নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Do Limitless!

পথিক সাকিব

পথিক সাকিব › বিস্তারিত পোস্টঃ

resposibility

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

১." আসলে মেয়েগুলাই খারাপ। ওরা উলটা পালটা ড্রেস পড়ে আমাদের নষ্ট করে। "
২." খারাপ মেয়েগুলা ভদ্র ছেলে গুলার সাথে অভিনয় করে লুটে পুটে ভাগে। "
৩." হিজাব হচ্ছে ওদের নয়া এক ফ্যাশন, নিজেকে আরো সেক্সি দেখানোর জন্য। "

সত্যিই কি? আচ্ছা ধরা যাক এমন অভিযোগ গুলা সবই সত্য। আমি নিজেকে নিয়ে সমালোচনা করতে পছন্দ করি। ওরা কি করে এটায় পড়ে আসি।
১.আচ্ছা আমাদের চরিত্র কি এতোই নড়বড়া যে একজন একটা হট ড্রেস পড়ে রাস্তায় বের হলেই নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে? আমার যদি ভালো একটা স্যুট থাকে, আমি চাইবোই সুযোগ পেলেই তা পড়ে সবাইকে দেখাতে। কারন তা সবার নেই। তো? কোন সুন্দরি যদি মনে করে তার দেহ সত্যি দেখানোর মতো, তার দেহই তার গর্ব। তাহলে সে যদি তা দেখাতে চায়, দেখানোর চেষ্টা করে, দোষটা কই? আর সত্যটা হচ্ছে আমরা খারাপই, জিনগত ভাবেই খারাপ। এটা অস্বীকার করার কিছু নাই। মেয়ে দেখলে আমাদের শিহরন জাগবেই, এটাকে কন্ট্রল করতে পারাই না আসল পুরুষত্ব। নইলে আমাকে কেউ লুচ্চা বললে ভুল বলা হবে কি? ওই মেয়ে যা খুশী পড়ে বের হোক, তাতে আমার কেন এসে যায়? আমি ওর পেছনে লাগার মানে কি এটাই দারায় না যে আমি মনে করছি ও আমার আগে আছে? দ্বায়িত্ব নিতে হবে, দায়িত্ব জিনিষটা পুরুষের জন্য। শুধু পরিবারের নয়, নিজেকে সামলে রাখাও আমি মনে করি খুব বড়ো একটা দায়িত্ব।

২.আমি ভদ্র ছেলে। খুব ভালো কথা। আমার সাথে খারাপ মেয়ে প্রেম করে চলে গেছে। যখন ছিলো, আমাকে ক্রেডিট কার্ডের মতো ব্যাবহার করছে। এবার কিন্তু মোটেও ভালো কথা না। কেন ভাই? প্রেম যতদিন ছিলো, তখন কিন্তু অভিযোগ ছিলো না। কারনটা কি জানতে পারি? আমি বলি। কারনটা হলো, মেয়েরা ঘুষ দেয়। আর এমন জিনিসই ঘুষ দেয়, যার ভান্ডার তার অফুরন্ত। এটা ওদের বাইডিফল্ট ক্ষমতা, জন্মগত ভাবেই। ওরা মিষ্টি কথায় পুরুষের মন জয় করে, অনেক বড় অপরাধ কাজও করিয়ে নিতে পারবে। এটায় আপনার করার কিছুই নাই। আমার প্রশ্ন সেইখানে, ও ওর মেয়েলি ক্ষমতায় আপনাকে ঠকায়া গেছে। সে মেয়ে হিসেবে খুব সার্থকতার পরিচয় রেখেছে। আপনার পুরুষত্বের এখানে ভূমিকা কই? আপনি তো পারেন নাই, আপনার পুরুষত্ব রক্ষা করতে। একটা ছলনাময়ির ফাদে পড়ে ধোঁকা তো খাইছেন, বড় লজ্জার ব্যাপার। আবার অভিযোগও করে ফেলেছেন, ও খারাপ। "প্রেম যারা করে তাদের কাছে প্রেম সামাজিক, আর যারা না করে তাদের কাছে অশ্লিল।" "অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী।" এই দুইটা লাইন তো ঠিকই যানেন। তাইলে, ও যদি আপনাকে লুটে খারাপ হয়, আপনিও খারাপ লূটতে দিয়ে। কার জন্য কি করা উচিৎ, কার অধিকার আপনার উপর কতোটুকু, পুরুষ হিসেবে এটা আপনার নির্ধারন করার কথা ছিলো। আপনি অপারগতার পরিচয় দিয়েছেন। (কেন আপনাকে ছেড়ে চলে গেছে, সেই ব্যাপার না হয় নাই বললাম। এমনিতেই অনেক বলে ফেলছি।) আর সত্যি একটা কথা হলো এই অভিযোগ তখনই উঠে, যখন মেয়েটা আপনাকে ছেড়ে অন্য কারো সাথে যায়। তখন কিন্তু মাথা ঘামান না যখন অন্য কাওকে ছেড়ে দিয়ে আপনার কাছে আসছিলো। ভাবেন নাই, যে আজ আপনার কাছে আসছে আপনি আগেরটার চেয়ে ভালো তাই, কাল আপনার চেয়ে ভালো কারো জন্য আপনাকে ছেড়ে দিবে।

৩.একবার আইনস্টাইন কে এক সাংবাদিক প্রশ্ন করেছিলো। "তরুনী মেয়েরা আপনাকে এতো পছন্দ করে কেন?" তিনি উত্তর দিয়েছিলেন, মেয়েরা সবসময় লেটেস্ট ফ্যাসন পছন্দ করে, আর এ বছরের ফ্যাসন হচ্ছে আমার আপেক্ষিক তত্ব, আমি যেহেতু তার একটা অংশ, তাই আমাকেও পছন্দ করে।"
মেয়েরা লেটেস্ট ফ্যাশনে গা ভাসাবে, এটাই তো স্বাভাবিক। আমি মেনে নিতে পারি না মানে আমি ব্যাকডেটেড। নজরুলের একটা কথা মনে পড়ে গেলো, "পুরোন ধ্যান ধারনা আকড়ে ধরে থাকাই বার্ধক্য। বয়স বেশী হওয়া না।" ওরা বদলাচ্ছে, আমরা কেনো আমাদের ধারনা পালটাচ্ছি না? একসময় বোরকা যদি ইসলামিক পর্দা হয়েও থাকে, এখন নেই। এটা মানতে আমাদের সমস্যা টা কই। করুক না স্টাইল, আমার কি তাতে এসে যাবে?

# সব কথার পড়েই কিছু কিন্তু থাকে। হ্যা! কিন্তু এখানেও আছে। আমি আসলে যেটা বলতে চেয়েছি, "আমি যদি একটা মেয়েকে দেখে অস্থির হই, কষ্ট পাই বা গালি দেই মনে মনে। ওর কিন্তু কিছুই এসে যাচ্ছে না। ও কোনদিন যানবেও না আমার মনের কথা। কিন্তু যা হচ্ছে, আমি আমার নিজের মানুষিক শান্তি নষ্ট করছি। অপরিচিত একজনকে নিয়ে মাথা ঘামিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করছি, যেটা আমি অন্য কিছুও ভাবতে পারতাম।" আর যদি মেনেই নিই ওরা খারাপ। ওদের নিজের জীবনে প্রশ্রয় না দিলেই হলো। কিন্তু হট ড্রেস পরা একটা মেয়ে একটু হাসি দিয়ে কিছু আবদার করলেই আর...

অনেক ইসলামি মাইন্ডের পোলাপাইন আবার ইসলাম টেনে আনবে এখন। তাদের জন্য কিছু হাদিস মনে করায়া দেই। রেফারেন্স নিয়া ঘাটলাম না, কারন এগুলা সবাই জানি।
"এক সাহাবি রাসুল (সাঃ) কে জিজ্ঞেস করেছিলেন, যদি কোন নারী বেপর্দায় বাইরে বেড় হয় আর তার উপর নজর পড়ে যায়, তখন কি করবো। রাসুল (সাঃ) উত্তর দিয়েছিলেন, তোমার দৃষ্টি নামিয়ে নিবে।"

কুরানে নারীদের পর্দার আগে পুরুষের নজর হেফাজতের কথা এসেছে।

"একজন বেপর্দা নারী চারজন পুরুষকে জাহান্নামী করবে, বাবা, বড় ভাই, স্বামী, বড় ছেলে।"

তো ভাই, রাস্তার বেপর্দা নারীটার দায়িত্ব কোনভাবেই আপনার নয়, বরং তার কাছ থেকে নিজেকে হেফাজত করা আপনার দায়িত্ব। তাকে নিয়ে ভাবার/সমালোচনার কোন মানেই হয় না। আপনি আপনার ঘরকে হেফাজত করেন, কারন এটা আপনার দায়িত্ব।

একজন পুরুষের সার্থকতা আসলে দায়িত্ব পালনেই। take resposibility. don't blame others.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.