্রুত।
মাঝে মাঝে তার কথা ভাবি। জানিনা সে আমাকে ছেড়ে দিয়ে কতোটা লাভবান হয়েছে বা ভালো আছে। তবে আমাকে ছেড়ে যাওয়ায়, আমি আমাকে চিনেছি। আমি অামার মূল্য নির্ধারন করতে পেরেছি। আমার লক্ষ ঠিক করতে পেরেছি। আর বুঝতে শিখেছি, "আমি পারবোনা একটা মানুষকেও আমাকে ভালোবাসাতে, তবে আমি যা পারি তা হলো নিজেকে এমন কেও তৈরী করতে যাকে সবাই ভালোবাসবে।"
©somewhere in net ltd.