নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লান্ত

সাগর মোহাম্মদ বিন তাহে

সাগর মোহাম্মদ বিন তাহে › বিস্তারিত পোস্টঃ

নেচার - Nature

২৪ শে মে, ২০২০ দুপুর ২:২৩

মানুষের কাছে অসম্ভব বলে নাকি কিছু নেই, কথাটি একেবারে ফেলে দেয়া না। তবে মাঝখানে যদি প্রকৃতি চলে আসে তখন তো ফেলে দিতেই হবে, কেননা প্রকৃতি যখন তার প্রকৃত রূপ দেখানো শুরু করে তখন মানুষের কিছুই করার থাকে না। প্রকৃতির কাছে মানুষ অসহায়। যেকোনো ধরণের মানুষের কথাই বলছি, আবেগহীন থেকে শুরু করে বিবেকহীন পর্যন্ত। সকলেই এর কাছে নত। প্রকৃতির আজিব একটা ক্ষমতা আছে, জানেন কি সেটা? শুনুন তাহলে,
যেমন ধরুন আজকের কথাই বলি, আমার জীবনে ২য় বার ফোন ভাঙ্গলাম তাও মার সাথে রাগ করে। ভাবছেন তাই বলে মার সাথে! দুঃখের আর মজার বিষয় হলো আগের বারের ফোনটাও মার সাথে রাগ করেই ভেঙ্গেছিলাম। যাহ কি শুনলাম! হ্যা এটাই সত্যি, তবে এর মানে এই নয় যে মার সাথে আমার সম্পর্ক ভালো না।
মারাত্বক ভালো সম্পর্ক আমার আর আমার মায়ের মধ্যে। এখানে প্রবলেমটা আমার যে এঙ্গারটা মাঝে মাঝে কন্ট্রোল করতে পারি না। আমি এটা নিয়ে মাথা ঘামাই না কারণ মানুষের মধ্যে ইমপারফেকশন থাকবেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যাইহোক, এই ঘটনার জন্যে মাথা হেভি গরম ছিলো আর ব্যাথাও করছিলো। ঠিক তখনি হাওয়া বইতে শুরু করলো দ্যান বৃষ্টি। শুয়ে ছিলাম উঠে বসলাম খাটে।

বিদ্যুৎ চমকাচ্ছে কিছুক্ষন পর পর আলো আসছে জানালার কাঁচ দিয়ে। এই আলোটাই যথেষ্ট আমাকে থমকে দেবার জন্যে, ভয়ংকর ভালো লাগে আলোটা। প্রকৃতির এই রূপ দেখে বরাবরের মতোই আমার মনটা নরম হয়ে গেলো আর মনে হচ্ছিল এই শহরের সকল আবেগ আমার উপর ভর করেছে। ভাবছিলাম কি একটা জিনিস মেঘ, বৃষ্টি, ঝড়, হাওয়া যাই হোক আমরা এগুলোর কাছে কত আসহায়! জন্ম, মৃত্যু, বিয়ের মতোই প্রকৃতির উপর আমাদের কোনো হস্তক্ষেপ সাপোর্ট করে না। আবেগহীনদের মাঝে আবেগ, বিবেকহীনদের মাঝে বিবেক, মানুষকে তার যথাযথ স্থান বরাবরের মতো চিনিয়ে দিতে প্রকৃতির এই ভয়ংকর রূপই যথেষ্ট।

প্রকৃতির এই রূপ থেকে আমাদের অনেককিছুই শেখার আছে। এইতো আমি আজকে যা শিখলাম, আমার এঙ্গার টাকে এবার ভালোভাবে মডিফাই করতে হবে, কন্ট্রোলিং টাকে আয়ত্ত করতে হবেই। অযথাই মার সাথে রাগ করে ফোনটা ভাঙ্গলাম। মানুষের মন যে কেন এমন রূপ বদলায় আল্লাহ পাক ভালো জানেন, হয়তো যথেষ্ট কারণ আছে। আমরা মানুষরা যে সবকিছুর সাথে রূপ বদলানোটাকে আয়ত্ত করবো কবে!? একবার ভাবছি ঠিক করেছি ফোন ভেঙ্গেছি কিন্তু ঠিক করলাম কিভাবে তা ভেবেই অনুশোচণা হচ্ছে। এই হচ্ছে জীবন! ঠিক আর অনুশোচণা বুঝতে বুঝতেই জীবনটা পার হয়ে যাচ্ছে। এমন জীবনগুলো অনেক বড় হয় বিধায় অনেক কিছুই শেখার আছে জীবনের কাছে তেমনি প্রকৃতির কাছে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.