![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম যখন চাকুরী জীবনে ঢুকি, বসের বকা খেয়েছি খুব!
"আপনি ঝাড়ি দিতে পারেন না!"
"সারাক্ষন দাত কেলায়ে থাকেন কেন?"
"লেবারের সাথে ধমক দিয়ে কথা বলবেন, নাম ধরে ডাকবেন!"
"আপনি ডিপার্টমেন্ট এর প্র্যাকটিস খারাপ করে দিচ্ছেন, আপনার জন্য পরবর্তীতে সবারই কাজ করতে সমস্যা হবে।"
আরো কতো কি....
আমি বদলাতে পারি নাই। শুধু উপর থেকেই চাপ এসেছিলো এমন কিন্তু নয়, নিচে থেকেও ঠেলে খেয়েছি। একসময় দেখলাম সত্যই কেও আর আমার কথায় কাজ করে না। বুঝলাম সময় এসেছে চাকুরী জীবন থেকে অবসর নেওয়ার, চাকুরী আমার জন্য নয়। তবুও আরো কিছুদিন দেখতে চাইলাম, কারন আমার চাকুরী টা দরকার ছিলো ভীষন।
তারপর হঠাত করেই সবকিছু পালটে গেলো।
কিছু লোক আমার কথায় কাজ করতে শুরু করলো, তারপর আরো, তারপর আরো.... এবার টপ ম্যানেজমেন্টের লোক গুলাও দেখলাম আমাকে চিনে। দেখলেই ডাকে, খোজ খবর নেয়।
চাকুরী ছারার কথা মাথায় আসার পর থেকেই কিছু করার কথা ভাবছিলাম। হাতের কাছে কিছু বন্ধু ছাড়া দেখলাম আমার কাছে সম্বল তেমন কিছুই নেই। ভাবলাম। এবং একটা সুন্দর প্ল্যান করলাম ব্যাবসার। সবাইকে বললাম। ভালোই সাড়া পেলাম। কিন্তু কাজের বেলায় দেখলাম কেও নাই। সবাই শুধু সমস্যাগুলোই খুজে পেতো, আর আমি অফিস থেকে ফিরে ঘুমানোর আগ পর্যন্ত সেগুলো সলভ করতাম। কাওকে বলি নি যে ঠিক কতোটা প্রেসার আমি নিয়েছি। ওজন কমে গেছে ৬ কেজি এক সপ্তাহে। তবুও হাল ছাড়ি নি। এক সময় সবাই দেখলাম ব্যাপারটা সিরিয়াসলি নিলো, কয়েকজন ইনভেস্টরও পেয়ে গেলাম হুট হাট করে। শুরু হলো নতুন অভিজ্ঞতা।
আমি চার্লি চ্যাপ্লিনের ফ্যান নই, তবে ওর একটা কথা আমার মনে নাড়া দিয়েছিলো খুব-
"You need Power, only when you want to do something harmful otherwise Love is enough to get everything done."
তবে সস্তা প্রেমের ফঁাদে আমি পড়িনি এমন নয়। কাওকে ভালোবেসেছিলাম। জোর করে আকরেও রাখতে চেয়েছিলাম হয়তো। সময়,টাকা, ইমোশন সবই খরচ করেছিলাম। ৫ বছর পর শুধু একটা মাস একটু সময় দিতে পারি নি। তারপর যেদিন তাকে কিছু সুসংবাদ দেওয়ার জন্য রাতে কল দিলাম, ওয়েটিং। আমিও বুদ্ধু, কল দিয়েই চললাম। সে কনফারেন্স করিয়ে দিলো, "ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে" বলে। আমি চুপ করেই রইলাম।
ঘড়ি দেখলাম, রাত তিনটা বাজে। ৬টায় উঠতে হবে।
"Life is not fair, get used to it."
আমার সময় নেই কান্না করার, সময় নেই কষ্ট পাওয়ার। অনেক কাজ এখনো বাকি পড়ে আছে।
ব্যাস্ততার এই তো মজা। এখানে শুধু ব্যাস্তই থাকা যায়। ভাল বা খারাপ থাকার সময় কোথায়???
২| ০৫ ই মে, ২০১৮ সকাল ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
মনোভাব ও লেখার ষ্টাইল কোনটাই পছন্দ হয়নি।
৩| ০৫ ই মে, ২০১৮ সকাল ৮:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জীবন।
৪| ০৫ ই মে, ২০১৮ সকাল ৮:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম দারুন!
ক্ষতির জন্যই শক্তি দরকার অন্যথায় ভালবাসাই যথেষ্ট সবকিছূর জন্যে
অনেক কাজ বাকী পড়ে আছে - - ব্যস্ততায়ই মজা
++++
৫| ০৫ ই মে, ২০১৮ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: সবার আগে কাজ কে প্রাধান্য দিতে হবে। বাকি সব পরে।
৬| ০৫ ই মে, ২০১৮ সকাল ১১:৪৭
আকতার আর হোসাইন বলেছেন: কাজকে ভালবাসাটাই সবচেয়ে বেশি জরুরী...
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৮ রাত ৩:২১
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার মে দিবসের একটা লেখা। বাংলাদেশের প্রেক্ষাপটে লেখাটি দ্রুব সত্য।