নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বঙ্গ দাদার মনের ডায়েরি

kamrul islam

আমার নিজের সম্পর্কে বলার মত কিছু নেই,

kamrul islam › বিস্তারিত পোস্টঃ

\'\'রূপ নয় গুণটা খুঁজে দেখুন\'\'

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:০০

দাদা শুনছ, হ্যাঁ শুনছি ।
দাদা ঐযে দাখো গাছের ডালে কত কাঁক দেখা যাচ্ছে ।

আরে বোকা তোকে কে বলছে ঐ গুলো কাঁক,
ঐ গুলো তো হচ্ছে কোকিল ।
না দাদা ঐ গুলো কাঁক তুমি চিনতে পারছ না,
ঐ গুলোর গায়ের রঙ কেমন কালো দেখা যাচ্ছে ।

আরে বোকা কুকিলের গায়ের রঙ ও কালো হয়,
শুধু এদের মধ্যে পার্থক্য হচ্ছে একটা কা কা বলে ডাকে,
আর অন্যটা কুহু কুহু করে ডাকে, কিন্তু দেখতে একই রকম দেখা যায়।
তাই নাকি দাদা, আমি তো এটা জানতাম না ।
কালো দেখলেই ভাবতাম ওটা কাঁক,আর কোকিলের গায়ের রঙটা আমার জানা ছিল না।

তাহলে শুনো কারো রূপ দেখে বুঝতে চেষ্টা করো না সে কেমন,
বরং এটা দাখো সে কি কাজ করে, তার মধ্যে কোন গুণ আছে কি না ?
কারন তার রূপের চেয়ে তার গুণটাই বেশি প্রয়োজন ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৮

Kazi Tuhin বলেছেন: হ্যাঁ দাদা ঠিক বলেছেন!! আমি পুরোপুরি একমত

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৮

রুদ্র জাহেদ বলেছেন: সহমত আমিও...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.