![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিপস এন্ড ট্রিকস-কম্পিউটার এন্ড টেকনোলজি, ইনফো,রেজাল্টস্ এন্ড সার্কুলার।
কিভাবে কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করবেন?
দয়াকরে সকলে ক্ষমা করে দিবেন যদি এই পোষ্টটি পূর্বে প্রকাশিত হয়ে থাকে।
আজ আমরা দেখব কিভাবে কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করা যায়। হ্যাঁ আসলে কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করা সম্ভব। প্রথমে জেনে নেয়া যাক পাওয়ার সাপ্লাই আসলে কত রকমের ভোল্ট সাপ্লাই করে।
3.3 ভোল্ট
5 ভোল্ট
12 ভোল্ট
কালার কোড অনুসারে বলতে গেলে এরকঃ-
কমলা = 3.3 ভোল্ট
লাল = 5 ভোল্ট
হলুদ = 12 ভোল্ট
পিন নাম্বার পজেশন অনুসারে মোট সংখ্যা 24 টি
1 হইতে 12
13 হইতে 24 পিন থাকে
যাহোক এই 24 পিনের পাওয়ার সাপ্লাই এর মধ্যে পিন 15 এবং পিন 16 অত্যন্ত কাজের শুধু আজকের টিপসের জন্য ।
বর্ণনাঃ-
সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে পাওয়ার সাপ্লাই টিকে সিপিইউ থেকে খুলে ফেলুন একেবারে বাইরে নিয়ে পিন 15 এবং পিন 16 একসাথে সংযোগ করুন অবশ্যই সাবধানতার সাথে চিত্র লক্ষ্য করে কাজটি করুন ।
আপনার পাওয়ার সাপ্লাইটির নিজস্ব কুলিং ফ্যান টি কাজ করছে।
তাহলে এটি ভাল আছে।
যদি ভাল লেগে থাকে তাহলে ধন্যবাদ। আর না লাগলে আশাকরি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।
দয়াকরে সকলে ক্ষমা করে দিবেন যদি এই পোষ্টটি পূর্বে প্রকাশিত হয়ে থাকে।
০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২১
স্কাইটিপসবিডি বলেছেন: ভাই, আপনাকে ধন্যবাদ। কালো+সবুজের জন্য। কিন্তু পিন কিভাবে গুণতে হয় এটারও জানার দরকার নয় কি? ৩য় ছবিটাতে দেখুন ১,২ দেওয়া আছে। তাছাড়া লকটা ডান পাশে রেখে উপর থেকে বাম দিক থেকে গুনতে হয়।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:১৬
টিনের চশমা বলেছেন: ভাই কোন দিক থেকে ১৫ আর ১৬ গুণবে ?? এর চেয়েও আরও সহজ উপায় আছে - সবুজের সাথে যেকোন কালো ।