নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবযাত্রা

যে বয়েসে সরকারী চাকরীজীবিরা অবসরের চিন্তা করেন , সেই সীমা সমাগত প্রায় । জীবনের বহু পথ পরিক্রমায় যা বুঝছি তা সবার সাথে শেয়ার করার আশায় ।

শেখ মফিজ

জীবনের চলার পথে অনেক পথ পেরিয়েছি, সে সব পথে যা কিছু কুড়িয়েছি তা শেয়ার করবো সবার সাথে ।

শেখ মফিজ › বিস্তারিত পোস্টঃ

টয়লেট সাহিত্য

২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৫




পাবলিক টয়লেটে অনেক সাহিত্য চর্চ্চা হয় ।
অবশ্য তার চেয়ে বেশী লেখা হয় অশ্লীল কথা ।
আমার চোখে পড়া দুটি উদাহরণ:
১. হে জ্ঞানী, টয়লেট শেষে, ঢালিও পানি
২. হে জ্ঞানী, হাগিয়া, ঢালিও পানি
৩. হে জ্ঞানী, এ কি হয়রানি, হাগিয়া দেখি, টেপে নাই পানি ।
৪. আপনার পরে, এখানে ঢুকে, আপনাকে কেউ , গালি না দেয় ।
৫. ব্যবহারে বংশের পরিচয় । (বাসে অতি ব্যবহৃত কথা)
৬. হে শিল্পী, আপনার ত্যাগকৃত মল, এমন কোন শিল্পকর্ম নয়,
যা আপনি প্রদশর্নীর জন্য, রেখে যাবেন । আমাদের দেশের মন্ত্রী এম পি রা অনেক কিছু
অপচয় করেন, আপনি না হয় দু বদনা পানি বেশী ব্যবহার করবেন, তবুও আপনার মল
প্রদশর্নীর জন্য রেখে যাবেন না ।
এ মূহত্তে আর কিছু মনে পড়ছে না ।
আপনার কি কিছু মনে পড়ে ?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এতদিন বাথরুম সিংগারের নাম জানতাম।
এবার মজার টয়লেট সাহিত্য
রচনার জন্য আপনাকে ধন্যাবাদ

২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৫

শেখ মফিজ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।
নিজের রচনা নয়,
বিভিন্ন টয়লেটে পাওয়া ।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯

বাকপ্রবাস বলেছেন: বিষয়টা আসলেই চমৎকার, টয়লেটে অনেক সাহিত্য, চিত্রকলা ইত্যাদি হয়ে থাকে। হাসি, কান্না, দুঃখ বেদনা টয়লেটেও থাকে।

২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২

শেখ মফিজ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।
সংগ্রহে থাকলে কিছু শেয়ার করেন । ।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন: দুই লাইনের কবিতা সহ মোবাইল নম্বর দেখেছি আন্তনগর ট্রেনের টয়লেটে !!!

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮

শেখ মফিজ বলেছেন: পাবলিক টয়লেটে দেখুন
অনেক মজার জিনিষ পাবেন ।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: হুম।

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯

শেখ মফিজ বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.