![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাদা শুনছ, হ্যাঁ শুনছি ।
দাদা ঐযে দাখো গাছের ডালে কত কাঁক দেখা যাচ্ছে ।
আরে বোকা তোকে কে বলছে ঐ গুলো কাঁক,
ঐ গুলো তো হচ্ছে কোকিল ।
না দাদা ঐ গুলো কাঁক তুমি চিনতে পারছ না,
ঐ গুলোর গায়ের রঙ কেমন কালো দেখা যাচ্ছে ।
আরে বোকা কুকিলের গায়ের রঙ ও কালো হয়,
শুধু এদের মধ্যে পার্থক্য হচ্ছে একটা কা কা বলে ডাকে,
আর অন্যটা কুহু কুহু করে ডাকে, কিন্তু দেখতে একই রকম দেখা যায়।
তাই নাকি দাদা, আমি তো এটা জানতাম না ।
কালো দেখলেই ভাবতাম ওটা কাঁক,আর কোকিলের গায়ের রঙটা আমার জানা ছিল না।
তাহলে শুনো কারো রূপ দেখে বুঝতে চেষ্টা করো না সে কেমন,
বরং এটা দাখো সে কি কাজ করে, তার মধ্যে কোন গুণ আছে কি না ?
কারন তার রূপের চেয়ে তার গুণটাই বেশি প্রয়োজন ।
২| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৮
রুদ্র জাহেদ বলেছেন: সহমত আমিও...
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৮
Kazi Tuhin বলেছেন: হ্যাঁ দাদা ঠিক বলেছেন!! আমি পুরোপুরি একমত