![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ম্যাডাম, আমার গরম লাগে
চোখ পুড়ে যায়, ঠোঁট ক্ষয়ে যায়
কপালটা যে কোথায় রাখি
তুমি কি আগুন চিবাও নাকি?
নাকি, পিরিত করো রোদের সঙ্গে
আমার যে আগুন জ্বলে অঙ্গে অঙ্গে
এমনি তো চোত পোড়ালো
বোশেখটার দেহ-মনে কী যে হলো
ঝড় ওঠে না, জল ঝরে না
শরীরজুড়ে রোদের ডাকাডাকি
তুমি কী চুলো জ্বালাও নাকি!
নাকি, বৃক্ষ-পাতায় বাতাস করো
আমার কাণ্ডটা যে কারখানাতে পড়ো পড়ো!
ম্যাডাম, আমার কপাল ঘামে
এ পাশ ও পাশ ভাল্লাগে না
বালিশ বেচি ঘুমের দামে
এই বোশেখে সেটাও বাকি
ম্যাডাম কী চুলো ধরাও নাকি?
নাকি, আগুন ডাকো রোদের সুরে?
ম্যাডাম, আমার পাহাড় গেলো পুড়ে!
২| ০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:১৮
মাস্টারদা বলেছেন: ম্যাডাম তো নিজেই আগুন...
ভালো লেগেছে।
৩| ০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:১৮
বিজন রয় বলেছেন: হরেক রকম কবিতা পড়ি আর ভাবি মানুষের মনের ভিতর কত কথা কত ভাবে লুকিয়ে আছে।
আমি শুধুই অবাক বিস্ময়ে মুগ্ধ হই।
অনেক ভাল লেগেছে।
৪| ০৫ ই মে, ২০২২ রাত ১২:৩৬
রেজাউল৯৬ বলেছেন: সুন্দর লেগেছে।
৫| ০৫ ই মে, ২০২২ রাত ১২:৪৭
কালো যাদুকর বলেছেন: সুন্দর প্রেমময় কাব্য।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০২২ বিকাল ৫:০৭
নজসু বলেছেন:
অনেকদিন পর আপনার কবিতা পাঠ করলাম। আপনার লেখায় অন্যরকম টেস্ট থাকে।
আগে নিয়মিতই পড়তাম। অনেক আগে। আপনি হয়তো আমাকে আর মনে করতে পারবেন না।
আমি আপনাকে মনে রেখেছি প্রিয় কবি।