নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেখ নজরুল, কবি

শেখ নজরুল

শেখ নজরুল, কবি

শেখ নজরুল › বিস্তারিত পোস্টঃ

আশ্চর্য চশমা

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০১

এমন নিখুঁত পতাকার মাপে, মানচিত্রের মাপে
আশ্চর্য চশমা আমি দেখিনি কোনোদিন
পিতা, তোমার চশমাটি ঘিরে এক অদ্ভুদ লোভ
ইদানিং লোভাতুর হতে প্রলুব্ধ করছে আমাকে
ওটি আমার চাই-ই, চাই

আমার এ সামান্য চোখে কি বিশাল দৃষ্টিহীনতা
পিতা, তোমার চোখে একবার দেখতে চাই-
আজন্ম রূপ-ঈশ্বরী জননী আমার-সোনার বাংলা
সকাল, বিকেল, কি দুপুর! অবারিত প্রেম,
সুগন্ধ আঙিনা আমার-রক্ত প্লাবনে ভাসে
শস্যগন্ধা মৃত্তিকার বুক চষে দাঁতাল শূয়োর!

আমার এই চোখ, এই দৃষ্টি, এই অন্তর
পোড়ে না, কাঁদে না, নাকি দেখে না কিছু!
পিতা, তোমার চোখ ছোঁয়া হয়নি আমার
এমন দিগন্তজোড়া চশমা কোথায় পাবো

তোমার জীবনের সুতোয় বোনা এই স্বদেশ
সেলাই ছিঁড়ে-ছিঁড়ে ছিন্ন-বিচ্ছিন্ন করছে যারা
তাদের মুখোশের চেয়ে সুরত বেশী দীর্ঘ
এখন এ সব আর দৃশ্যত নয় সাধারণ চোখে

তোমার দৃষ্টি দাও, পিতা; নয় দাও সেই চশমা
যার কাঁচদুটি ধরে আছে আমৃত্যু কান্নার দাগ
যার ফ্রেমে অবিরাম জড়ায় এই বাংলার-
মায়াময় ধুলোবালি

পিতা, তোমার চশমাটি ঘিরে এক অদ্ভুদ লোভ
ইদানিং লোভাতুর হতে প্রলুব্ধ করেছে আমাকে

অথচ কি আশ্চর্য! কি অভাগা, অর্বাচীন আমি
চশমাটির লেন্সের পাওয়ার আমার জানা নেই!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.