![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন কোন জাইগাই ঠাই পাই নাই
পাঞ্জাব দক্ষিন এশিয়ার দুটি গুরুত্বপুর্ন দেশ ভারত ও পাকিস্তানের অন্যতম প্রদেশ ।
এই অঞ্চলেই বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলি অন্যতম সিন্ধু সভ্যতা বিকাশলাভ করেছিল। পাঞ্জাবিদের জাতিপরিচিতি প্রধানত সাংস্কৃতিক ও ভাষাগত। এঁদের প্রথম ভাষা পাঞ্জাবি। পাঞ্জাবি ভাষা একটি ইন্দো-ইউরোপীয় ও ইন্দো-সিথিয়ান ভাষা। বর্তমানকালে অবশ্য পাঞ্জাবিদের জাতি পরিচিতির সংজ্ঞা অনেক প্রসারিত হয়েছে। পাঞ্জাবি বংশোদ্ভুত অভিবাসনকারী, এমনকি যাঁরা পাঞ্জাবি ভাষায় আর কথা বলেন না, তাঁদেরও পাঞ্জাবি বলে অভিহিত করা হয়।
বর্তমানে এই অঞ্চল ভারতের পাঞ্জাব রাজ্য ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিভক্ত। পাকিস্তানে পাঞ্জাবিরা বৃহত্তম জাতিগোষ্ঠী; মোট জনসংখ্যার ৬০ শতাংশ। পাকিস্তানে পাঞ্জাবিদের বাস মূলত পাঞ্জাব প্রদেশ ও আজাদ কাশ্মীরে। ভারতে পাঞ্জাবিরা মোট জনসংখ্যার মাত্র ৩ শতাংশ। এদেশে পাঞ্জাবিদের বাস মূলত পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, দিল্লি ও কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে। এছাড়াও জম্মু ও কাশ্মীর রাজ্যের জম্মু অঞ্চলে এবং রাজস্থান, উত্তরাঞ্চল ও উত্তরপ্রদেশ রাজ্যে পাঞ্জাবিদের একটি বিরাট অংশ বাস করেন।
মজার ব্যাপার হল পাকিস্তানের প্রধান ভাষা পাঞ্জাবি। এটি ভারতে একাদশ এবং সমগ্র দক্ষিণ এশিয়ায় তৃতীয় সর্বাধিক কথিত ভাষা। এথনোলগের ২০০৫ সালের প্রাককলন অনুযায়ী, সারা বিশ্বে মোট পাঞ্জাবি ভাষাভাষী জনসংখ্যা ৮৮ মিলিয়ন; এই কারণে এটি সারা বিশ্বের প্রায় একাদশতম সর্বাধিক কথিত ভাষা। ২০০৮ সালের পাকিস্তানের জনগণনা অনুযায়ী, পাকিস্তানে পাঞ্জাবি ভাষাভাষীদের জনসংখ্যা প্রায় ৭৬,৩৩৫,৩০০। ২০০১ সালের ভারতের জনগণনা অনুযায়ী, এদেশে মোট পাঞ্জাবি ভাষাভাষীদের জনসংখ্যা ২৯,১০২,৪৭৭। এছাড়াও বিশ্বের একাধিক দেশে পাঞ্জাবি ভাষা সংখ্যালঘু ভাষার মর্যাদাপ্রাপ্ত।
পাঞ্জাবিরা ভোজনরসিক জাতী । তারা বিভিন্ন পদের খানা যেমন খাইতে পছন্দ করে তেমন খাওয়াতেও পছন্দ করে । অনেক সুস্বাদু খাবারের জম্নস্থান পাঞ্জাব যা আমাসের দেশে প্রচলিত আছে । পাঞ্জাবি খাবার সুস্বাদু বটে
বিশিষ্ট পাঞ্জাবিদের তালিকার মধ্য আছেন মুহাম্মদ ইকবাল, ভগৎ সিংহ, লিয়াকত আলি খান , ওয়াশিম আক্রম, মনমোহন সিংহ, আমির খান , গ্রেট খালি, হৃতিক রোশন ।
পাঞ্জাবিরা জাতিগত ও ভাষাগতভাবে দক্ষিণ এশিয়ার ইন্দো-আর্য
জাতিগোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত। বর্তমানে সারা বিশ্বে পাঞ্জাবি জনসংখ্যা প্রায় ১২০ মিলিয়ন।
০৯ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৯
শ্লোগান মিছিল থেকে বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই মার্চ, ২০১২ সকাল ১০:০৪
রিফাত হোসেন বলেছেন: হুহ খানা তো দিলেন এরপর পিনা , মানে মদ টা বাদ গেল আর কি । পুরা লেখাটাই মাটি লাগছে ! মদের সাথে কাজু বাদাম !
০৯ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৯
শ্লোগান মিছিল থেকে বলেছেন: নতুন নতুন তো ভাল ভাবে লিখতে পারিনা । তবে চেষ্টা করেছি
৩| ০৯ ই মার্চ, ২০১২ সকাল ১১:০৬
শিপু ভাই বলেছেন:
++++++
পাঞ্জাবীদের ধর্মাচার সম্পর্কে জানতে চাই। উভয় দেশের পাঞ্জাবীরাই কি শিখ ধর্মাবলম্বী (সংখ্যাগুরু)???
০৯ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫১
শ্লোগান মিছিল থেকে বলেছেন: আমার জানামতে ইন্ডিয়াতে শিখ বেশি আর পাকিস্থানে মুসলিম যাদের পাঠান বলা হয়
০৯ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫১
শ্লোগান মিছিল থেকে বলেছেন: পাঠান ইন্ডিয়াতেও আছে
৪| ০৯ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৪২
নীল বরফ বলেছেন: ভীষন পরিশ্রমী জাতি।এদের সাথে কাজ করে অনেক কিছু শিখেছি, যা আমার সারা জীবন কাজে লাগবে।ভারতের সবচেয়ে ধনী রাজ্য।
এটা ভারতের শস্যভান্ডারও বটে।একবার ডিসকভারি চ্যানেলে দেখেছিলাম এক পাঞ্জাবি কৃষক বুক ফুলিয়ে বলছে আমরা শুধু পাঞ্জাবের উৎপন্ন ফসল দিয়ে পুরো ভারতকে খাওয়াতে পারবো। পরবতীতে কর্ম জীবনে এসে বুঝেছি পাঞ্জাবের মাটি যেন মাটি না,স্বর্গের মাটি।
@শিপু ভাই ...উভয় দেশের পাঞ্জাবীরাই কি শিখ ধর্মাবলম্বী (সংখ্যাগুরু)??? ভারতেই বেশী।পাকিস্থানের পাঞ্জাবি মুসলিম বেশী।তবে পাকিস্থানের পাঞ্জাবে শিখদের একটা পুরানো গুরুদুয়ারা( ধর্মীয় ভাবে বিশেষ সম্মানিত ) আছে।
একটা জাতি নিজের খাদ্যের যোগানে স্বয়ংসম্পূর্ণ না হতে পারলে তার অভাব কাটে না কোনোদিনও।
০৯ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫২
শ্লোগান মিছিল থেকে বলেছেন:
৫| ০৯ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩০
আ.র.জা বলেছেন: পাঞ্জাব অথবা পাঞ্জাবীদের সম্পকে আরো ভালোভাবে জানতে আপনাদের বাব-দাদাদের সাথে আলাপ করুন। পাকিস্তান আমলে এদেশ তো পাঞ্জাবীদের অধীনে ছিল।
পাঞ্জাবীরা কেমন তা আমরা নতুন প্রজন্ম না জানলেও আমাদের বাবা-চাচারা ভালোভাবেই অবগত আছেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১২ দুপুর ১:৩২
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: ভালই লাগল
ব্লগিং করে যান । ভাল লেখার প্রতিক্ষায় থাকলাম