নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবযাত্রা

যে বয়েসে সরকারী চাকরীজীবিরা অবসরের চিন্তা করেন , সেই সীমা সমাগত প্রায় । জীবনের বহু পথ পরিক্রমায় যা বুঝছি তা সবার সাথে শেয়ার করার আশায় ।

শেখ মফিজ

জীবনের চলার পথে অনেক পথ পেরিয়েছি, সে সব পথে যা কিছু কুড়িয়েছি তা শেয়ার করবো সবার সাথে ।

শেখ মফিজ › বিস্তারিত পোস্টঃ

কি করবেন বাবা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

এক অদ্ভুত সমস্যায় পড়েছে লোকটা,
ছোট মেয়েটা জানিয়ে দিয়েছে সে বিয়ে করবে অজয়কে,
মুসলিম মেয়ে বিয়ে করবে হিন্দু ছেলেকে, কি ভাবে সম্ভব ?
সমাজ, আত্মীয় স্বজন , প্রতিবেশী কে কি বলবে ?
মেয়েটা এ বছর প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স
এণ্ড় ইঞ্জিনিয়ারিং উপর অনার্স করেছে । ছেলেটা একটা সরকারী
কলেজে আর্কিটেক ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ।
তারা উভয়ে একই সময়ে একই স্কুলে লেখাপড়া করেছে, এবং
সেখান থেকেই তাদের সখ্যাতা ।
তাদের মধ্যে সমঝোতা আছে , যে যার ধর্ম পালন করবে ।
দুই পরিবার এ সর্ম্পক মানতে নারাজ ।

আপনার মতে এখন কি করণিয় ?

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


২ জন যদি নিজ নিজ ধর্ম পালন করে, বিয়ে টিকবে না; আন্ত-ধর্মের বিয়েতে, মেয়ে যদি মুসলিম হয়, বিয়ে টিকবে না

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

শেখ মফিজ বলেছেন: আমিও তাই মনে করি । মেয়েটাকে মনোবিদের কাছে কাউ্নসিলিং করালে ভাল হবে কিনা ভাবছি ।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মেয়েটা আবেগে পড়ে আছে। আমি এই বিয়ের পক্ষে নেই। দেশে কি ছেলের অভাব!!!!!


তাদের মধ্যে সমঝোতা আছে , যে যার ধর্ম পালন করবে ।
এটা কোন কথা হল। সন্তানেরা করবে কী??

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

শেখ মফিজ বলেছেন: আমিও তাই মনে করি । মেয়েটাকে মনোবিদের কাছে কাউ্নসিলিং করালে ভাল হবে কিনা ভাবছি ।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

ঢাবিয়ান বলেছেন: বাস্তবে এরকম বেশ কিছু জুটি দেখেছি যারা খুবই সুখী কাপল। কিভাবে তা জানি না।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

শেখ মফিজ বলেছেন: দেশের ছেলেরা বিদেশীনি বিয়ে করে ভালই তো থাকে দেখেছি ।অবশ্য বিদেশে থাকলে ।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

বাকপ্রবাস বলেছেন: ত্রপা মজুমদার ভাল বলতে পারবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

শেখ মফিজ বলেছেন: ত্রপা মজুমদার কে জানাতে পারলে ভাল হতো, কিছু জানা যেতো ।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এ নিয়ে আইনের এক ছেলের সাথে কথা হল:
বিশেষ বিবাহ আইন অনুযায়ী ওরা বিয়ে করতে পারবে। (ধর্মীয় মতে এমন বিয়ে হয় না।)

দেশে অনেক কাপল আছে যারা ভিন্ন ধর্মের হলেও বিয়ে করেছে। তবে বাস্তবতা, পারিপার্শ্বিকতা, অভিজ্ঞতা থেকে বলা যায়, এ বিয়ে না করাই ভালো। (দুই পরিবারই এসব সর্ম্পক মানতে নারাজ। ফলে মানসিক অশান্তিসহ নানা সমস্যায় পড়তে হয়।)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

শেখ মফিজ বলেছেন: আমি নিজে মেয়েটাকে বোঝাতে চেষ্টা করেও পারিনি ।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

তারেক ফাহিম বলেছেন: আবেগের কথাবার্তা :(

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

শেখ মফিজ বলেছেন: আবেগেই ভেসে চলে মানুষ ।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

সনেট কবি বলেছেন: তারা যখন নিজের মতে চলছে তবে তাদেরকে আর আমাদের মত জানাবার দরকার কি?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

শেখ মফিজ বলেছেন: আমি মেয়েটাকে বলেছি,
সমাজে চলতে গেলে, সবার সাথে পরামর্শ করে,
তাদের বুদ্ধি নিতে হয় ।
এমন অনেকে আছেন
যারা তোমার মত পরিস্হিতি উতরে এসেছেন ।
যারা মুরব্বি তারা অবশ্যই শু পরামর্শ দেবেন ্।
মন্তব্যর জন্য ধন্যবাদ ।

৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মুসলিম ধর্মে তো নেই জানতাম।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১

ইসিয়াক বলেছেন: আপনা‌কে ধন্যবাদ ও বিজয় দিব‌সের শু‌ভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.