নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ ব্লগার

ভুলে যাওয়া স্বপ্নগুলোকে মাঝে মাঝে স্বপ্ন মনে হয়

দিবা স্বপ্ন

স্বপ্ন খোজার স্বপ্ন দেখি এখনও.....

দিবা স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ: The next three days (2010)

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬





আমেরিকার একটি ছিমছাম পরিবারের কাহিনি দিয়ে মুভিটি শুরু। যেখানে Husband স্কুল শিক্ষক এবং Wife একটি অফিসে চাকরি করে। স্কুল শিক্ষক ভূমিকায় অভিনয় করেছে আমার প্রিয় একজন অভিনেতা Russell Crowe এবং তার স্ত্রী চরিত্রে অভিনয় করেছে Elizabeth Banks (যারে আমি খুব ভাল পাই ;) ) এই পরিবারের সব কিছু ভাল ভাবে চললেও হঠাৎ করে Elizabeth Banks কে তার অফিসের বসকে হত্যার দায়ে পুলিশ ধরে নিয়ে যায়। যেদিন তার বস হত্যা হয় সেদিনই Elizabeth Banks এর সাথে তার বসের কথা কাটাকাটি হয়। এমনকি Banks এর ওভার কোটের মধ্যে রক্তের দাগ পাওয়া যায়। পরবর্তীতে Russell Crowe তার স্ত্রীকে নির্দোষ প্রমানের জন্য উঠে পড়ে লাগে। কিন্তু সব প্রমানই তার স্ত্রীর বিপক্ষে। বাধ্য হয়ে Russell Crowe তার স্ত্রীকে জেল ভেঙ্গে কি করে বের করা যায় তার বুদ্ধি বের করতে থাকে। একজন সাধারন স্কুল শিক্ষকের তার স্ত্রীর প্রতি ভালবাসা এ মুভিটিতে দেখা যায়। Elizabeth Banks আসলেই খুনি কিনা তা জানতে মুভিটি দেখে ফেলুন। শুধু এটুকু বলতে পারবো যে Russell Crowe এ মুভিতে অসাধারন অভিনয় করেছে।



imdb রেটিং : ৭.৩



ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১২

খেয়া ঘাট বলেছেন: মুভিটি দেখেছি। দারুন থ্রীলার । রাসেল সবসময় ভালো অভিনয় করেন।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

দিবা স্বপ্ন বলেছেন: অতি সাধারন একটি পরিবারকে খুব অসাধারন ভাবে এই মুভিতে তুলে ধরা হয়েছে। রাসেল ক্রোর অভিনয় দেখে আমি থ।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২

আমাবর্ষার চাঁদ বলেছেন: এই মুভি দেখছি...... দারুন থ্রীলার......
লিয়াম নেসন ও আছে কিছুক্ষণের জন্য.....

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

দিবা স্বপ্ন বলেছেন: লিয়াম নেসন আসলেই একজন জাত অভিনেতা। এই মুভিতে তার অল্প উপস্হিতি মুভিটিকে আর জমজমাট করে তুলেছে।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

লিংকন১১৫ বলেছেন: হুম ,

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

আতিয়ার রহমান বলেছেন: g...

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

মহামহোপাধ্যায় বলেছেন: মুভিটি দেখেছি। দারুণ একটা মুভি।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫১

দিবা স্বপ্ন বলেছেন: মুভিটি আসলেই জোস।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দেখব।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫২

দিবা স্বপ্ন বলেছেন: দেখেন। মুভিটি দেখতে ভালো লাগবে আশা করি।

৭| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৭

ইমিনা বলেছেন: আরে বাহ্, আপনার মুভি রিভিউ পড়ে মুভিটা না দেখে কোন উপায় দেখছি না । নিজের মানুষটি নিজ এভাবে জেল ভেঙ্গে বের করে নিয়ে আসবে -ভাবতে ও দারুন লাগছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.