![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমার সব হবে..
একলা রাতের সঙ্গী হবে, সন্ধ্যা মুখী বিকেল হবে!
জ্যোস্না মাখা রাত্রি হবে, ইচ্ছে নদীর ঢেউ হবে! স্বপ্ন ছোঁয়া সময় হবে, মিথ্যে গুলি সত্যি হবে!
মন খারাপের মেঘলা'রা সব, পাহাড় ভরা কান্না হবে! জল ভরা মেঘ হবে, অশ্রু ভাসা বৃষ্টি নিয়ে।
একদিন আমার সব হবে..
ডুপ্লেক্স বাড়ির বারান্দা হবে, বিলাসিতায় চাকচিক্য হবে!
এসি মাখা ঘুম হবে, ঘুরতে যাওয়ার চাকা হবে!
শপিং মলের ভিড় হবে, রেস্তোরাঁর ঝাপসা আলো হবে! হরেক রকম মানুষ হবে, অনুভূতির বাজার হবে!
অনাগত এক ভবিষ্যৎ হবে, অচেনা এক সঙ্গী হবে! জীবন বাঁধার চক হবে, আমার একদিন সব হবে..
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
kamrul islam বলেছেন: ধন্যবাদ ভাই, দোয়া করি যেন সবার জীবন সুন্দর হয়ে উঠে ।
২| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৯
রুদ্র জাহেদ বলেছেন: একদিন আমার সব হবে...
কবিতার কথার মতো...সবার যেন সব হয়।স্বপ্ন যেন বাস্তবায়িত হয়+
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮
kamrul islam বলেছেন: ইনশাআল্লাহ্ তাই যেন হয় ।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ বলেছেন: স্বপ্নগুলো সত্যি হোক!!
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮
kamrul islam বলেছেন: ধন্যবাদ, তোমার জন্যও রইলো শুভ কামনা ।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১
আহমেদ জী এস বলেছেন: kamrul islam ,
সুন্দর সব স্বপ্ন, আমার একদিন সব হবে...... । কবিতা হলেও যেন তাই সত্য হয়ে ওঠে সবার জীবনে ।