নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ ব্লগার

ভুলে যাওয়া স্বপ্নগুলোকে মাঝে মাঝে স্বপ্ন মনে হয়

দিবা স্বপ্ন

স্বপ্ন খোজার স্বপ্ন দেখি এখনও.....

দিবা স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি খোলা চিঠি

০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৩৩

প্রিয় বাংলাদেশ ক্রিকেট দল,



প্রত্যেকটা ক্যাচ যখন উপরে উঠবে, ক্যাচটা ধরার আগে একটাবার ভেবো, এই মূহুর্তে হয়তো একজন রিকশাচালক তার রিকশাটা কোন টিভির দোকানের পাশে রেখে কপালের ঘাম মুছতে মুছতে তোমাদের খেলা দেখছে ... লোকটার রাতের খাবারের জন্য দরকারি টাকাটাও আজকে হয়তো আয় হয়নি ... বাসায় তার সদ্য বিবাহিত বৌটি হয়তো আজ রাতে না খেয়ে থাকতে হবে....তারপরেও সে সব ফেলে তোমাদের খেলা দেখছে !!



প্রত্যেকটা শট খেলার আগে একটু চিন্তা কইরো, প্রত্যেকটা ঘরে একজন মা চুলায় তার রান্না ফেলে রেখে এসে তোমাদের খেলা দেখছে ... তার চুলায় রাখা তরকারি পুড়ে যাচ্ছে ... সে তবুও টিভির সামনে থেকে সরছে না !!



প্রত্যেকটা বল করার আগে একটু চিন্তা কইরো, সারা গায়ে বাঘের ডোরাকাটা আঁকা মাঠের ঐ ছেলেটা পুরো ৬ ঘন্টা চিৎকার করে তোমাদের সমর্থন করে যাচ্ছে ... তার পাশের ঐ ছেলেটা স্কুল ফাঁকি দিয়ে খেলা দেখতে চলে এসেছে ...হয়তো কোন বেকার তরুন তার শেষ সম্বল হাত খরচের টাকা দিয়ে টিকেট কেটেছে তোমাদের সাহস দিবে বলে.......অথবা, কালকে পরীক্ষা, কিন্তু পড়ুয়া ঐ মেয়েটা বই সামনে রেখে টিভির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে !!



এই লেখাটা হয়তো কখনোই তোমাদের কাছে পৌঁছাবে না ... তবুও জেনে রেখো, যে ছেলেটা একটার পর একটা ম্যাচ হারার কষ্টে আজকে চোখের পানি আটকে রাখতে পারে নি, সে আরো বেশি পরিমাণ স্বপ্ন নিয়ে পরের খেলাটা দেখতে বসবে !! হয়তো অন্ধ সমর্থন দিয়ে যাবে ... কিন্তু বার বার স্বপ্ন ভাঙ্গতে হয় না ... স্বপ্ন ভাঙ্গলে অনেক বেশি কষ্ট হয় ... অনেক বেশি !!"



ইতি,

বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক



মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৫৭

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ লিখসেন।

০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৫৯

দিবা স্বপ্ন বলেছেন: হামা ভাই, বেজায় মেজাজ খারাপ নিয়ে লেখাটি লেখেছি। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:১০

নিশাত তাসনিম বলেছেন: প্রত্যেকটা বল করার আগে একটু চিন্তা কইরো, সারা গায়ে বাঘের ডোরাকাটা আঁকা মাঠের ঐ ছেলেটা পুরো ৬ ঘন্টা চিৎকার করে তোমাদের সমর্থন করে যাচ্ছে ... তার পাশের ঐ ছেলেটা স্কুল ফাঁকি দিয়ে খেলা দেখতে চলে এসেছে ...হয়তো কোন বেকার তরুন তার শেষ সম্বল হাত খরচের টাকা দিয়ে টিকেট কেটেছে তোমাদের সাহস দিবে বলে.......অথবা, কালকে পরীক্ষা, কিন্তু পড়ুয়া ঐ মেয়েটা বই সামনে রেখে টিভির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে !!


:( :(

০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:১২

দিবা স্বপ্ন বলেছেন: জ্বী ভাই, আসলেই দু:খজনক।

৩| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:১২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কিছুই বলার নেই।
এত খারাপ যাচ্ছে ক্রিকেটীয় শেষ কটা দিন।
শ্রীলংকার সাথে টি-২০ পুড়ালো। চলছেই তখন থেকে।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:১৪

দিবা স্বপ্ন বলেছেন: সোনালি দিনগুলো খুব তাড়াতাড়ি ফিরে আসবে এই আশায় আছি।

৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৩৩

শাদা-অন্ধকার বলেছেন: বাংলাদেশে যখন খেলা শুরু হয় তখন ইউএসএ তে রাত ২ টা। বাংলাদেশের খেলা শুরুর আগে ২-৩ ঘন্টা ঘুমোতে পারি। শুরুর পর আর ঘুম আসেনা। সেই নিদ্রাহীন রাত শেষে পরদিন ক্লাস, এক্সাম, ল্যাব করতে হয়। যদি জিতে যাই- মুছে যায় সব ক্লান্তি কিন্তু হারলে ক্লান্তি বেড়ে যায় দ্বিগুন। সমস্যা একটাই- যতই হারুক, যাচ্ছেতাই ভাবে হারুক- তবু বিশ্বাস হারাইনা। তবে দিন দিন হারের এমন অভ্যাস আমাদের কে অবিশ্বাসী করে তুলবে সন্দেহ নেই।

লেখা ভালো লেগেছে- ধন্যবাদ।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৪১

দিবা স্বপ্ন বলেছেন: আমার অবস্থা অনেকটা আপনার মতো। আমার এখানে সকালে খেলা হয়। তাই ক্লাসের চেয়ে বেশী মনোযোগ থাকে ক্রিকইনফোর স্কোরের দিকে। এরপরেও যদি একটার পর একটা ম্যাচ এরকম বাজে ভাবে হারে তাহলে মেজাজটি কীরকম হয় তা আপনি সহজেই উপলব্ধি করতে পারছেন।

৫| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১:৪২

মুহামমদল হািবব বলেছেন: সবার মর্মবেদনা আপনার লেখায় ফুটে উঠেছে । ধন্যবাদ।

০২ রা মার্চ, ২০১৪ রাত ২:৩৮

দিবা স্বপ্ন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৬| ০২ রা মার্চ, ২০১৪ ভোর ৪:০৩

সীমানা ছাড়িয়ে বলেছেন: ভাইরে আজকে আমি কাজকর্ম ফেলে সারা রাত জেগে খেলা দেখলাম। মেজাজ খারাপ করে কয়েকবার স্ট্রিমিংও বন্ধ করে দিয়েছি। তারপরেও কিছুক্ষন পর পর আবারও স্ট্রিমিং অন করি। ৯ উইকেট যাওয়ার পরও মনের ভিতরে বারবার আশা উকি দিচ্ছে - জিতেও তো জেতে পারে। আশায় গুড়েবালি।

০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:২৯

দিবা স্বপ্ন বলেছেন: গতকাল আমার খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস ছিল। তাই বাধ্য হয়ে খেলাটি দেখতে পারিনি। পূরবর্তীতে ফলাফল দেখে খেলা না দেখার দু:খ মিটে গেছে।

৭| ০২ রা মার্চ, ২০১৪ ভোর ৬:৩০

নিশি মানব বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। আশা করি বাংলাদেশ এই দুঃসময়টা কাটিয়ে সামনে অনেক সুন্দর খেলা খেলবে।

০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩০

দিবা স্বপ্ন বলেছেন: আশা করি বাংলাদেশ এই দুঃসময়টা কাটিয়ে সামনে অনেক সুন্দর খেলা খেলবে।

৮| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ৮:১৭

অপু তানভীর বলেছেন: আসলেই বার বার স্বপ্ন ভাঙ্গতে হয় না ! স্বপ্ন ভাঙ্গার কষ্ট অনেক বেশি !! :(:(

০২ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৩১

দিবা স্বপ্ন বলেছেন: সোনালি দিনগুলো খুব তাড়াতাড়ি ফিরে আসবে এই আশায় আছি।

৯| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ৯:৩০

দি সুফি বলেছেন: অসাধারন লিখেছেন। +++
যেভাবে তারা হারছে এটা কোনভাবেই মেনে নিতে পারছি না। প্রতিপক্ষ খুব বেশি ভালো খেললে একটা কথা ছিল! নিজেরাই যখন খামখেয়ালী করে ম্যাচ হেরে যায়, তখন আসলেই খুব খারাপ লাগে।

০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

দিবা স্বপ্ন বলেছেন: শ্রীলংকা সিরিজ থেকেই এইসব উদ্ভট হারের সূচনা। এই হারগুলো কোন ভাবেই মেনে নেয়া যায় না।

১০| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ৯:৫৫

পদ্মা_েমঘনা বলেছেন: অসাধারন লিখেছেন। বাইরে এত কষ্ট করে খেলা দেখে যদি এরকম দেখতে হয়! খুব দু:খজনক। কে বলবে এই দলটি ১৪ বছর ধরে টেষ্ট খেলে! অন্যকোন দেশ হলে বোর্ড ভেঙ্গে দিত! এদেশে বোর্ডের কিছুই হবে না। শুধু খেলোয়ারদের দোষারোপ করা ঠিক না।

০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

দিবা স্বপ্ন বলেছেন: শুধু খেলোয়ার নয়, বোর্ডের খামখেয়ালিও অনেকখানি দায়ী এইসব পরাজয়ের জন্য।

১১| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫১

rakibmbstu বলেছেন: +++++++++++++++

০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

দিবা স্বপ্ন বলেছেন: ধন্যবাদ।

১২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১:৪৫

মশিকুর বলেছেন:
অসাধারন লেখা হয়েছে। তবে ইচ্ছা করেতো কেউ খারাপ খেলে না। এতকিছু চিন্তা না করে খেলোয়াড়দের মানসিকভাবে ফ্রি হয়েই খেলা উচিৎ। বাংলাদেশের ভালো দিন আসবেই.. হয়তো নেক্সট ম্যাচেই..

শুভকামনা।

১৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ২:৩২

রাসেলহাসান বলেছেন: কিন্তু বার বার স্বপ্ন ভাঙ্গতে হয় না ... স্বপ্ন ভাঙ্গলে অনেক বেশি কষ্ট হয় ... অনেক বেশি !!"

:( :( :(

১৪| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৬

পড়শী বলেছেন: মোটেও একমত নই। ক্যাচ ধরতে যাবার সময় এত্তকিছু ভাবতে গেলেই বল হাত থেকে ফস্কে যাবে, নিশ্চিত। বরং এই ভাবনা গুলি ভাবতে হবে খেলা শুরুর আগে।

আর খেলার সময়, বলকে আকাশে ভাসতে দেখলে ভাবনা টা হবে এমন

--------------মামুর বুইঠা, কারে মাইরতে কারে মাইরছ, ঠেলা টের পাউ নাই। এহুনি বুঝবা মজা আউট হইয়া।

১৫| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

নাহিদ রুদ্রনীল বলেছেন: আশা আগে ছাড়ি নি, এখনও ছাড়বো না। আমরা আবার ঘুরে দাঁড়াবই। একটু আস্থা রাখতে হবে নিজেদের উপর, নিজেদের সামর্থ্যের উপর। লেখা ভালো লেগেছে, লেখককে শুভকামনা।

১৬| ২৪ শে মার্চ, ২০১৪ ভোর ৪:৩২

নাছির84 বলেছেন: আপনার কথার সঙ্গে শতভাগ সহমত পোষন করছি। কিন্তু আফসোস ! ক্রিকেট এসব বোঝে না। আপনি যা যা বলেছেন...ঠিক তাই তাই মনে করে ক্যাচ ধরতে গেলে বলটা আর হাতে নামবে না ! সোজা মাটিতে ! ক্যাচটা ধরার সময় চোখ এবং মাথা জুড়ে থাকবে শুধুই বলটা-ক্রিকেটের প্রথম পাঠ। একইরকম ভাবে আমাদের কথা ভেবে বল করতে গেলে ওটা হয়তো আর ব্যাটসম্যান পর্যন্ত পৌঁছাবে না। জানেন তো....বোলিংয়ের সময় ব্যাটসম্যানই বোলারের ধ্যান-জ্ঞান।
কিন্তু তারপরও ক্রিকেটের এতসব মৌলিক কচকচানিকে কাঁচকলা দেখিয়ে আপনার অসাধারন প্রকাশের প্রতি সমর্থন রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.