![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানেন একবার আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ফাইজলামি করার জন্য ওকে কল দিয়ে 'ব্যাংক থেকে বলছি' এমন টাইপের কথা বলেছিলাম। পরেরদিন স্কুলে এসে আমার পাশে বসে সবার আগেই
বলেছিলো, "ফাইজলামি কমপক্ষে আমার সাথে করতে পারবিনা, কারণ আমি তোকে শুধু চিনিই না, জানিও!"
আজকে হঠাত্ সেই কথা এখানে বলার একটা কারণ অবশ্যই আছে। আমি ফুটবলটা দেখি গত ৫-৬ বছর ধরে। ফেভারিট টিমের নাম রিয়াল মাদ্রিদ। গত কয়েক বছরে ফুটবল ও মাদ্রিদ সম্পর্কে চেনা ও জানার মান সমানুপাতিক। হয়ত তার চেয়েও বেশি জেনেছি। ফুটবল
দেখা ম্যানচেস্টার ইউনাইটেডের মাধ্যমে শুরু হলেও ফুটবল চিনতে পারি মাদ্রিদের মাধ্যমে। মাদ্রিদের সেই ইতিহাস-ঐতিহ্য, রাজকীয়তা, অর্থ, খেলোওয়ার, প্রেসার সবকিছুই আমার মনকে টানে। আর উচ্চাকাঙ্খা ও সাফল্য পিপাসা তার গতিটাও ত্বরাণ্বিত করে। আমি নিজেকে অনেকটাই ভাগ্যবান মনে করি কারণ আমি ক্রিস্টিয়ানো রোনাল্দোর খেলা দেখতে পেরেছি, পেরেছি ক্যাসিয়াসের দুর্দান্ত সেভ, আলোন্সোর জাস্ট পারফেক্ট লং পাস, মার্সেলোর দারুন সব পাস আর হ্যাঁ, মেসুত ওজিল নামক এক জাদুকরের উত্থান।
সাথে আরো দেখেছি কাকার
মতো সুপারস্টারের পতন, ক্যালিয়নের মতো ইয়ংস্টারের না চান্স পেয়ে অন্য
টিমে চলে যাওয়া, ওজিলের নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেয়ে মাদ্রিদ ছাড়া, দেখেছি হিগুয়াইনের অশ্রুভেজা বিদায়।
অনেকেই প্রশ্ন করে,"মাদ্রিদ তোমাকে কি দিয়েছে?"
উত্তরটা কি হওয়া উচিত্? একটা লা-লিগা, একটা চ্যাম্পিয়নস লীগ আর দুটি কোপা দেল রে। কিন্তু তার জন্য কি রাতের পর রাত
জাগাটা কি আসলে জরুরী? আল্লাহ-ই ভালো জানেন। কিন্তু আমিতো এই টিমের
মায়া ছাড়তে পারিনা। কার্লোর
সাথে ইস্কো-বেলদের আগমনের
আনন্দটাতো ধুলোয় মিশে গিয়েছিলো হিগুয়াইন আর ওজিলের চলে যাওয়াতেই। মরিনহোর কাউন্টার অ্যাটাককেই 'ফুটবল' মানা মানুষ হয়ে বর্তমান মাদ্রিদের পাসিং খেলাও মানিয়ে নিয়েছি। তাও মানুষের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে টিটকারি কমে না।
দরকার নেই আমার কোনো চ্যাম্পিওন্স লিগ বা লা-লিগা। আজ যদি এই টিম রেলিগেটেডও হয়ে যায় তাও ভালোবাসাটা কিন্তু আগের মতোই থাকবে। কারণ
ভালোবাসাকে না ভালোবেসে আপনি থাকতে পারবেন না, কখনোই না। রিয়াল মাদ্রিদ
নামটা হৃদয়ের সাথে মিশে গিয়েছে, কখনোই আলাদা হবার নয়। এই টিমের জন্য কি কম
কেঁদেছি? দরকার হলে আরো কাঁদবো তাতে কোনো সমস্যা নেই কারণ এই টিমের যেকোনো সাফল্য সেই
কান্নার দুখ: লাঘবের জন্য যথেষ্ঠ।
আমি জানি এই টিমই পারবে আমার চাহিদা পূরণ করতে। আমি জানি এটাই সেই টিম যা আমাকে ফুটবল দেখতে সবচেয়ে বেশি টেনেছে। আমি জানি,
কারণ এই টিমকে আমি শুধু চিনিই না, 'জানিও'।
আসলে রিয়াল মাদ্রিদ শুধু একটা টিম নয়, আমার ছোট্ট জীবনের একটা বিশাল অংশ, যাকে ছাড়া বাঁচা অসম্ভব। এই টিম ছাড়া আমি অপূর্ণ। আমার ফ্যামিলি বাদে এতটা ভালোবেসেছি মাত্র ২ জনকে, তাদের একটি রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ মানেই গৌরব, অহংকারে ঠাসা অর্থের বস্তা এক টিম যার ট্রফি ও ঐতিহ্যের অভাব নেই। তবে আমার মতে রিয়াল মাদ্রিদ হলো সেই টিম, যা আমার আবেগকে নিয়ন্ত্রন করে, সাথে মনকেও, হয়তো আমার জীবনের সবচেয়ে প্রভাবশালী এই টিমটাই।
একে ছাড়া কিভাবে থাকব?
I don't just love this team, I feel them, I live them. If life is a mirror, it only reflect a name 'Real Madrid' to me.
ভিভা মাদ্রিদিস্তা!!!
©somewhere in net ltd.