![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের বাজারে আমেরিকান পণ্যশ্রেণীর বৈচিত্র্যময় প্রভাব লক্ষ্য করা যায়। অবশ্য সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, বিশ্বের প্রায় সব দেশেই আমেরিকান পণ্যের ব্যাপক ভিত্তিক বাজার বিস্তৃত। সম্প্রতি মহানবী(সা)কে অবমাননার জের ধরে অনেকেই আমেরিকান পণ্য বর্জনের কথা বলছেন। যদিও এসিদ্ধান্ত মুক্তবাজার অর্থনীতির সঙ্গে মানানসই নয়, তথাপি তাদের উদ্দেশ্যে এ ক্ষুদ্র প্রয়াস যারা সত্যিই আমেরিকান পণ্য বর্জন করতে চান! যারা এ লেখা পড়ছেন তারা সম্ভবত চাইলেও পুরোপুরিভাবে আমেরিকান পণ্য বর্জন করে থাকতে পারবেন না! তারপরও কেউ যদি এ অসাধ্য(আমার দৃষ্টিতে) সাধন করতে পারেন দয়া করে জানাবেন।
১। খুচরা পণ্য- Wal-Mart.
২। তেল ও গ্যাস- Chevron.
৩। খাদ্য, পানীয় ও তামাকজাত দ্রব্য- Coca-Cola, PepsiCo, Coca-Cola Enterprises.
৪। প্রযুক্তি, সফটওয়্যার, হার্ডওয়্যার ও সেবা- IBM, Microsoft, Apple, Oracle, Google, Dell, Intel, Yahoo, Motorola.
৫। মোটর, গাড়ি- Ford, General Motors.
৬। ঔষধ সামগ্রী- Johnson & Johnson.
৭। বিমান পরিবহন- Boeing, Lockheed Martin.
৮। ব্যাংক, বীমা- Citigroup, MetLife, ALIco.
৯। গৃহস্থালি, ব্যক্তিগত পণ্য- NIKE, Colgate.
১০। বিশেষায়িত অর্থনীতি- Visa, MasterCard, SLM, Western Union.
১১। রেস্তোরাঁ- McDonald’s, KFC.
১২। যোগাযোগ- FedEx.
১৩। নিত্য ব্যবহৃত টেকসই পণ্য- Whirlpool.
বি.দ্রঃ আমার মাথায় উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর নামই ছিল। এগুলোর সবই বিশ্বের সেরা ২০০০ ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। আরও অনেক আমেরিকান ব্যবসায় প্রতিষ্ঠান বা পণ্য এদেশে রয়েছে। আপনি নিজের মত করে আরও বিখ্যাত/অখ্যাত ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্য বর্জন তালিকায় যোগ করে নিতে পারেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:২২
ভেজা আকাশ বলেছেন: আরে আপনি?!
আপনি তো আগে থেকেই অন্যগুলো ব্যবহার করেন না!
বাকিগুলোর কোন একটা যদি হঠাৎ কাঁধে এসে পড়ে?
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:২৩
মৃত্যুময় বলেছেন: আমেরিকান পণ্য বর্জন করতে হইলে গুহায় গিয়া থাকন লাগব
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৪২
ভেজা আকাশ বলেছেন: সবার গুহায় থাকার দরকার নাই!
গ্রামের মানুষজন, অশিক্ষিত মানুষজনের ব্যবহার না করলেও চলবে।
কিন্তু আমরা যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবী করি, ব্লগিং করি তাদের মনে হয়...................
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:২৯
লিঙ্কনহুসাইন বলেছেন: তার মানে কি কম্পিউটার চালাইতাম না , নেট কম্পিউটার গুগল , ইউতুব , ইয়াহুউউউউউ , সবাওই তো তাগো
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৪৫
ভেজা আকাশ বলেছেন: তাগো বইল্লা কী অইছে?!
নিজেরা বানাইয়া চালাবেন
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৩৯
রিমন০০৭ বলেছেন: আমিতো Microsoft আর MasterCard ছাড়া সবগুলা আপনারে দিয়া দিছিলাম
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৫৩
ভেজা আকাশ বলেছেন: আমিতো নিতে রাজিই আছি!
কিন্তু ঝামেলা অইলো, বোয়িং-এ চড়তে মনডা নাচতাছে!
ভাড়াডা পাঠাইয়া.................
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৫৫
ওয়াচডগ৫৭ বলেছেন: মার্কিন পণ্য বয়কটের বদলে ঐ দেশটায় আমাদের পণ্য রফতানি বন্ধ করলে কেমন হয়? দাবি তুলুন। পোশাক নির্মাতাদের সাথে যোগাযোগ করুন, ঐ সেক্টরে কর্মরত হাজার হাজার শ্রমিকদের কাছে জেহাদী বার্তা পৌছে দেন। যোগাযোগ করুন ঐ সকল স্বদেশির সাথে যারা ঐ দেশটায় বাস করে এবং বছর বছর বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখায় সহায়তা করে। মার্কিন পণ্য বর্জনের তালিকায় আপনাকে আরও অনেক কিছু যোগ করতে হবে, যেমন চিকিৎসা ক্ষেত্রে দেশটার আবিস্কার সমূহ। আপনার মা/বাবা অসুস্থ হয়ে মরণের সাথে লড়াইয়ের সময় ওষুধের জন্মস্থান পরখ করে মার্কিন ওসুধ বর্জন করবেন, টেলিফোন ও বিদ্যুতের মত জিনিস গুলোকেও আপনাকে বিদায় জানাতে হবে।
... কোন শতাব্দিতে বাস করেন?
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৩
দ্বিধান্বিত একজন বলেছেন: ভাই, আপনি কোন Operating System ব্যবহার করে ব্লগিং করেন। খুব সম্ভবত Windows, Linux, Unix, Sun Solaris হা হলে Mac এগুলান সব আমেরিকানদের বানানো। আরে আপ্নে যে ব্রাউসার ব্যবহার করতাসেন হেইডাও আমেরিকানরা বানাইছে। আর এইসব প্রোডাক্ট নিজে বানিয়া ব্যবহার করার কথা বলে আপ্নে নিজেকে বলদ হিসেবে পরিচিত করলেন। আমেরিকানরা নিজেদের যোগ্যতাই পৃথিবীকে হাতের মুঠোই নিছে। ওদের সমান যাইতে হলে এখন ১০০ বছর লাগব... আমেরিকান পণ্য ছাড়া পৃথিবী অচল...।
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১০
ভেজা আকাশ বলেছেন: যারা কমেন্ট করেছে তাদের মধ্যে কেউ তো পণ্য বর্জনের পক্ষে বলে মনে হচ্ছে না? আপনি কাকে বলদ ডাকলেন, বুঝা গেলো না?
আমি আমেরিকা পক্ষে নই। তবে বাংলাদেশের নয়, চীনের অন্তত ১০০ বছর লাগবে তাদের সমান হতে।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১৪
বীরেনদ্র বলেছেন: বিশ্ব ব্যাঙ্ক পদ্মা সেতুর ঋন বন্ধ করেছিল,শেষ মেষ নাকে খৎ দিয়ে বিশ্ব ব্যাঙ্কের সব শর্ত মেনে নিয়ে ঋনের ব্যাবস্থা করেছে সরকার।
বাংলাদেশের রফতানীর সবচে' বড় বাজার আমেরিকা , বাংলাদেশের রফতানী আয়ের ৩৫% আসে আমেরিকা থেকে- যা মোটামুটিভাবে ১০০০ কোটী ডলারের কাছকাছি । এই টাকা আমেরিকার কাছে নস্যি, কিন্তু বাংলাদেশের জন্য অনেক। তারা যদি আমাদের পন্য না নেয় তাহলে কি অবস্থা হবে তাও ভেবে দেখা উচিত।পর্বতে ঢিল ছুড়লে পর্বত ভাঙ্গে না ঢিলই চূর্নবিচূর্ন হয়।
কিছু করার আগে ভালভাবে চিন্তা করা উচিত। মিশরের ইসলামী ব্রাদারহুডের প্রেসিডেন্ট আহমেদ মুরসী ও কিন্তু বেনগাজীতে কুটোনীতিকদের হত্যার নিন্দা জানিয়েছেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৭
ভেজা আকাশ বলেছেন: সেটাই ।
আপনার সাথে আবারও সহমত।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২৪
জমীশরী বলেছেন: ভাই জান আমেরিকার পণ্য বর্জন করার চেয়ে "ভারতের" পন্য বর্জন করেন, কামে লাগবো।
২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৮
ভেজা আকাশ বলেছেন: কেন ভাই? ভারত আবার নতুন করে কী করল?
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:১৫
রিমন০০৭ বলেছেন: Microsoft আর MasterCard ছাড়া সবগুলা বাদ দিলাম