![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উন্নত বিশ্বের আধুনিক সাফারি পার্কের আদলে গাজীপুরের শ্রীপুরে গড়ে তোলা বিশ্বমানের সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। প্রকল্পটি বন অধিদফতর বাস্তবায়ন করছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ভাওয়াল গড় এলাকায় এ সাফারি পার্কটির আয়তন ৩ হাজার ৬৯০ একর যা এশিয়ার সর্ববৃহত সাফারি পার্ক। এ সাফারি পার্কটি দক্ষিণ এশীয় মডেলে বিশেষ করে থাইল্যান্ডের Safari World- এর আদলে করা হচ্ছে। জুন, ২০১০ সালে ৬৩.৯৯ কোটি টাকা ব্যয়ে এর কাজ শুরু হয়। মাস্টার প্ল্যানের আলোকে অক্টোবর, ২০১০ সালে সংশোধিত প্রকল্পে ২৬৩ কোটি টাকা অনুমোদন করা হয়...বাকিটুকু পড়ুন ...
Related Tags: bangla news , english news , bangla blog , english blog , technology news , technology blog, computer tips and tricks
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
চারশবিশ বলেছেন: বাকিটুকু
এ সাফারি পার্কে কোর সাফারি, সাফারি কিংডম, বায়োডাইভারসিটি পার্ক, এঙ্টেনসিভ এশিয়ান সাফারি, বঙ্গবন্ধু স্কয়ার স্থাপন করা হয়েছে। বাঘ, সিংহ, সাদা সিংহ, ভল্লুক, চিত্রা হরিণ, মায়া হরিণ, সাম্বার হরিণ, জেব্রা, জিরাফ, ওয়াইল্ডিবিস্ট, ব্লেসবক উটপাখি, ইমু প্রভৃতি এখানে এরই মধ্যে অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশের বন ও প্রাণীবৈচিত্র্য সম্পর্কে ধারণা দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক মানের প্রকৃতিবীক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে এখানে। এ ছাড়া তথ্য ও শিক্ষা কেন্দ্র, নেচার হিস্ট্রি মিউজিয়াম, পার্ক অফিস, বিশ্রামাগার, ডরমেটরি, বন্যপ্রাণী হাসপাতাল, কুমির পার্ক, লিজার্ড পার্ক, ফেনসি ডাক গার্ডেন, ক্রাউন ফিজেন্ট এভিয়ারি, প্যারট এভিয়ারি, ধনেশ পাখিশালা, ম্যাকাউ ল্যান্ড, মেরিন একোয়ারিয়াম, অর্কিড হাউস, প্রজাপতি বাগান, ক্লাইমেট হাউস, ভালচার কর্নার, ঝুলন্ত ব্রিজ, পর্যবেক্ষণ টাওয়ার, ফোয়ারা, বাঘ পর্যবেক্ষণ রেস্তোরাঁ, সিংহ পর্যবেক্ষণ রেস্তোরাঁ, কচ্ছপ প্রজনন কেন্দ্র, ইকো-রিসোর্ট, ফুডকোর্ট, এলিফ্যান্ট শো গ্যালারি (Elephant Show Gallery) , বার্ড শো গ্যালারি (Bird Show Gallery), এগ ওয়ার্ল্ড ও শিশু পার্ক চালু করা হয়েছে। উদ্বোধনের পর সাফারি পার্ক সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পর্যটকদের ভ্রমণের সুবিধার জন্য বাস ও সাফারি জিপের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রসঙ্গত, শালবনাঞ্চলকে সুরক্ষার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে দেশের সর্বপ্রথম ভাওয়াল জাতীয় উদ্যান ঘোষণা করেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল জাতীয় উদ্যানটিকে চিত্তবিনোদন, শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির পাশাপাশি পর্যটন কেন্দ্রে রূপান্তর করবেন। ১৯৯৯-২০০০ সালে কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজরায় ২ হাজার ২৩৭ একর এলাকা নিয়ে দেশের সর্বপ্রথম সাফারি পার্ক প্রতিষ্ঠা করা হয়। এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে গাজীপুরের এই ছায়াসুনিবিড় বনের ভেতর সাফারি পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯
ঢাকাবাসী বলেছেন: ছবি দেখে তো মনে হয় আসল প্রানীর চাইতে মুর্ত্তি বেশি! ২৬৩ কোটি টাকা থেকে ভালই টাকা মানে কমসে কম ১০০ কোটি টাকা গাপ!
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮
হেডস্যার বলেছেন:
সকালে পরকীয়া বিকালে সাফারি পার্ক।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯
সুমন জেবা বলেছেন: ছবি দেখে তো মনে হয় আসল প্রানীর চাইতে মুর্ত্তি বেশি!
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭
সাইবার অভিযত্রী বলেছেন: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কিভাবে যাবেন বলা দরকার ছিল পোষ্টে ।