![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম কি মনে আছে?
আমার ঠিকানা কোথায় রেখেছেন লিখে
অনেক কষ্টে এখনও আছি-জন্মভিটে
সেই একই ঘর, পিতার হাতে বুনন খড়
দু একটা টিনের চাল-কখনও আনন্দে জাগায়
কখনও ভাসায় কষ্টে, একই বিছানা-
মায়ের হাতে বোনা টিয়েপাখির লাল ঠোঁট
জলের কষ্ট, খাবার কষ্ট, হাতের কষ্ট
পায়ের কষ্ট, চোখের কষ্ট, কপালে উত্তাপ
তবু সেই একই গ্রামে, একই বাড়িতে বসে
প্রতি পার্বণে, প্রতি উৎসবে আপনার জন্য
শুভেচ্ছা পাঠাই-রোদের ঠোঁটে, মেঘের ডাকে
বৃষ্টির পায়ে, খড়কুটো জ্বালিয়ে শীতে
প্রতি নবান্নে-অগ্রহায়ণে, প্রতি বৈশাখে
ঝড়ে-বৃষ্টিতে, প্রতি ফালগুনে-পলাশের রঙে
প্রতি শ্রাবণে-গুনগুন বৃষ্টির গানে
আমার মুখ কি মনে পড়ে
কোথায় রেখেছেন আমার শ্যামলিমা ছায়া
অপেক্ষা, আর অপেক্ষা, আর অপেক্ষা
আপনার চোখে কবে পড়বে আমার নাম
আপনি আপনার দীর্ঘ আঙুলে
মেলে ধরবেন ছোট্ট চিরকুটে লেখা
আমার নাম-বাংলাদেশ
পদ্মা মেঘনা যমুনা-হাজার নদীর তীরে
আমি ঘর বেধে আছি হাজার বছর
সবুজে সবুজে এখনও ভরে আছে সারাগাও
পুবের আসমান লাল রঙ নিয়ে ঢলে পড়ে পশ্চিমে
ঝড় আসে-স্বপ্ন ভাঙে, আবার শুরু হয় নতুন যাত্রা
যেখানেই হাঁটি-সবুজ ছাড়ে না পিছন
যেখানে ঘুমাই-জেগে থাকে বাতাসের দোলা
কাঁদিনি কখনও, করিনি হাহাকার-দারুণ ক্ষুধায়
জানি আবার আবার আসবে অগ্রহায়ণ
আবার জাগবে বৈশাখে নতুন প্রাণ
আমার নাম-বাংলাদেশ
আমার নামে এবার কিন্তু আসেনি আপনার শুভেচ্ছা
আপনার দীর্ঘ আঙুলে আঁকা স্বাক্ষরে
নববর্ষে নতুন আবাহনে নতুন স্বপ্নের কার্ড।
©somewhere in net ltd.