![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুখরোচক সব খাবার দাবারের ভক্ত প্রায় সবাই। তবে অনেকেই ব্যাস্ততার ভিড়ে এবং সময়ের অভাবে অনেক মুখরোচক ও ভালো খাবার হতে বিরত থাকেন। অনেকে চিন্তা করেন একটু ভালো খেতে গিয়ে সারাদিন রান্নাঘরে পার করতে হয়। তাদের জন্য আজ রইলো ১৫ মিনিট রেসিপি- চটপটে লেমন গ্রিল চিকেন। ওভেন নয়, গ্যাসের চুলাতেই তৈরি সম্ভব। উপকরণ লাগবে হাতে গোনা কয়েকটি, পরিবেশন করা যায় ভাত-রুটি-নানের সাথে।
আসুন জেনে নেই রেসিপি-
উপকরণঃ
মুরগী- ১ কেজি (টুকরো করা), আদা বাটা- ১ টেবিল চামচ, সয়াসস- ২ টেবিল চামচ, চাট মশলা বা চটপটির, মশলা- ৪ টেবিল চামচ, সরিষার তেল- ১/৪ কাপ, কাঁচা মরিচ বাটা- ১ টেবিল চামচ, লেবুর রস-, ১/৪ কাপ, সয়াবিণ তেল- প্রয়োজনমত, লবণ- স্বাদ মত, চিনি- সামান্য।
প্রণালীঃ
১. মুরগির মাংসকে কাঁটা চামচ দিয়ে ভালো করে কেঁচে নিন। তারপর সয়াবিন তেল বাদে বাকি সব উপকরন দিয়ে মাখিয়ে রাখুন। মাখিয়ে ৩০ মিনিট রাখতে পারলে ভালো। না রাখলেও সমস্যা নেই। ৫ মিনিট রেখেই তৈরি করে যায়।
২. প্যানে অল্প সয়াবিন তেল গরম করে নিন। তাতে মুরগির মাংস গুলো দিয়ে দিন। দুপাশ লাল রঙ ধরলে, ঢাকনা দিয়ে দিন। এই অবস্থায় মুরগী একটু পানি ছাড়বে, সেই পানি প্যানেই শুকিয়ে যাবে। পানি শুকালে পোড়া পোড়া করে নিন।
৩. চাইলে কাবাবের মতন কয়লার চুলায় করতে পারেন। ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঝলসেও নিতে পারেন মজাদার লেমন গ্রিল চিকেন।
©somewhere in net ltd.