![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"stay hungry. stay foolish." -Steve Jobs
এই একটা উক্তি যেটা নিয়ে আমায় অনেক ভাবতে হয়েছে। খুব সহজ কথা কিন্তু আমার মতো বোকা মানুষের মাথার ওপর দিয়ে গেছে।
আমি ভাবলাম বুঝি খালি পেটে থাকতে বলেছে আর বোকা ভাব নেওয়ার কথা বলেছে।
আসলে ব্যাপারটা এমন নয় তো বটেই। ক্ষুধা ব্যাপারটা যা শুধু অন্নের জন্য না আরো অনেক কিছুর জন্যই হতে পারে সেটাই বুঝি নাই আমি।
ক্ষুধার্ত হতে হবে সব কিছুর জন্যই। নিজের পেটে ক্ষুধা না থাকলে সামনে যতই ভালো খাবার আনা হোক না কেন, খেতে ইচ্ছা করবে না। তেমনি জ্ঞান পিপাসু হতে হবে। চারিদিকে অহরহ জানার জিনিস ঘুরে বেড়াচ্ছে, শুধু বইয়ের পাতায়ই নয়, আমাদের নিত্য চলার পথেই। আমরা দেখেও দেখি না। আমাদের সেই ক্ষুধা টা যে নাই।
বোকা থাকার ব্যাপারটা আরো মজার। তথাকথিত স্মার্ট হওয়ার আসলে খুব বেশী কৃতিত্ব নেই। নিজেকে স্মার্ট জাহির করা সাময়িক ভাবে আনন্দের হতে পারে, তবে সুদুর প্রসারী ভাবলে দেখবেন আপনি নিজের অহংকারই দেখিয়ে ফেলেছেন। এটাতে যে ক্ষতিটা হবে তা হলো, যারা আপনার লেভেলে বা তার চেয়ে আরেকটু উচু লেভেলে আছে, তারা আপনাকে নিজের প্রতিযোগী ভাবতে শুরু করবে। এটা করবে মানুষের জীনগত দোষের কারনেই। কিন্তু এবার একটু অন্যভাবে দেখুন, আপনি আপনার আসেপাশের লোকগুলোর কথা ভাবুন, যাদের একটু বোকা বোকা মনে হয়, তাদের জন্য কিন্তু একটা সফট কর্নার কাজ করে। তাদের সাফল্যে খুশিই হন, বা তাদের বিপদে আগে দৌড় দেন। কারন একটাই, "ও বোকাসোকা মানুষ।"
২| ০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: আরও সুন্দর করে গুছিয়ে লিখতে পারতেন।
১২ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৯
পথিক সাকিব বলেছেন: ধন্যবাদ সাজেশনের জন্য। আরো সুন্দর করার চেষ্টা করবো লিখনি। পরের লিখাগুলোতে দেখতে পাবেন ইনশাল্লাহ!
৩| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৮
নাঈমুর রহমান আকাশ বলেছেন: Click This Link
An Ugly Face
যারা আপনার লেভেলে বা তার চেয়ে আরেকটু উচু লেভেলে আছে, তারা আপনাকে নিজের প্রতিযোগী ভাবতে শুরু করবে
এই পোস্টে করা মন্তব্য সেই হিসেবে কি প্রমাণ করে? তিনি কি আমাকে প্রতিযোগী ভাবছেন?
৪| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৪
পথিক সাকিব বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
খুবই আন্তরিকতার সাথে জানাচ্ছি, আমি আপনার কথা বুঝে উঠতে পারি নাই।
আমার মুর্খতা ক্ষমার দৃষ্টি পাবে আশা করি।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:৪৯
অলিউর রাহমান বলেছেন: ভালো লিখেছেন