নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবযাত্রা

যে বয়েসে সরকারী চাকরীজীবিরা অবসরের চিন্তা করেন , সেই সীমা সমাগত প্রায় । জীবনের বহু পথ পরিক্রমায় যা বুঝছি তা সবার সাথে শেয়ার করার আশায় ।

শেখ মফিজ

জীবনের চলার পথে অনেক পথ পেরিয়েছি, সে সব পথে যা কিছু কুড়িয়েছি তা শেয়ার করবো সবার সাথে ।

শেখ মফিজ › বিস্তারিত পোস্টঃ

তাদের কথা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪১

একসময় দেখতাম কোন কোন মানুষ রাস্তায় চলার সময়ে নিজেই বিড়বিড় করে নিজের সাথে কথা বলতো ।
আমরা বলতাম পাগল বা স্কু ঢিলা ইত্যাদি । অথ্যাৎ সে মানসিক রোগী ।

এখন পথ চলতি অনেককে দেখা যায় সেভাবে নিজে নিজেই কথা বলছে ।

তবে এরা পাগল নয় । খুব ব্যস্ত, মোবাইলে কথা বলছে ।রিক্সায় ধাক্কা খাচ্ছে, ট্রেনে কাটা পড়ছে, পাবলিকের ঝাড়ি খাচ্চে, এরাও কি তবে মান..... .... ?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৭

অন্ধবিন্দু বলেছেন:
মানসিক রোগী ! হাহ হাহ হা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১২

শেখ মফিজ বলেছেন: অনেকের অবস্হা দেখে সে রকম ই তো মনে হয় ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: হা হা হা চমৎকার লেখা ! খুবই মজার কিন্তু সত্য । :D

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৬

শেখ মফিজ বলেছেন: ধন্যবাদ ।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


মোবাইল এদের ইডিয়ট বানায়েছে।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:

আপনি হাঁটার সময় কথা বলেন?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৩

শেখ মফিজ বলেছেন: ফোন যদি ধরতেই হয়,
তবে আগে একপাশে দাঁড়াই ।

৫| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালোই লিখেছেন। এরাও একধরণের মেন্টাল হবার পথেই আছে মনে হয়। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.