![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের চলার পথে অনেক পথ পেরিয়েছি, সে সব পথে যা কিছু কুড়িয়েছি তা শেয়ার করবো সবার সাথে ।
বালিকা বধূ
এক ছুটেতে দৌঁড়ে এসে
জাপটে ধরি নতুন মাকে
তোমার সাথে থাকি এসে
আজকের এই রাত্তে থেকে।
ঝামটা মেরে, ধাক্কা দিয়ে
ন্যাকি নাকি, যাচ্ছ মরে
শোনে মেয়ে, মনটা দিয়ে
যাও তুমি আজ বাসর ঘরে ।
কষ্ট আর লজ্জা নিয়ে
কাঁদছি আমি সংগোপনে
লোকটা বলে, খোঁটা দিয়ে
সব মেনে নাও –প্রানপণে ।
ফিরে এসে নিজের ঘরে
জড়িয়ে ধরি মাকে শেষে
আর যাবো না, গেলেও মরে
ঐ বাড়ীতে বধু বেশে ।
শোনরে মেয়ে, এখন থেকে
থাকতে হবে জীবণ ভরি
ঐ বাড়ীতে সুখে দূখে
ওটাই যে তোর নিজের বাড়ী ।
কষ্ট আমার, কেউ বোঝেনা,
আর বোঝেনা লোকটা,
আমার মা, সে ও বোঝেনা
নতুন মা দেয় ঝামটা ।
স্বপ্নগুলি যায় হারিয়ে
ইচ্ছা হয় যায় পালিয়ে
কেউ বোঝেনা , আমায় জানি,
বালিকা বধূ আমি ।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
শেখ মফিজ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা।