![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন খোজার স্বপ্ন দেখি এখনও.....
Interstellar
২০১৪ সালের আলোচিত মুভিগুলোর মধ্যে অন্যতম Christopher Nolan বসের Interstellar মুভিটি। এই প্রথম তিনি সাই-ফাই ঘরনার মুভি নির্মান করছেন। টুইস্টের রাজা এই মুভিতে কি টুইস্ট নিয়ে আসছেন তা নিয়ে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মুভিটি ২০১৪ সালের শেষের দিকে মুক্তি পাচ্ছে।
টিজার ট্রেলার দেখার জন্য এখানে ক্লিক করুন
300: Rise of an Empire
300 মুভিটির কথা সবারই নিশ্চয়ই মনে আছে। তার দ্বিতীয় পর্ব মুক্তি পাচ্ছে এই বছর। জেরজাস আবারও আক্রমন করে গ্রিকে। এবার তার আক্রমন রুখতে গ্রিক জেনারেল থেমিসটুকেল জেরজাসের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পরে। মার্চের ৬ তারিখ থেকে সিনেমা হলে আপনারা এই সিনেমাটি দেখতে পাবেন।
ট্রেলার দেখার জন্য এখানে ক্লিক করুন
X-Men: Days of Future Past
X-Men ভক্তদের জন্য সুখবর। এই বছরই মুক্তি পাচ্ছে এই সিরিজের নতুন পর্ব। Wolverine অতীতে যায় একটি ঘটনা রুখার জন্য। যা রুখতে না পারলে মানব ইতিহাস বিলিন হয়ে যাবে।
ট্রেলার দেখার জন্য এখানে ক্লিক করুন
How to Train Your Dragon 2
জনপ্রিয় এই এনিমেশন মুভিটির দ্বিতীয় পর্ব মুক্তি পাচ্ছে এই বছরে। যেখানে দেখা যাবে ভাইকিং এবং ড্রাগনদের মধ্যে বন্দ্ধুত্বের পর আরও পাচটি বছর পার হয়ে গেছে। হিকপ এবং টুথলেস ড্রাগন জড়িয়ে পরে নতুন এক অ্যাডভেন্ঞারে।
ট্রেলার দেখার জন্য এখানে ক্লিক করুন
Transcendence
জনি ডিপ ২০১৪ সালে আসছে Transcendence নামের সাই-ফাই ঘরনার মুভিটি নিয়ে। এক পাগলাটে বৈজ্ঞানিক নিজের শরীরকে কম্পিউটারের ভিতর ডাউনলোড করে। যার ফলশ্রুতিতে তিনি এমন এক শক্তির অধিকারী হন যে তাকে রুখার কেউ থাকে না।
ট্রেলার দেখার জন্য এখানে ক্লিক করুন
Transformers: Age of Extinction
Transformer সিরিজের নতুন মুভিটি মুক্তি পাচ্ছে জুলাই মাসে। শিয়া লাবিউভ থাকছে না এই পর্বে। তার পরিবর্তে মার্ক ওয়ালবার্গ এই পর্বে প্রধান চরিত্রে অভিনয় করছেন।
Need for Speed
Need for Speed গেম ভক্তদের জন্য সুখবর আছে ২০১৪ তে। এই বিখ্যাত গেমের উপর ভিত্তি করে রুপালি পর্দায় আসছে মুভি। মুক্তির সম্ভাব্য তারিখ মার্চের ২০।
ট্রেলার দেখার জন্য এখানে ক্লিক করুন
Exodus
Christian Bale ভক্তরা তাদের প্রিয় অভিনেতাকে দেখতে পাবেন ২০১৪ সালের ডিসেম্বর। মিশরের উপর ভিত্তি করে সিনেমাটি নির্মান হলেও এর কাহিনী সম্পর্কে বেশি কিছু জানা যায় নি।
Edge of Tomorrow
Tom Cruise নতুন এক সাই-ফাই মুভি নিয়ে হাজির হচ্ছে এই বছরের মাঝামাঝি সময়ে। যেখানে তাকে দেখা যাবে এলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে। মুক্তির পাচ্ছে ৩১ মে।
ট্রেলার দেখার জন্য এখানে ক্লিক করুন
Noah
নুয়ার সেই ভয়াবহ বন্যার উপর ভিত্তি করে এই সিনেমা। নাম ভূমিকায় অভিনয় করেছে Russell Crowe। এই সিনেমার চমক হিসেবে থাকছে Emma Watson। মুক্তি পাচ্ছে এপ্রিল মাসের ৩ তারিখে।
ট্রেলার দেখার জন্য এখানে ক্লিক করুন
Captain America: The Winter Soldier
Captain America সিরিজের দ্বিতীয় পর্ব মুক্তি পাচ্ছে এই বছরের মাঝামঝি। The Winter Soldier নামে পরিচিত এক সভেয়েত এজেন্টের বিরুদ্ধে Captain America কে যুদ্ধে জড়িয়ে পরতে দেখা যাবে এই পর্বে। এই সিনেমাটি পর্দায় আসছে পহেলা মে।
ট্রেলার দেখার জন্য এখানে ক্লিক করুন
Gone Girl
বিখ্যাত পরিচালক David Fincher ( Se7en, Fight Club, Panic Room সহ আরও কিছু মাস্টার পিসের জনক) ২০১৪ সালে আসছেন নতুন এক থ্রিলার সিনেমা নিয়ে। wedding anniversary তে হঠাৎ এক মহিলা উদাও হয়ে যায়। Ben Affleck প্রধান চরিত্রে অভিনয় করেছে। সম্ভাব্য মুক্তির তারিখ অক্টোবরের ৩।
The Hunger Games: Mockingjay - Part 1
The Hunger Games সিরিজের তৃতীয় পর্ব মুক্তি পাচ্ছে এই বছরের শেষের দিকে। Katniss Everdeen (Jennifer Lawrence) কে দেখা যাবে স্বৈরাচার বিরোধী প্রতীক হিসেবে। ২৭ নম্বেবর পর্দায় আসছে এই সিনেমা।
The Hobbit: There and Back Again
হবিট সিরিজের নতুন পর্বও মুক্তি পাচ্ছে এই বছরের ডিসেম্বরের শেষ দিকে।
এছাড়াও বাংলাদেশে মুক্তির অপেক্ষায় থাকা দুইটি সিনেমা এখনি আলোচনায়।
পরবাসিনী
এই বছর মুক্তির পাচ্ছে বাংলাদেশের প্রথম সাই-ফাই মুভি পরবাসিনী। বিশ্বের প্রায় ৬টি দেশে সিনেমাটির শুটিং করা হয়। নীরব এবং ইমন অভিনীত এই সিনেমাটি সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে ধারনা করা হচ্ছে। ভালবাসা দিবসে এই সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।
অগ্নি
মাহিয়া মাহি এবং আরেফিন শুভ অভিনীত অগ্নি মুক্তি পাচ্ছে এই বছর। এই সিনেমার ট্রেলার এখনই সারা জাগিয়েছে।
ট্রেলার দেখার জন্যএখানে ক্লিক করুন
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২
দিবা স্বপ্ন বলেছেন: জ্বী ভাই, রোবকোপ ও মুক্তি পাচ্ছে এই বছর। এমনকি amazing spiderman এর দ্বিতীয় পার্টও। আমি বাংলাদেশের দুইটি সিনেমা নিয়েই আশাবাদি। দেখা যাক কি হয়।
২| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
Exodus আর অগ্নি দেখার খুব ইচ্ছে আছে।
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬
দিবা স্বপ্ন বলেছেন: একটু ধৈর্য্য ধরেন। মুক্তি পাওয়ার পর আশা করি ঠিকই দেখতে পাবেন। যদিও Exodus এর জন্য ডিসেম্বর নাগাদ অপেক্ষা করতে হবে
৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩২
শরৎ চৌধুরী বলেছেন: বাহ দারুন পোস্ট। +।
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪
দিবা স্বপ্ন বলেছেন: বাহ দারুন মন্তব্য। +।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭
সিন্ধুঘোটক বলেছেন: দিলেন তো লোভ লাগায়া । এখন খালি অপেক্ষায় দিন কাটবো .....
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৮
দিবা স্বপ্ন বলেছেন: ভাল কিছুর জন্য অপেক্ষা করতেও ভাল লাগে।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১
রবিন একা বলেছেন: i am number 4 এর দ্বিতীয় পার্ট কী কখনো বের হবে ?
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮
দিবা স্বপ্ন বলেছেন: আপাতত কোন সম্ভাবনা নেই।
৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯
সুজাহায়দার বলেছেন: Transporter - 4 এর কোন খবর আছে কি?
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
দিবা স্বপ্ন বলেছেন: এরকম একটি প্রজেক্ট হাতে নিয়া হয়েছে কিন্তু কবে নাগাদ তৈরি হবে তা এখনও জানা যায় নি।
৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭
আমি সাজিদ বলেছেন: বাহ, অপেক্ষায় থাকবো।
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
দিবা স্বপ্ন বলেছেন: জ্বি, অপেক্ষায় থাকুন।
৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২
অনিকেত রহমান বলেছেন: দারুন পোষ্ট প্রিয়তে নিলাম।। ট্রেলার গুলো সমায় করে দেখে নিব।।
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
দিবা স্বপ্ন বলেছেন: কয়েকটি ট্রেলার আছে অসাধারন।
৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩
সুমন কর বলেছেন: এখানকার ৩/৪টি মুভি অবশ্যই দেখবো।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫
দিবা স্বপ্ন বলেছেন: দেখাটি আসলেই জরুরী।
১০| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২২
শুঁটকি মাছ বলেছেন: এক্সম্যান বেইল পায় কিনা কে জানে? তবে হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন দেখার জন্য উন্মুখ হয়ে আছি। আপনার পোস্ট ভাল লাগল। ভাল থাকবেন।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৭
দিবা স্বপ্ন বলেছেন: হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন আসলেই অসাধারন একটি মুভি। এক্সম্যান ভক্তদের কাছে এক্সম্যান হলো মুভির চেয়েও বেশি কিছু।
১১| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮
চিরতার রস বলেছেন: হার্ডডিস্ক কিলিন করা শুরু কর্তে অয় দেহি
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
দিবা স্বপ্ন বলেছেন: তার চেয়ে ভাল হয় নতুন একটি এক্সর্টানাল হার্ডডিস্ক কিনা ফালান।
১২| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা পোষ্ট! আমার তো আর সহ্য হইতেছে না!!!
পোষ্টে প্লাস এবং প্রিয়তে।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
দিবা স্বপ্ন বলেছেন: মন্তব্যে প্লাস এবং ধন্যবাদ।
১৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: যাক আগেই জনিয়েদিলেন। দেখার পরে জাজমেন্ট।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
দিবা স্বপ্ন বলেছেন: আপনার জাজমেন্টের অপেক্ষায় রইলাম।
১৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬
জনাব মাহাবুব বলেছেন: বাংলাদেশেও সাইফাই ধরনের মুভি
দেখার অপেক্ষায় রইলাম।
আপনার কষ্টার্জিত পোষ্টের জন্য অবশ্যই প্লাস এবং সোজা প্রিয়তে
+++++++++++++++++++++++++++++
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
দিবা স্বপ্ন বলেছেন: আপনাকে ধন্যবাদ এই কষ্টার্জিত মন্তব্য করার জন্য।
১৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮
এক্স রে বলেছেন: আমি বেশি এক্সাইটেড বাংলাদেশের গুলো নিয়ে। ইংরেজী গুলোও দেখতে হবে। ধন্যবাদ পোস্টের জন্য
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
দিবা স্বপ্ন বলেছেন: আমরা আশা করি বাংলা সিনেমার স্বর্নযুগ আবার ফিরে আসবে।
১৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: ওয়েটিং !
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
দিবা স্বপ্ন বলেছেন: আমিও ওয়েটিং !
১৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭
আকিব আরিয়ান বলেছেন: দেখতে হবে সবকয়টা
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২
দিবা স্বপ্ন বলেছেন: একটাও মিস দেওয়া যাবে না।
১৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫
আছিফুর রহমান বলেছেন: নোয়া ও দ্যা হবিটের অপেক্ষায়
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২
দিবা স্বপ্ন বলেছেন: অপেক্ষার ফল মিঠা হয়।
১৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
ইমরান হক সজীব বলেছেন: বহুতদিন বাদে কোন পোষ্ট প্রিয়তে নিলাম
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
দিবা স্বপ্ন বলেছেন: বহুতদিন বাদে কোন পোষ্ট প্রিয়তে নিয়ার জন্য ধন্যবাদ।
২০| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
বোধহীন স্বপ্ন বলেছেন: 300 এর দ্বিতীয় পার্ট!! ভালো ভালো। নোয়াহ্ বেশ ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। আচ্ছা Transformers আর কত পার্ট বাইর করবে? বিরক্তিকর লাগে। আর এক্স-ম্যান তো চলছে আর চলছেই।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪০
দিবা স্বপ্ন বলেছেন: সিরিজ মুভিতে ব্যবসা ভাল হয়। তাই হলিউডে সিরিজ মুভির ছড়াছড়ি। তবে কিছু কিছু সিরিজ মুভি দর্শকদের পরবর্তীতে বিরক্ত ধরিয়ে দেয়। আমার দেখা এরকম দুইটি সিরিজ মুভি হলো Scary Movie এবং Saw।
২১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৫
ইখতামিন বলেছেন:
দারুণ পোস্ট
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
দিবা স্বপ্ন বলেছেন: ধন্যবাদ।
২২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
ঘাষফুল বলেছেন: আমিও অগ্নির ব্যাপারে খুব এক্সাইটেড।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
দিবা স্বপ্ন বলেছেন: অগ্নি সিনেমাটি ভাল কিছু হবে বলে আমিও আশা করি।
২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০
ইমু আনোয়ার বলেছেন: প্রায় সবগুলো মুভিই দেখার ইচ্ছে আছে । পরবাসিনীতে কাস্ট খুব একটা সুবিধের হয়নি । সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে আমি সন্দিহান । ভাল পোস্ট । ইন্টারস্টেলার, নোয়াহ ও এক্স-মেন: ডেজ অব ফিউচার পাস্টের জন্য বিশেষ আগ্রহ আছে ।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:২৭
দিবা স্বপ্ন বলেছেন: পরবাসিনীর কাস্ট আর ভাল হওয়ার উচিত ছিল। যদিও ওরা মেকিং দিয়ে সেটা পোষিয়ে নেয়ার চেষ্টা করছে বলে দাবি করছে। দেখা যাক কি হয়।
২৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪
মিজভী বাপ্পা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।তবে এনএফএস দেখব।
যদিও পল ওয়াকারকে অনেক মিস করব নেক্সট এফএনএফ৭ এ
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩২
দিবা স্বপ্ন বলেছেন: পল ওয়াকারের মৃত্যর পর ফাস্ট এন্ড ফিউরিয়াস ২০১৪ সালেই মুক্তি পাবে এরকম কনফার্ম খবর না পাওয়ায় আমি লিস্টে রাখি নাই। তবে ২০১৪ সালেই মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশি। আর ফাস্ট এন্ড ফিউরিয়াসে পল ওয়াকারকে আসলেই মিস করবো।
২৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আমাজিং স্পাইডার ম্যান বাদ পরেছে
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৩
দিবা স্বপ্ন বলেছেন: এটাকে আমি ইচ্ছাকৃত ভাবেই রাখি নাই। আমি দ্বিতীয় পর্ব নিয়ে ততো আশাবাদী না।
২৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪২
আমি তুমি আমরা বলেছেন: অপেক্ষায়
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:১৩
দিবা স্বপ্ন বলেছেন: আমিও
২৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৪
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: দেখা যাক কোনটা কতটা কাঁপায় ,দেখা যাক কোনটা কোন মাত্রার পর্দা-কম্প তোলে - প্রতিক্ষায় !
মনিটর দেয়ালে ঠেস দিয়া নিলাম ভালমত , যাতে পড়ে না যায় আবার
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৯
দিবা স্বপ্ন বলেছেন: দেয়াল দেইখেন কেউ আবার ধাক্কা দিয়া ফালায় না দেয়
২৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩
তন্দ্রা বিলাস বলেছেন: সমস্যা নাই আমার মনিটর বেশ শক্তিশালী, কুনু সমস্যা হপে না দেখি এই বছর মনে হয় সময় পাবো না। তার পরেও চেস্টা করব দেশী গুলা হলে গিয়ে দেখতে।
পোস্টের জন্য ধন্যবাদ।
২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৮
শাহেদ খান বলেছেন: চমৎকার পোস্ট ! আমি সবক'টা দেখতেই আগ্রহী !
শেয়ার করায় অনেক ভাল লাগা ! পোস্ট প্রিয়তে রাখছি !
৩০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬
শাহরিয়ার নীল বলেছেন: সেই রাম পোস্ট
৩১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮
ডক্টর লেকটার বলেছেন: ধুর ভাই, আমার এমন একটা পোস্ট দেয়ার প্ল্যান ছিলো। আপনার পোস্টের কারণে সেটা মাঠে মারা গেলো।
যাউকগা, পোস্টে লাইক... ভালো পোষ্টাইছেন
৩২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
উজবুক ইশতি বলেছেন: need for speed আমার অনেক প্রিয় একটা গেমস......... মুভি কেমন হবে দেখার অপেক্ষায় আছি
৩৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
300 এর ট্রেইলার দেখেছি, খুবই ভাল মনে হয়েছে। 'Non-Stop' এর ট্রেইলার দেখে ইন্টারেস্টিং মনে হয়েছে।
৩৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
২০১৫ তে আসছে 'Selfless' বাই Matthew Goode :#> । আই অ্যাম ভেরি এগারলি ওয়েটিং :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!>
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
দিবা স্বপ্ন বলেছেন: Matthew Goode এর বেশি সিনেমা আমার দেখা নেই। তবে কিছুদিন আগে তার stoker সিনেমাটি দেখলাম। একজন ঠান্ডা মাথার খুনী হিসেবে ততো খারাপ অভিনয় করেনি।
৩৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি ওর সব মুভি দেখেছি :#>
৩৬| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৪
সীমানা ছাড়িয়ে বলেছেন: দারুন পোস্ট। প্রায় সবগুলোই দেখার ইচ্ছা আছে।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭
ইমরাজ কবির মুন বলেছেন:
Robocop ?
আমি অগ্নি'র ব্যাপারে খুব এক্সাইটেড।
কিন্তু পরবাসিনী'র কাস্ট নিয়ে আমার অবজেশন আসে।নীরবকে ভাল্লাগেনা একদমই ||