![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ যে কিনা আর পাঁচটা সাধারণ মানুষের মত আসাধারন কিছু স্বপ্ন দেখতে পছন্দ করে । এবং উক্ত বাক্যটিই প্রমান করে যে আমি একজন সাধারণ মানুষ । -_-
Click This Link ।
প্রথমেই মহীনের তথ্যসমৃদ্ধ উইকি লিংক দিয়ে দিলাম ।
মহীনের ঘোড়াগুলি কি, কেন আমি এই নামে ব্লগ খুলে বসেছি, ইত্যাদি ইত্যাদি গৌণ প্রসঙ্গের সহজিয়া আলোচনা দিয়েই ব্লগিং শুরু করি ।
মহীনের ঘোড়াগুলির গান আমার অসম্ভব ভাল লাগে । বব মার্লের সেই বিখ্যাত উক্তিটির জন্য এখন আর কোনকিছুকে ভালবাসি বলতে ইচ্ছে করে না । না হলে ভালবাসিই বলতাম । উইকির ভাষাতেই বলি- রাজনীতি, দারিদ্র, অর্থনীতি, অন্যায়-অবিচার, বিপ্লব, ভালোবাসা, একাকীত্ব, স্বাধীনতা, ভিক্ষাবৃত্তি, যৌনপেশা সহ আরো বহুমুখী বিষয় নিয়ে গান করেছে মহীনের ঘোড়াগুলি ।
আসলে ভাল লাগার ব্যাপারটাএকটু বেশিই আপেক্ষিক ।
আজ আপনার যা ভালো লাগছে বা লাগে তা কাল বা পরশু নাও লাগতে পারে । মহীনের ঘোড়া আজ আমার ভালো লাগে । কালকে ভালো নাও লাগতে । এরপরেও মহীনের ঘোড়া আমাকে যা দিয়ছে তার তুলনায় নিজের ব্লগের নাম তাদের নামে রাখাটা খুবই সামান্য।
আপাতত শুনছি "তোমায় দিলাম" । একটা গান আপনি একটানা কতবার শুনতে পারবেন ? ১ ঘণ্টা? ৫ ঘণ্টা? ১ দিন? ২ দিন? বাট হোয়াট এবাউট
১০ দিন । আর একটানা মানে একটানা । মাঝখানে আর কোন গান শুনতে পারবেন না । ঘণ্টায় কম করে হলেও ৬ বার শুনতে হবে । সাইকো?
ইয়া ! আমি সাইকো । মহীনের ঘোড়া নিয়ে আমি সাইকো ।
তোমায় দিলাম এর লিরিক আর কর্ড -
শিরোনাম- তোমায় দিলাম
কথা- জয়জিৎ লাহিড়ী
অ্যালবাম- ঝরা সময়ের গান
(Am) শহরের উষ্ণতম দিনে পিচগলা (G) রোদ্দুরে বৃষ্টির (F)বিশ্বাস
(E) তোমায় দিলাম আজ
(Am) আর কিইবা দিতে পারি
(G) পুরোনো মিছিলের পুরোনো ট্রামেদের (Am) সারি
ফুটপাত ঘেসা বেলুন (F)গাড়ি
(G) সুতো বাঁধা যত লাল আর সাদা
উড়াই আমার থতমত এই (F) শহরে
(E) রডোডেন্ড্রন
(Am) তোমায় দিলাম আজ
(C) কি আছে আর
(Am) গভীর রাতের (G) নিয়ন আলোয়
আলোকিত (F) যত রেস্তোঁরায়
সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটার
(E) সব থেকে উঁচু ছাদ
(Am)তোমায় দিলাম আজ
{ পারবো না দিতে
ঘাসফুল আর ধানের গন্ধ
স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে আজ
ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের
আজন্ম আশ্বাস
তোমায় দিলাম আজ } - উপরের অন্তরার হুবুহু
(G)শহরের কবিতা আর (F) ছবি
সবই (E)তোমায় দিলাম আজ
(Am)তোমায় দিলাম......(C/F) তোমায় দিলাম......... (Am)তোমায় দিলাম.......
গনটি সুর করেছিলেন এবং কন্ঠ দিয়ছিলেন সুব্রত ঘোষ ।
পরবর্তীতে অনেক ভাবে গানটি গাওয়া হয়েছে কিংবা গাওয়ার চেষ্টা করা হয়ছে । সবগুলোই আমার কাছে বিকৃত মনে হয়ছে ।
আসল গানের লিংকটা আপাতত খুজে পাচ্ছি না । পেলে দিয়ে দেব ।
জয়তু মহীন !
©somewhere in net ltd.