নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ ব্লগার

ভুলে যাওয়া স্বপ্নগুলোকে মাঝে মাঝে স্বপ্ন মনে হয়

দিবা স্বপ্ন

স্বপ্ন খোজার স্বপ্ন দেখি এখনও.....

দিবা স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের আন্দোলন নিয়ে রাজাকারের উত্তরসূরীদের নানা অপপ্রচার এবং তার জবাব।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

শাহবাগ স্কয়ারে আন্দোলন শুরু হওয়ার পর প্রথম দিকে সরকার এবং বিরোধীদল কেউই ততো পাত্তা দেয়নি। কিন্তু দিন যত গড়াচ্ছে, এ আন্দোলন তত জোরদার হচ্ছে। ফলশ্রুতিতে রাজনৈতিক দলগুলোই শুধু নয়, সারা বাংলাদেশের নজর এখন শাহবাগে। এরফলে রাজাকারের উত্তরসূরীরা নানা অপপ্রচার চালাচ্ছে। এরকম কিছু অপপ্রচার এবং এর জবাব:



আন্দোলনকারীরা এ ট্রাইবুনালের উপর আস্হা রাখতে পারছে না এবং ট্রাইবুনাল ভেঙে দিতে বলছে।



এটা একটা ডাহা মিথ্যা অপপ্রচার। ট্রাইবুনালের বিপক্ষে এ আন্দোলন নয়। বরং ট্রাইবুনালকে যেন আরো শক্তিশালী করা হয় তার জন্য এ আন্দোলন। সরকার যেন কোন গোপন আতাত এই রাজাকারদের সাথে না করে তার জন্য এ বিক্ষোভ।



এটা সরকারের লোক দেখানো আন্দোলন।



যেই সব রাজাকারের উত্তরসূরীরা এই বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে তারা ভালো করেই জানে যে যারা এ আন্দোলন করছে তাদের বেশীর ভাগই কলেজ-বিশ্ববিদ্যালয় পড়া তরুন-তরুনী। যাদের বেশীর ভাগই জীবনে কখনো শ্লোগান দেয়নি। এ আন্দোলন ইতিহাসের কলংকমুক্তির আন্দোলন। এমনকি সরকার দলীয় কিছু নেতা এ আন্দোলনে সংহতি প্রকাশ করতে এসে উল্টো লান্ঞিত হয়েছে।



যদি এটা সরকারী লোকদের আন্দোলনই না হয়, তবে "জয় বাংলা" শ্লোগান কেন দেয়া হয়?



রাজাকারের উত্তরসূরীরা যে মুক্তিযোদ্ধের ইতিহাস জানবে না এটাই স্বাভাবিক। জয় বাংলা আমাদের মুক্তিযোদ্ধের অন্যতম শ্লোগান। যে শ্লোগান কন্ঠে ধারন করে মুক্তিযোদ্ধে ঝাপিয়ে পরে বুকের তাজা রক্ত দিয়ে এ দেশটা মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিল। এই শ্লোগান কারো নিজস্ব সম্পত্তি নয়।



এই আন্দোলনের খাবার দিচ্ছে সরকার থেকে।



রাজাকারের দল যে এই ধরনের অপপ্রচার চালাবে এটাই স্বাভাবিক। যারা এ আন্দোলনে যাচ্ছে তারা তাদের সামর্থ অনুযায়ী চাদা তুলে খাবার খাচ্ছে। এমনকি এক রুটি দুইজন ভাগ করে খাচ্ছে। নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানাভাবে সাহায্য করছে। শাহাবাগের আশে পাশের হোটেল গুলোও অল্পদামে খাবার সরবরাহ করছে।



পাশে দু্ইটি গুরুত্বপূর্ন হাসপাতাল। এ আন্দোলনের ফলে রোগীদের নানা অসুবিধা হচ্ছে।



আরে রাজাকারের দল, তোমরা যখন নিজেদের বাপদের বাচানোর জন্য হরতাল দেও তখন কি রোগীদের অসুবিধা হয় না। যখন বাসে আগুন দিয়ে মানুষ হত্যা কর তখন তোমাদের মানবতা কোথায় থাকে। আন্দোলন স্হল দিয়ে কোন অ্যাম্বুলেন্স যেতে চাইলে তাদের আন্দোলনকারীরা সহযোগীতা করে। এছাড়া রোগীদের যেন অসুবিধা না হয় তা নিয়েও চিন্তা ভাবনা চলছে।



এই আন্দোলনের মাধ্যমে ইসলাম ধর্মকে নানাভাবে হেয় করা হচ্ছে।



জামাত-শিবিরের নব্য রাজাকারেরা এধরনের অপপ্রচার যে চালাবে তাতো জানাই ছিল। দেশের প্রতিটি ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া প্রতিনিয়ত এ আন্দোলনের খবর প্রচার করছে। কিন্তু এধরনের কোন খবরই এখন পর্যন্ত কোন মিডিয়াতে আসেনি। জামাত-শিবিরের মিডিয়াগুলো ওত পেতে আছে এ আন্দোলনের ভিতর। এধরনের অপপ্রচারের কোন প্রমান তারা দেখাতে পারে নি।



এ আন্দোলনের কোন ভবিষ্যত নেই।



যখন ৭১ এর মুক্তিযোদ্ধে সাধারন মানুষ ঝাপিয়ে পড়েছিল তখনও একই কথা বলা হয়েছিল। যদি এ অপপ্রচারে মুক্তিযোদ্ধারা যোদ্ধে ঝাপিয়ে না পড়তো তাহলে আজও এদেশটি পাকিস্তান থাকতো। এদেশের তরুন যখন জেগে উঠে তখন তারাই ভবিষ্যত ঠিক করে।



মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

খুব সাধারন একজন বলেছেন: বলতে থাকুক
বলুক না
কফিন সাজান
চলুক না

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

দিবা স্বপ্ন বলেছেন: ফাসি চাই, ফাসি চাই।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

এই আমি রবীন বলেছেন: +++++++++++++++++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

দিবা স্বপ্ন বলেছেন: তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

mrikadey বলেছেন: যুদ্ধাপরাধীর অতীত ঃ দেলওয়ার হোসেন সাঈদী Click This Link

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

দিবা স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: ঠিক ++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

দিবা স্বপ্ন বলেছেন: ফাসি চাই, ফাসি চাই।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

ত্যাড়া ব্যাকা বলেছেন: হাসপাতাল নিয়ে যা বললেন তা ঠিক নয়, হরতাল হলে তা আওয়ামী লীগ করুক বা বিএনপি - রোগী বহন কারী গাড়ি হরতালের আওতা মুক্ত রাখা হয়।

আরেকটা কথা। রাজাকারের ফাঁসীর দাবীতে এটি একটি স্বতন্ত্র আন্দোলন। এর সাথে মুক্তিযুদ্ধের তুলনা দেওয়া বন্ধ করুন। এতে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা হয়। কেন তা জানার জন্য প্রশ্ন করুন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

দিবা স্বপ্ন বলেছেন: যে দলই হরতাল করুক, রোগী বহনকারী গাড়ি আওতামুক্ত থাকার কথা থাকলেও তা থাকে না। সেটা নানা সময় পত্রিকায় উঠে এসেছে। আর আমার লেখার কোথাও এ আন্দোলনকে মুক্তিযোদ্ধের সাথে তুলনা করে নি।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

প্রগতিশীল ইকবাল বলেছেন: Police sore gele buza jabe...............

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

দিবা স্বপ্ন বলেছেন: প তে প্রগতিশীল ইকবাল, তু্ই রাজাকার, তুই রাজাকার

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

হাবিব০৪২০০২ বলেছেন: +++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

দিবা স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

মুক্তবন্দী বলেছেন: জবাব গুলো সুন্দর।রাজামুক্ত দেশে নি:শ্বাস নেয়ার সুযোগ আসবেই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

দিবা স্বপ্ন বলেছেন: আপনার সাথে একমত প্রকাশ করে এই আশাই করি, রাজামুক্ত দেশে নি:শ্বাস নেয়ার সুযোগ আসবেই।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

স্পাইসিস্পাই001 বলেছেন: কইতে থাকুক .. আর কয়দিনই বা কইবো..... তারপর কি করবো.....

রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......

ছাগু/ছাগুর নাতি মুক্ত ব্লগ চাই

সকলের চোখে বিজয়ের নেশা দেখতে পাচ্ছি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

দিবা স্বপ্ন বলেছেন: রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......

ছাগু/ছাগুর নাতি মুক্ত ব্লগ চাই

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১

মিজান আফতাব বলেছেন: আরকটি অপপ্রচার Click This Link

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

দিবা স্বপ্ন বলেছেন: অপপ্রচার নিপাক যাক।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

ফ্রিঞ্জ বলেছেন: জয় বাংলা!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

দিবা স্বপ্ন বলেছেন: একাত্তরের হাতিয়ার, গর্জে উঠু আরেকবার।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

গ্রেটার রোড বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

দিবা স্বপ্ন বলেছেন: ধন্যবাদ।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

স্ক্রুড্রাইভার বলেছেন: ছাগুরা যা বলার বলুক, আমরা হাল না ছাড়লেই হল, আর আমরা তা ছাড়বো না।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

দিবা স্বপ্ন বলেছেন: এই দেশের তরুনরা যখন ফুসে উঠে তখন তারা হাল ছাড়ে না।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৬

সুইট টর্চার বলেছেন: আপনাদের সাথে উনি কে? আপনারা আন্দোলন করছেন গন্ডগোলের সময়ের ঘটনা নিয়ে আর উনি একজন স্বাধীন দেশের নাগরিক কে খুন করে লাশের উপর নৃত্য করছেন কোনটা বেশী মানবতা বিরুধী?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

দিবা স্বপ্ন বলেছেন: এই জনসমুদ্রের ভিড়ে প্রত্যেকের অতীত ইতিহাস দেখাতো সম্ভব নয়। অনেকেই এই আন্দোলন থেকে ফায়দা লুটতে চাইছে কিন্তু তা আন্দোলনকারীরা প্রতিহত করার চেষ্টা করছে।

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

লুব্ধক০১ বলেছেন: +++++++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

দিবা স্বপ্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.