![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিপস এন্ড ট্রিকস-কম্পিউটার এন্ড টেকনোলজি, ইনফো,রেজাল্টস্ এন্ড সার্কুলার।
কিভাবে আইপিএস এর সংযোগ দেওয়া হয়?
দয়া করে সবাইকে বলতে বাধ্য হচ্ছি যে, যদি ইতপূর্বে এরকম টিউন হয়েই থাকে তবে যেহেতু আমার জানা নেই সেইহেতু এটিই আমার কাছে প্রথম আর দর্শনের ভাষায় বিতর্কিত ভাবে বলতে হচ্ছে কোনটি আগে প্রত্যক্ষ না পরোক্ষ।
গল্পটি এরকম যদি বলি ধান গাছ দেখতে কেমন? যারা দেখেছেন তারা তো তারাই আর যারা না দেখেছেন ( ছোট খোকা ) তাদের কাছে ইহা দ্বারা ঘরের ফার্নিচার তৈরী করাও সম্ভব।
যাহোক ................ ( যদি আপনার ভাল লাগে )
নিচের চিত্রটি খেয়াল করুন :
সাধারণ সংযোগের মত মনে হলেও এটি কিন্তু সাধারণ সংযোগ নয়।
১। বাম পাশের এসি ২২০ ভোল্ট কারেন্ট স্বাভাবিক সংযোগ দ্বারা তৈরী।
২। ডান পাশের এসি ২২০ ভোল্ট কারেন্ট প্রথমে আইপিএস........>ব্যাটারী.......>আইপিএস......> আউটপুট ফর্মুলায় চলে।
ব্যাখ্যা :
সাধারণত বিদ্যুৎ থাকা অবস্থায় ( ডান পাশের এসি ২২০) কারেন্ট আইপিএস এর মধ্য থেকে রিলে সুইচ এর মাধ্যমে সরাসরি বাল্ব ২ এর সুইচ এ যায় এবং বিদ্যুৎ চলে গেলে ব্যাটারীর ব্যাকআপ থেকে আইপিএস এর রিলের মাধ্যমে বাল্ব ২ এর সুইচ যায়।
অন্যদিকে সকেট, ইন্ডিকেটর, ফ্যান, বাল্ব ১ এ সরাসরি সাধারণ লাইন দেয়া থাকে।
অনেকদিন পরে লিখতে বসার কারণ উপরের দর্শনবাদী।
ধন্যবাদ সকলকে। ভুল হলে ক্ষমা করবেন। মন চাইলে আমার আকাশে ঘুরে আসতে পারেন। আর না চাইলে ভুলেও ক্লিক করবেন না।
http://www.skytipsbd.com/
আমার আকাশ।
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪২
স্কাইটিপসবিডি বলেছেন: জ্বি ভাই, পানির লেবেল খেয়াল রাখলে ব্যাটারী ভাল থাকবে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০৩
সাইফুল ইসলাম নিপু বলেছেন: যদি ব্যাটারীতে ২-৩ মাস পানি না দেয়া হয়(ওয়াটার লেভেল নিচে যাওয়ার পর) তাহলে ব্যাটারীতে কি ইফেক্ট পড়তে পারে?