![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের চলার পথে অনেক পথ পেরিয়েছি, সে সব পথে যা কিছু কুড়িয়েছি তা শেয়ার করবো সবার সাথে ।
গত সপ্তাহে বাসার একটি অনুষ্ঠানের জন্য স্হানীয় ক্ষুদ্র বাজার ( স্হানীয় প্রয়োজনে গড়া অস্হায়ী বাজার) হতে ৮টি র্ফামের মুরগী কিনি, ঐ দোকানে সকাল বেলায় সম্ভবত আমিই প্রথম ক্রেতা ছিলাম । বিক্রেতাকে মুরগী জবাই করে ছিলে দিতে বলে অন্য বাজার করে ফেরার সময় মুরগী গুলো নিয়ে বাসায় চলে এলাম । ঘণ্টাখানেক বাদে বাসায় যিনি মুরগীগুলি কাটছিলেন তিনি জানালেন, একটা মুরগীর মাংস থেকে গন্ধ বেরুচ্ছে । অনেক পরে বুঝলাম যে বিক্রেতা ৮টি মুরগীর মধ্যে একটি মরা মুরগী চালিয়ে দিয়েছে । সম্ভবত রাতে মুরগীটি মারা গেছে, গরমের কারণে একটু গন্ধ হয়েছে । আর আগে থেকে সেটা ড্রামের মধ্যে রেখে দিয়েছিলো, এবং জান্ত মুরগী জবাই করে ওই ড্রামেই ফেলছিল ।
হায় ব্যবসা, হায় বিশ্বাস । নৈতিকতা বলে কি কিছু থাকবে না ?
২৬ শে মে, ২০১৪ সকাল ৮:৫৯
শেখ মফিজ বলেছেন: আসলেই । তাই চাই সবাই সতর্ক হোন ।
২| ২৫ শে মে, ২০১৪ রাত ১১:৫৫
নতুন বলেছেন: নৈতিকতা এই জিনিসের অথ` দেশের অনেক মানুষ যানে না...
২৬ শে মে, ২০১৪ সকাল ৯:০০
শেখ মফিজ বলেছেন: মানুষ জানে, কিন্তু সে যখন ব্যবসায়ী হয় তখন তা বাড়ীতে থাকে ।
৩| ২৬ শে মে, ২০১৪ রাত ১২:০৯
সুমন কর বলেছেন: নৈতিকতা বলে কি কিছু থাকবে না ? হায় বিশ্বাস ।
২৬ শে মে, ২০১৪ সকাল ৯:০০
শেখ মফিজ বলেছেন: মানুষ জানে, কিন্তু সে যখন ব্যবসায়ী হয় তখন তা বাড়ীতে থাকে ।
৪| ২৬ শে মে, ২০১৪ রাত ১২:৩৪
তুষার মানব বলেছেন: ঢাকার কুতুব বলেছেন: মুরগী কিনে নিজেই মুরগী হয়ে গেলেন?
২৬ শে মে, ২০১৪ সকাল ৯:০১
শেখ মফিজ বলেছেন: তাই চাই সবাই সতর্ক হোন ।
৫| ২৬ শে মে, ২০১৪ ভোর ৫:৫৮
সকাল হাসান বলেছেন: ঢাকার কুতুব বলেছেন: মুরগী কিনে নিজেই মুরগী হয়ে গেলেন?
২৬ শে মে, ২০১৪ সকাল ৯:০২
শেখ মফিজ বলেছেন:
সবাই সতর্ক হোন । অতি বিশ্বাস ভাল না ।
৬| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:২৪
কানা দাজ্জাল বলেছেন: এই দেশের কাঁচা বাজারে ফরমালিন আর কার্বাইডের সাথে নৈতিকতা বিক্রি কবে শুরু হইল?
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৪ রাত ১১:৩৩
ঢাকার কুতুব বলেছেন: মুরগী কিনে নিজেই মুরগী হয়ে গেলেন?