নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ ব্লগার

ভুলে যাওয়া স্বপ্নগুলোকে মাঝে মাঝে স্বপ্ন মনে হয়

দিবা স্বপ্ন

স্বপ্ন খোজার স্বপ্ন দেখি এখনও.....

দিবা স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

আসুন জানি সামহোইয়্যার ইন....ব্লগের কিছু ইতিহাস

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭

সামহোইয়্যার ইন....ব্লগ। যাকে আমরা সামু নামেই চিনি। বাংলা ভাষায় ব্লগ ব্যাপারটার সাথে পরিচয় এবং জনপ্রিয় করার জন্য সামুর গুরুত্ব অনস্বীকার্য। এই ব্লগ কমিউনিটি শুরু হওয়ার পর থেকেই চলছে আড্ডা, গুরুগম্ভীর আলোচনা-সমালোচনা, ক্যাচাল সহ আরো অনেক কিছু। কিন্তু এই সামুরও আছে ইতিহাস। তার কতটুকুই বা আমরা জানি। তাহলে জেনে নেয়া যাক এর কিছু ইতিহাস:



সামুর পথচলা কবে থেকে শুরু?



সামুর পথ চলার শুরু ১৫ অথবা ১৬ ডিসেম্বর ২০০৫।



সামুর প্রথম ব্লগার কে?



সামুর প্রথম ব্লগার হলেন ইমরান হাসান



সামুতে প্রথম পোস্ট কোনটি?



ইমরান ব্লগ স্রষ্ট া পোস্টটিকে সামুর প্রথম পোস্ট হিসেবে মনে করা হয়। যদিও অনেকের মতে এটা সামুর নয় নম্বর পোস্ট। প্রথম আটটি পোস্ট সামু থেকে ডিলেট করা হয়েছে। এই পোস্টটি দেয়া হয়েছে ১৫ ই ডিসেম্বর, ২০০৫।

কিন্তু সামুর বিখ্যাত বাগের কারনে সর্বশেষ পোস্টটি এডিট দেখাচ্ছে ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯।



সামুর প্রথম মডারেটর কে?



এই ব্যাপারটি নিয়ে একটু কনফিউশন আছে। কারন মডারেশন প্যানেল কখনোই এই ব্যাপারটি পরিষ্কার করে নি। তবে যতটুকু জানা যায়, তাতে বলা যায় প্রথম মডারেটর জানা আপু , হাসিন অথবা ইমরান হাসান





সামুতে ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭ পর্যন্ত রেজিস্ট্রিকৃত কতজন ব্লগার আছে?



আজকের হিসাবমতে সামুতে রেজিস্ট্রিকৃত ব্লগারের সংখ্যা হল ১৬০২৯৭ জন।



সামুতে প্রথম ক্যাচাল পোস্ট কোনটি?



এখন পর্যন্ত যতটুকু জানা যায়, তাতে ব্লগার মঈন এর হায় ঈদ--- কি বিচিত্র এই খুশি!!! পোস্টটি হলো প্রথম ক্যাচাল পোস্ট।



সামুতে প্রথম জামাত বিরোধী পোস্ট কোনটি?



ব্লগার আড্ডাবাজ এর জামাতী চিন্তাধারার দেউলিয়াত্ব: শিরোনামের পোস্টটিই হলো প্রথম জামাত বিরোধী পোস্ট।



সামুতে প্রথম ভারত বিরোধী পোস্ট কোনটি?



এক প্রযুক্তিবিদ নামের এক ব্লগার প্রথম ভারত বিরোধী পোস্ট দেয়।





সর্বাধিক মন্তব্যকৃত পোস্ট এখন পর্যন্ত কোনটি?



ব্লগার অপি আক্তার সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছিল। যা এখন পর্যন্ত সবচেয়ে মন্তব্যকৃত পোস্ট। কতটি মন্তব্য আছে এই পোস্টে? মাত্র ১৯৫১ টি, সবচেয়ে মজার ব্যাপার হলো ২১ শে জুন, ২০০৯ সালে পোস্টটি লেখা হলেও এখন পর্যন্ত পোস্টটিতে ব্লগাররা মন্তব্য করছে।



সামুতে সর্বাধিক পঠিত পোস্ট কোনটি?



ব্লগার সর্বনাশার ঠিক এই মূহুর্তে আমি সামুর লক্ষাধিক ব্লগারের সাহায্য চাইছি, এখনই .. পোস্টটিই হলো সামুর সবচেয়ে সর্বাধিক হিট পোস্ট। যে পোস্টে এখন পর্যন্ত ৫৫ হাজারের বেশী হিট পরেছে।



সামুর আড্ডাবাজ পোস্ট কোনটি?



১৩ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪ টা ৪১ মিনিটে হাসান মাহাবুব ভাই আড্ডা দেয়ার উদ্দেশ্যে অফটপিক শিরোনামে একটি পোস্ট দিয়েছিলেন। আড্ডাবাজ বাঙ্গালী জাতি এই পোস্টটিতে আড্ডা দিয়েছিল এক বছরেরও বেশি সময়। হামা ভাই পরিশেষে ৩ মার্চ ২০১০ সালে এই পোস্টটি মন্তব্য দেওয়ার অপশনটি বন্ধ করে দেয়। অপশন বন্ধ করার আগ পর্যন্ত এই পোস্টটিতে মন্তব্য পরেছে ১৬০০ টি।



সামুতে সর্বাধিক প্লাস প্রাপ্ত পোস্ট কোনটি?



পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য শিরোনামে ব্লগার নীলপদ্দ একটি পোস্ট দিয়েছিল। যা এখন পর্যন্ত সর্বাধিক প্লাস প্রাপ্ত ব্লগ। আজ পর্যন্ত মোট প্লাসের সংখ্যাটি হলো ৪৫৩ টি।



সামুতে সর্বাধিক মাইনাস প্রাপ্ত পোস্ট কোনটি?



সামুর অনেক নতুন ব্লগার জানেই না আগে কোন পোস্ট ভাল না লাগলে মাইনাস দেওয়ার ব্যবস্হা ছিল। যদিও পরবর্তীতে সামু রহস্যজনক কারনে এই মাইনাস সিস্টেমটি উঠিয়ে নেয়। আলেকজান্ডার ডেনড্রাইট নামের এক ব্লগার "জাফর ইকবাল জাতিকে কি দিয়াছেন" শিরোনামে এক পোস্ট দিয়েছিলেন। ড: জাফর ইকবাল জাতিকে কিছু দিক আর না দিক, আলেকজান্ডার ডেনড্রাইট ব্লগারদের দিয়েছেন সামুতে সর্বাধিক মাইনাস প্রাপ্ত পোস্ট। ৬১২ জন ব্লগার তার পোস্টটে মাইনাস দিয়েছে। যদিও এই ব্লগার এবং তার পোস্ট দুইটিই ব্লগ থেকে বিলীন হয়ে গেছে। পোস্টটির ব্যাক আপ একটি ফাইল হোটিং সাইটে রাখা আছে। পড়তে চাইলে এখানে ক্লিক করুন।



সবচেয়ে বেশি প্রিয়তে নেয়া পোস্ট কোনটি?



ব্লগার নাফিস ইফতেখারের আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... পোস্টটি এ পর্যন্ত সবচেয়ে প্রিয়তে নেয়া পোস্ট। ১৩২৮ জন ব্লগার এ পর্যন্ত পোস্টটি তাদের শোকেসে নিয়েছে।



কোন পোস্টটি সবচেয়ে বেশি ফেসবুকে শেয়ার করা হয়েছে।



ব্লগার অন্ধ বাউল এর ঢাকা ইউনিভার্সিটির ষ্টুডেন্ট বাস 'চৈতালী' অথবা একদল অমানুষের গল্প শিরোনামের পোস্টটি এখন পর্যন্ত সর্বোচ্চ ফেসবুকে শেয়ার করা হয়েছে। এ পর্যন্ত এ পোস্টটি ১১৩১৪ জন ফেসবুকে শেয়ার করে।



সামুতে সবচেয়ে রহস্যময় ব্লগার কে বা কারা?



সবচেয়ে রহস্যময় ব্লগার হল ফিউশন ফাইভ । এই নিকটির আড়ালে কে বা কারা আছে তা আজ পর্যন্ত কেউ সঠিক ভাবে বলতে পারি নি। কেউ বলে পাচ বন্ধু মিলে ব্লগটি চালায়। যুক্তি হিসেবে বলা হয়, যে রকম তথ্য উপাত্ত্ব নিয়ে ব্লগটিতে লেখা হয় তা একজন ব্লগারের পক্ষে সম্ভব নয়। আবার কেউ বলে একজন মাত্র ব্যক্তিই এই ব্লগটি চালায়। এই রহস্যের সমাধান এখন পর্যন্ত না হওয়ায় এইটিকে সবচেয়ে রহস্যময় নিকই বলা যায়। যদিও এই নিক প্রায় এক বছর থেকে কোন ব্লগিং করে না। আমার নিজের খুব প্রিয় ব্লগার হলো ফিউশন ফাইভ।



সামুতে সবচেয়ে বড় সিন্ডেকেট ব্লগ নিক কোনটি?



সামুর সবচেয়ে বড় সিন্ডেকেট ব্লগ নিক হল দি এ টীম । প্রায় ৪০০ টি নিক ছিল এই ব্লগটির কমরেডদের নিয়ন্ত্রনে। এই ব্লগটি মুক্তিযোদ্ধ বিরোধী তথা ছাগুদের বিরুদ্ধে ব্লগিং করতো। এক সময় খুবই আলোচিত-সমালোচিত ছিল এই ব্লগটি। এ সিন্ডেকেট ব্লগটির নেতৃত্বে ছিল অমি রহমান পিয়াল সহ আর অনেকেই। যদিও এই সিন্ডেকেট ব্লগটির কাজ আপাতত বন্ধ আছে।



যে ব্লগার সামুর সকলকে প্রায় বোকা বানিয়েছিল



মিথিলা নিক নিয়ে এক ব্লগার ব্লগে রেজিস্ট্রি করেই একটি পোস্ট দিয়ে বলেছিল সে নিউ ইয়র্ক থাকে এবং ভয়াবহ এক রোগে আক্রান্ত। ফলশ্রুতিতে, সে যে পোস্টটি দিতো তা হিট হতে লাগলো। সামুতে তার জন্য সমবেদনার ঝড় বয়ে যেতে লাগলো। কিন্তু পরবর্তীতে মডুদের গোয়েন্দাগিরিতে ধরা পড়লো এই ব্লগারের আইপি অ্যাডড্রেশটি নিউ ইয়র্কের নয়, বরং খোদ বাংলাদেশের। একই আইপি থেকে রুবেল নামে আরেকজন ব্লগার ব্লগ করে। চাপের মুখে রুবেল শিকারও করলো মিথিলা তারই মাল্টি নিক। ফলশ্রুতিতে, যা হওয়ার তাই হলো। সামুতে শুরু নিন্দার ঝড়।



আসুন এখন দেখে নেই সামু তৈরির সেই সব কারিগরদের।







ছবিতে উপস্থিত আছেন হাসান ভাই , হাসিন ভাই , দিদার ভাই , ইমরান হাসান ভাই , দেবরা আপু এবং শাহানা আপু । ছবিটি তুলেছে আমাদের বিখ্যাত আরিল্ড ভাই । ছবিটিতে জানা আপু সহ আর কয়েকজন সামু তৈরির কারিগর উপস্থিত নেই। ছবিটি নেয়া হয়েছে ছবির জীবন ব্লগারের ব্লগ থেকে।



এই পোস্টটি করতে অনেক পুরোনো ব্লগের ব্লগে ঘুরতে হয়েছে। ব্যবহার করতে হয়েছে গুগল মামুকে। যেই সব ব্লগারদের ব্লগ থেকে তথ্য নেয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম হলো আগামি, সিদ্ধার্থ এবংআমি তুমি আমরা







পরিশেষে বলতে চাই, অনেক পুরোনো ব্লগারের ব্লগ ঘুরতে গিয়ে একটা অনুভূতিই হলো - সামু ক্রমান্নয়ে তার মান হারাচ্ছে। একটি সময় ছিল, যখন খারাপ পোস্ট থাকলেও তা ভাল পোস্টগুলোর ভিড়ে হারিয়ে যেত। এখন হয়েছে তার উল্টো। ভাল পোস্ট গুলো খারাপ পোস্টের ভিড়ে হারিয়ে যাচ্ছে। এখন ব্লগে ব্লগিং এর চেয়ে বেশি হয় রাজনৈতিক ক্যাচাল, আস্তিক-নাস্তিক দ্বন্দ্ব এবং ১৮+ এর নষ্টামি। ভাল সব ব্লগার সামু থেকে হারিয়ে গেছে বা যাচ্ছে। আশা করি, সামুর মডু গন সামুর মান এবং পুরোনো সব ব্লগারদের ফিরিয়ে আনার জন্য যথাযত ব্যবস্হা নিবে।



কামনা করি সামু ব্লগ এবং ব্লগারদের সমৃদ্ধি।

মন্তব্য ১১৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (১১৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪

রৌহান খাঁন বলেছেন: প্রিয়তে নিয়ে নিলাম

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১১

দিবা স্বপ্ন বলেছেন: বালা করছেন।

২| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস, চমৎকার হৈসে পোস্টটা ||

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১২

দিবা স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ভাইজান।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭

লেখোয়াড় বলেছেন:
ভাল পোস্ট। প্রিয়তে থাক।

একদিন সামুর ইতিহাস লেখা হবে। তখন এগুলো লাগবে।
সামুর ইতিহাস লিখে রাখাটা জরুরী, কেউ একজন এগিয়ে আসলে ভাল হয়।

আপনাকে ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২০

দিবা স্বপ্ন বলেছেন: আপনার নিকটা আমার সেইরম পছন্দ হইছে। যাইহোক, ধন্যবাদ দেয়ার জন্য আপনাকে ধইন্যবাদ।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৯

রৌহান খাঁন বলেছেন: পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য এই পোস্ট কেমনে সামুতে সর্বাধিক প্লাস প্রাপ্ত পোস্ট হয়!!!

৯৪৩ জন প্রিয়তে নিছে, কিন্তু কেমনে এবং কেন?

পোস্টে তো কিছু নাই জাস্ট ২ টা ছবি এবং এবং ২ টা ভিডিও

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

দিবা স্বপ্ন বলেছেন: ভাই ইতিহাসের কোন ব্যাখ্যা হয় না। অপি আফার (আফা কিনা সন্দেহ আছে) পোস্টটি সর্বোচ্চ মন্তব্যকৃত পোস্ট কেমতে হয় যেমন এই রহস্যের কোন উত্তর নাই।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২০

হেডস্যার বলেছেন:
বাহ !! চরম পোষ্ট হইছে।

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫

দিবা স্বপ্ন বলেছেন: ধইন্যবাদ হেডস্যার। আপনার নিক দেইখা বেপক ভয় পাইছি। আমার স্কুলের হেডস্যার বহুত রাগি আছিলো তো। যেই মাইরডাই না ছাত্রগো মারতো।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২১

সামাইশি বলেছেন: ওয়াও এক নিশ্বাসে পড়লাম। আমি নতুন কিনা। শুভ কামনা রইলো।

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭

দিবা স্বপ্ন বলেছেন: দয়া করে এইবার নিশ্বাসটা নেন। নিশ্বাস আটকায় রাখলে পরে বিপদ হইয়া যাইবো।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১

গোবর গণেশ বলেছেন: ধন্যবাদ

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

দিবা স্বপ্ন বলেছেন: আপনাকেও

৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

মামুন রশিদ বলেছেন: সুপার!!!

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

দিবা স্বপ্ন বলেছেন: ডুপার!!!

৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪

গোল্ডেন গ্লাইডার বলেছেন: এত্ত ইতিহাস B:-) B:-)

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

দিবা স্বপ্ন বলেছেন: জ্বী ভাই, এত্ত ইতিহাস। কিছু ইতিহাস সেনসিটিভ হওয়ায় বাদ দিতে বাধ্য হইছি।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮

অনিকেত রহমান বলেছেন: প্রিয়তে নিলাম।। অনেক কিছু জানলাম ।।

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

দিবা স্বপ্ন বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ। বাই দ্য ওয়ে, মাথায় হাত দিয়া কি ভাবতাছেন।

১১| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬

বোধহীন স্বপ্ন বলেছেন: ইতিহাস পড়তে মজা লাগে। আগে সব কি ছিল, আর এখপ্ন কি হইয়া গেছে...

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

দিবা স্বপ্ন বলেছেন: আসলেই, সামুর এই নিন্মগামিতা দেখতে খুব খারাপ লাগে।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫

রাতুল রেজা বলেছেন: দারুন, তবে পোস্টে ব্লগের সবচেয়ে বড় ফ্রড করার পোস্ট টি দেয়ার অনুরোধ থাকলো। রোজলীন নামক ফ্রড তার হাজবেন্ডের অসুস্থতা দেখিয়ে যে ফ্রড করেছিল ব্লগার দের সাথে সেটা এখানে থাকা উচিত।

১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২

দিবা স্বপ্ন বলেছেন: ভাই, ওই ব্লগার নিয়া যে ক্যাচাল হইছিল তাতো আপনি জানেনই। আসলে ক্যাচালটি বেশি পরিমান করে ফেলেছিল রোজলীন। এটি আমার ইতিহাসে লেখলে নতুন ব্লগাররা ভয় পাইয়া যাইতে পারে।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫

শাহরিয়ার খান রোজেন বলেছেন: দারুন।

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

দিবা স্বপ্ন বলেছেন: :)

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১

নাহিদ রুদ্রনীল বলেছেন: সোজা প্রিয়তে। সামুর ইতিহাস একদিন ঐতিহাসিক ইতিহাস হোক এই কামনাই করি।

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

দিবা স্বপ্ন বলেছেন: সোজা ধন্যবাদ।

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪

শীলা শিপা বলেছেন: দারুন পোস্ট!!! প্রিয়তে নিলাম... :)

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

দিবা স্বপ্ন বলেছেন: দারুন মন্তব্য!!! ধন্যবাদ দিলাম... :)

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১

Sohelhossen বলেছেন: সামুতে সময় দিতে পারব , এই একপোস্ট থেকে যা আছে তাতেই চলবে । প্রিয়তে থাকল ।

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

দিবা স্বপ্ন বলেছেন: সময় দিতে পারবেন তা জানতে পেরে ভাল লাগলো।

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: ভালো লাগল।

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০০

দিবা স্বপ্ন বলেছেন: :)

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট!! অনেক কিছু জানতে পারলাম।

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০০

দিবা স্বপ্ন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

১৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

নিউক্লিয়াসে অবস্থানরত ইলেক্ট্রন বলেছেন: অনেক কিছু জানলাম। ধন্যবাদ

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১

দিবা স্বপ্ন বলেছেন: :)

২০| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সামু ব্লগের উদ্যোক্তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলী থাকলো। সেই সঙ্গে চমৎকার একটি তথ্যবহুল পোস্ট দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক কিছু জানা গেল। ব্লগের উত্তোরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করি।

ব্লগের শুরুর একশ জনকে সম্মাননা দিলে ভাল হতো।কারণ তারাই ব্লগের পথিকৃত।তাদের হাত ধরে ব্লগ বর্তমানে এই অবস্থায় আসতে পেরেছে।


আর গুণগত মানের হিসাবে বললে সব ব্লগার প্রচেষ্টা নিতে পারেন ভাল কিছু করার। চেষ্টায় অর্জন হতে পারে ভাল কিছুর।

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

দিবা স্বপ্ন বলেছেন: আমিও মনে করি, প্রথম শুরুর সেই সব কারিগরদের সম্মাননা দিতে পারলে ভাল হতো।

২১| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

সেলিম আনোয়ার বলেছেন: মিস্টার আরিল্ডকে বেশি পরিমানে শ্রদ্ধা জানাই। এই চমৎকার উদ্যোগে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য। যিনি বাংলাভাষায় একসময় কথাই বলতে পারতেন না। আর তিনিই কীনা বাংলাভাষা চর্চার এমন একটা প্লাটফরমের উদ্যোক্তা শ্রেণীদের একজন।তাকে অনুপ্রেরণা দেয়ার মানুষটি ধরে নিলাম শ্রদ্ধেয় জানা ।

এই পোস্ট স্টিকি হলে আমার ভাল লাগবে ।

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

দিবা স্বপ্ন বলেছেন: মিস্টার আরিল্ডকে বেশি পরিমানে শ্রদ্ধা জানাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২২| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭

কালবৈশাখীর ঝড় বলেছেন:
ঐতিহাসিক পোষ্ট!

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

দিবা স্বপ্ন বলেছেন: ঐতিহাসিক মন্তব্য!

২৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

হাতীর ডিম বলেছেন: দারুন একটা পোষ্ট। সরাসরি প্রিয়তে।

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

দিবা স্বপ্ন বলেছেন: :)

২৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক কিছু জানলাম

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

দিবা স্বপ্ন বলেছেন: জানার জন্য ধন্যবাদ।

২৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “ড: জাফর ইকবাল জাতিকে কিছু দিক আর না দিক, আলেকজান্ডার ডেনড্রাইট ব্লগারকে দিয়েছেন সামুতে সর্বাধিক মাইনাস প্রাপ্ত পোস্ট।” :P

অনেক কিছু আছে পোস্টটিতে। সকল তথ্য ঠিক থাকলে পোস্টটি স্টিকি হওয়া উচিত।

সুপার লাইক! :)

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

দিবা স্বপ্ন বলেছেন: সুপার মন্তব্য!

২৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: @দিবা স্বপ্ন ধন্যবাদ আপনাকে একটা কষ্টসাধ্য কাজকে সহজ ভাবে তুলে ধরার জন্য। ++++ সাথে প্রিয়তে

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

দিবা স্বপ্ন বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ।

২৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

হাসান মাহবুব বলেছেন: ব্যাপক পোস্ট। ভাবতেসি অফ টপিক এর কমেন্ট খুইলা দিয়া অপি আক্তাররে চেজ করমু কী না!

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

দিবা স্বপ্ন বলেছেন: হামা ভাই, আছেন কেমন? আপনি তো ভাই ইতিহাসের অংশ। আপনার অফ টপিক পোস্টটি থেকে আমরা একটি শিক্ষা পাই, আর তা হলো বাঙ্গালী জাতি আড্ডা মারতে ওস্তাদ।যাই হোক, একজন জ্বলন্ত ইতিহাসকে সামনে পেয়ে ভাল লাগলো।

২৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

সোজা কথা বলেছেন: অসাধারণ এবং সাংঘাতিক ভালোলাগা রইল।অনেক কিছুই সুন্দরভাবে উঠে এসেছে।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৯

দিবা স্বপ্ন বলেছেন: অসাধারন এবং সাংঘাতিক ভালোলাগা দেয়ার জন্য বেসম্ভব ধন্যবাদ।

২৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১০

তাসজিদ বলেছেন: এত পুরাই সামুর ইতিহাস।

তবেঁ অমি পিয়াল ভাইদের আমি খুব মিস করি।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩০

দিবা স্বপ্ন বলেছেন: আমি নিজেও সামুর পুরনো অনেক কিছুই মিস করি।

৩০| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

দিবা স্বপ্ন বলেছেন: তাই নাকি!!!

৩১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

ইখতামিন বলেছেন:
পোস্ট প্রিয়তে।
অনেক পরিশ্রমী ও কষ্টসাধ্য পোস্ট। সামুর ইতিহাসের অংশ এটাও।

তবে। আপনার একটা তথ্য সম্ভবতঃ ভুল।
আপনি বলেছেন: আজকের হিসাবমতে সামুতে রেজিস্ট্রিকৃত ব্লগারের সংখ্যা হল ১৬০২৯৭ জন।

কিন্তু আমি দেখতে পাচ্ছি। ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩০ পর্যন্ত সামুর রেজিস্ট্রিকৃত ব্লগারের সংখ্যা হলো- ১,৬২০০০ (এক লক্ষ বাষট্টি হাজার) । স্বয়ং জানা আপা বলেছেন। হতে পারে এর কিছু কম। কিন্তু তাই বলে এক লক্ষ একষট্টি হাজারের কম নয় ;)

তথ্যসূত্র হিসেবে নিচের পোস্টে ১৭ নম্বর মন্তব্য দেখতে পারেন। :)
Click This Link

তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন। । :) :)

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

দিবা স্বপ্ন বলেছেন: আমার হিসাবটি ঠিকই আছে। সর্বশেষ রেজিস্ট্রিকৃত ব্লগার হলেন হেক দ্য প্ল্যানেট। তার ব্লগে গিয়ে ডান বাটনে ক্লিক করে ভিউ পেইজ ইনফরমেশনে ক্লিক করুন।নতুন একটি ট্যাব আসবে। তারপর Crl+F চাপুন। এরপর সার্চে লিখুন "blog_id=" তাহলেই দেখতে পাবেন তার ক্রমিক নম্বর। যা 160297.

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০০

ইখতামিন বলেছেন:
আমার উপরের মন্তব্যের তথ্য পিকচারটাও এড করে দিচ্ছি। ছবিতে ক্লিক করলেই উক্ত পোস্টে যেতে পারবেন বলে আশা রাখি। ১৭ নম্বর মন্তব্য দেখুন.. :)

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮

দিবা স্বপ্ন বলেছেন: উপরের জবাবে আমার তথ্যসূত্রটি পরিষ্কার করা হয়েছে। একই পদ্ধতি অনুসরন করলে জানা যায় আপনি ১২৬৯৬৪ নম্বর ব্লগার। ভাল থাকবেন।

৩৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

আমি তুমি আমরা বলেছেন: পিলাচ সহকারে প্রিয়তে নেয়া হইল।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০

দিবা স্বপ্ন বলেছেন: অশেষ ধন্যবাদ।বাই দ্য ওয়ে, আপনার ব্লগ থেকে কিছু তথ্যসূত্র নেয়া হয়েছে। এজন্য আপনাকে ধন্যবাদ।

৩৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০২

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: ++++

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

দিবা স্বপ্ন বলেছেন: আপনাকেও

৩৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

আন্ধার রাত বলেছেন:
আমিও হারাইয়া যাইতাছি, পুরানা হইয়া গেছি তো তাই :((
আমারে কেউ মনে রাখলোনা! অবশ্য মনে রাখার মত কিছু করি নাই। :D

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৫

দিবা স্বপ্ন বলেছেন: পুরনো ব্লগার হিসেবে আপনাকে অভিনন্দন। আপনার মতো ব্লগার হারিয়ে গেলে নতুনরা কিছু শিখতে পারবে না। নতুন অনেক ব্লগার জানেই না ব্লগ মানে শুধু রাজনৈতিক ক্যাচাল অথবা কপি পেস্ট। ব্লগ মানে যে এর চেয়ে অনেক বেশি কিছু তা তাদের ধারনার বাইরে।

৩৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

অনাহূত বলেছেন: বাহ্, পরিশ্রম সার্থক। তথ্যবহুল পোস্ট। ভালো লাগলো।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩১

দিবা স্বপ্ন বলেছেন: ধন্যবাদ।

৩৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

শরৎ চৌধুরী বলেছেন: অসাধারণ একটা পোষ্ট। দূর্দান্ত।++++।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৫

দিবা স্বপ্ন বলেছেন: ধন্যবাদ।

৩৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

ইখতামিন বলেছেন:
সুন্দর একটি তথ্য জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হিসেব অনুযায়ী আপনি ৯২৮৬৭ তম ব্লগার।

কিন্তু হেক দ্য প্ল্যানেট তো ৬ ই জানুয়ারি সকালে রেজিস্ট্রেশন করেছিলেন। তার আইডি ছিল ১৬০২৯৭। অথচ আপনার এই পোস্ট দিয়েছেন ১০ ই জানুয়ারি সকালে। এই কয়েকদিনে আরও অনেকেই রেজিষ্ট্রেশন করাটা স্বাভাবিক। সেই হিসেবে ব্লগার সংখ্যা তো আরও কিছু বাড়তে পারে!!!
যেমন একটু আগে আমি আমার একটি সহনিক খুললাম। ব্লগ আইডি হলো: ১৬০৫৩২।
সুতরাং আপনাকে ব্লগ সংখ্যাটি পরিবর্তন করলে সুন্দর হবে। অথবা আপনার দেয়া সংখ্যার পাশে সেই সময়টুকু উল্লেখ করা উচিত। :)

ভালো থাকুন।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৭

দিবা স্বপ্ন বলেছেন: আমার দেয়া সংখ্যার পাশে সেই সময়টুকু উল্লেখ করে দিলাম।

৩৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৪

রোমেন রুমি বলেছেন:
ব্যপক পোস্ট ; কষ্টসাধ্য ।
পোস্টের জন্য ধন্যবাদ ।

সামুর স্রষ্টাদের জন্য শ্রদ্ধা এবং শুভ কামনা ।

সামুর মান নিয়ে আপনার কথার সাথে সম্পূর্ণ একমত ।
এটা অনেকটা ফেইসবুকের মত হয়ে গেছে ; যার যা খুশি তাই লিখছে ।
ফলে কষ্টসাধ্য, তথ্যবহুল, যুক্তিনির্ভর, সাহিত্য মান সম্পন্ন লেখাগুলো হারিয়ে যাচ্ছে ।
এটা কাম্য নয় ।

এ ব্যাপারে মোডারেটরদের মনোযোগ আকর্ষণ করছি :)

ভাল থাকুন;
শুভ রাত্রি ।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৮

দিবা স্বপ্ন বলেছেন: মতামত জানানোর জন্য ধন্যবাদ।

৪০| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০২

নিয়েল হিমু বলেছেন: এই পোষ্ট লেখার জন্য আপনি নিজে যে পরিমান জ্ঞান অর্জন করেছেন তার কিছুই বোধহয় আমাদের সাথে শেয়ার করতে পারেন নাই তাই নয় কি ? :)
ভাল লাগল ।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৯

দিবা স্বপ্ন বলেছেন: ভাই, যে পরিমান জানতে পেরেছি তার অনেক কিছুই জানাতে পারে নি। তার কারন হলো সময়ের অভাব এবং সেনসিটিভ তথ্য।

৪১| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮

আকিব আরিয়ান বলেছেন: ভালো লাগলো। পোস্ট প্রিয়তে

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

দিবা স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৪২| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩

সকাল রয় বলেছেন: আইলাভ সামু

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

দিবা স্বপ্ন বলেছেন: মি টু

৪৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

rakibmbstu বলেছেন: +++++++++++

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

দিবা স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৪৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

মোঃ শিলন রেজা বলেছেন: ভাই তো দেখছি সামু সম্পর্কে অনেক কিছুই জানেন। দেখি আমার ব্লগ সক্রান্ত একটি সমস্যার সমাধান দিতে পারেন কিনা? আমার ব্লগ ডিসপ্লে নাম টি আমি কিভাবে চেঞ্জ করবো। আমার ব্লগার নাম দেওয়া আছে মোঃ শিলন রেজা। আমি কি এই নাম টা বদলাতে পারবো?

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

দিবা স্বপ্ন বলেছেন: আপনার ব্লগের নিক পরিবর্তন করতে চাইলে যথাযথ কারন উল্লেখ করে এখানে মেইল করুন। আশা করি আপনার নিকটি মডারেশন প্যানেল পরিবর্তন করে দিবে।

৪৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

এন এফ এস বলেছেন: হা হা হা ফিফার পোস্ট দেখেই ব্লগে আসা । প্রিয়তে নিলাম :)

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

দিবা স্বপ্ন বলেছেন: ফিফা আমারও প্রিয় ব্লগার।

৪৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০

এহসান সাবির বলেছেন: দারুন পোস্ট।
অনেক কিছু জানলাম!!!!

ধন্যবাদ।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫০

দিবা স্বপ্ন বলেছেন: আমার ব্লগে আসার জন্য আপনাকেও ধন্যবাদ।

৪৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২১

তোজি বলেছেন: ধন্যবাদ ।। সামু সম্পর্কে অনেক কিছু জানা হল

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫০

দিবা স্বপ্ন বলেছেন: জানার জন্য ধন্যবাদ।

৪৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক কিছু জানতে পারলাম।


এতো সুন্দর পোস্টটির জন্য অনেক ধন্যবাদ আপনাকে :)

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

দিবা স্বপ্ন বলেছেন: জানার জন্য ধন্যবাদ।

৪৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দারুণ। সরাসরি প্রিয়তে।

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

দিবা স্বপ্ন বলেছেন: সরাসরি ধন্যবাদ।

৫০| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

মহামহোপাধ্যায় বলেছেন: এই পোস্ট প্রিয়তে না রাখলে আমার ব্লগে বজ্রপাত হবার সম্ভাবনা প্রবল। সোজা বাংলায় ঠাডা পড়ব B-) B-) B-)


শুভেচ্ছা।

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

দিবা স্বপ্ন বলেছেন: এই মন্তব্যে ধন্যবাদ না দিলে আমার ব্লগে বজ্রপাত হবার সম্ভাবনা প্রবল। তাই আপনাকেও ধন্যবাদ।

৫১| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫

আরজু পনি বলেছেন:

'আওলাও' হইতে পারলাম না 'জাউলাও' হইতে পারলাম না, আমারে মনে রাখবো কেডা ?! :((

কাদঁতে কাঁদতে পোস্ট শোকেসায়িত করলাম :(( :((

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

দিবা স্বপ্ন বলেছেন: আপু, আপনার মত পুরনো ব্লগারদের কেউ মনে রাখবো না তা হতেই পারে না। আপনাকে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

৫২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার ১৫০০ কমেন্টের একটা পোষ্ট ছিল :!> :!> :!> ৩৩ হাজার ভিজিটস :#> :#> :#>

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯

দিবা স্বপ্ন বলেছেন: শাহবাগের আন্দোলন নিয়ে ঐ পোস্টের কথা কে না জানে। কিন্তু পোস্টটি ড্রাফট করছো কিল্লায়?

৫৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সামুতে সবচেয়ে বেশিক্ষণ স্টিকি থাকা পোষ্ট আমার :-& দেড় মাস।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৫

দিবা স্বপ্ন বলেছেন: পিচ্চি মাইয়া আমি তা জানি। কিন্তু তথ্যটি দিতে হলে তথ্যসূত্র দিতে হয়। যদিও ভূতে পোস্টটি ড্রাফট করায় কোন তথ্যসূত্র নাই। পোস্টটি ড্রাফট থেকে ফিরিয়ে আনলে তথ্যটি পোস্টে যুক্ত করে দিবো। তোমার কসম খাইয়া বলতাছি।

৫৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫২

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

দিবা স্বপ্ন বলেছেন: :) :) :) :)

৫৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৩

মেনন আহমেদ বলেছেন: অনেক তথ্য জানলাম ভালোলাগলো।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

দিবা স্বপ্ন বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ।

৫৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০

বেকার সব ০০৭ বলেছেন: পুরাতন পোস্ট গুলো আবার চোখ ভুলিয়ে গেলাম, পোস্টে অনেক কষ্ট করেছেন এর জন্য ধইন্ন্যা আপনাকে

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৪

দিবা স্বপ্ন বলেছেন: পুরাতন পোস্টগুলোতে চোখ বুলিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।

৫৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১২

বেকার সব ০০৭ বলেছেন: পরিশেষে বলতে চাই, অনেক পুরোনো ব্লগারের ব্লগ ঘুরতে গিয়ে একটা অনুভূতিই হলো - সামু ক্রমান্নয়ে তার মান হারাচ্ছে। একটি সময় ছিল, যখন খারাপ পোস্ট থাকলেও তা ভাল পোস্টগুলোর ভিড়ে হারিয়ে যেত। এখন হয়েছে তার উল্টো। ভাল পোস্ট গুলো খারাপ পোস্টের ভিড়ে হারিয়ে যাচ্ছে। এখন ব্লগে ব্লগিং এর চেয়ে বেশি হয় রাজনৈতিক ক্যাচাল, আস্তিক-নাস্তিক দ্বন্দ্ব এবং ১৮+ এর নষ্টামি। ভাল সব ব্লগার সামু থেকে হারিয়ে গেছে বা যাচ্ছে। আশা করি, সামুর মডু গন সামুর মান এবং পুরোনো সব ব্লগারদের ফিরিয়ে আনার জন্য যথাযত ব্যবস্হা নিবে।

কামনা করি সামু ব্লগ এবং ব্লগারদের সমৃদ্ধি।( সহমত প্রকাশ করলাম)

৫৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:০৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার কথাগুলো খুব ভাল লাগে :!> :!> :!>

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

দিবা স্বপ্ন বলেছেন: মাইয়া তো দেখা যায় পুরাই টাংকিবাজ ;) ;) ;)

৫৯| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

ইসতিয়াক অয়ন বলেছেন: অসাধারন একটা পোস্ট +++ ।
না পড়লে মিস করতাম ।
এতো এতো লিংক নতুন ট্যাবে খুলে বসে আছি । :)
ধন্যবাদ এতো কিছু শেয়ার করার জন্য !

৬০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সামু ক্রমান্নয়ে তার মান হারাচ্ছে। একটি সময় ছিল, যখন খারাপ পোস্ট থাকলেও তা ভাল পোস্টগুলোর ভিড়ে হারিয়ে যেত। এখন হয়েছে তার উল্টো। ভাল পোস্ট গুলো খারাপ পোস্টের ভিড়ে হারিয়ে যাচ্ছে। এখন ব্লগে ব্লগিং এর চেয়ে বেশি হয় রাজনৈতিক ক্যাচাল, আস্তিক-নাস্তিক দ্বন্দ্ব এবং ১৮+ এর নষ্টামি। ভাল সব ব্লগার সামু থেকে হারিয়ে গেছে বা যাচ্ছে। আশা করি, সামুর মডু গন সামুর মান এবং পুরোনো সব ব্লগারদের ফিরিয়ে আনার জন্য যথাযত ব্যবস্হা নিবে।

সহমত পোষন করি।

৬১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: অনেক পুরনো লেখা পড়তে সহযোগিতা করার জন্য ধন্যবাদ

আমি সামু'র অতি নগন্য ও নবীন ব্লগার।

৬২| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৫

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ইতিহাস জাইনা ভাল্লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.