নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবযাত্রা

যে বয়েসে সরকারী চাকরীজীবিরা অবসরের চিন্তা করেন , সেই সীমা সমাগত প্রায় । জীবনের বহু পথ পরিক্রমায় যা বুঝছি তা সবার সাথে শেয়ার করার আশায় ।

শেখ মফিজ

জীবনের চলার পথে অনেক পথ পেরিয়েছি, সে সব পথে যা কিছু কুড়িয়েছি তা শেয়ার করবো সবার সাথে ।

শেখ মফিজ › বিস্তারিত পোস্টঃ

আমি

২৪ শে মে, ২০১৪ রাত ৮:৪৪

এক সময় কেটেছে প্রচণ্ড ব্যস্ততায় । কাজ আর কাজ ।



তখন মনেই হয়নি কাজ ছাড়াও করার মত অনেক কিছু আছে ।

সে সময় তখন ভাল করে কম্পিউটারের প্রচলন হয়নি ।

বড় রপ্তানীমূখী এক প্রতিষ্ঠানে হিসাব বিভাগে কাজ করতাম বলে সারাসময় কষ্টিং নিয়ে ব্যস্ত থাকতে হতো ।এ ছাড়া ইনভয়েস, কণ্টাক, স্টক, ব্যাংকিং আরো অনেক কিছু । এদিক ওদিক হওয়ার সুযোগ নেই । ভূল হলে আবার নতুন করে । আজকাল সুবিধা অনেক ।প্রগ্রামিং করা আছে, ডাটা দাও রেজাল্ট পাও ।তাই অবসর অনেক । আজ তরুন দের দেখা যায়, কাজের ফাকেফাকে ফেসবুক , ব্লগ বা অন্য কিছু খুলে বসে আছে ।



বয়েসের কারণে বা অগ্রজ হবার কারণে বা সিনিয়ারিটির কারণে হাতে কলমে খুব বেশী কাজ করতে হয়না। জুনিয়র সহকর্মীরা সব করে । তাই ফেলে আসা দিন গুলোর মত অত ব্যস্ততা নেই ।চাপ ও নেই, দায়িত্ব আছে ।



ফাঁকে একটু ব্লগে আসা । কিছু জানা আর কিছু জানানো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.