নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

গাউসুল আযমের স্বীকৃতি

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২১

গাউসুল আযমের স্বীকৃতি
সর্বজনমান্য আলেমে দ্বীন হযরত মোল্লা আলী কারী রহঃ বড়পীর হযরত শায়খ আবদুল কাদের জিলানীকে রহঃ ‘গাউসদের গাউস’ বলে উল্লেখ করেছেন। আল্লামা শায়খ আবদুল হক মুহাদ্দিসে দেহলভী রহঃ তাঁর বিশ্বখ্যাত আখবারুল আখিয়ার গ্রন্থে বড়পীর হযরত শায়খ আবদুল কাদের জিলানীকে রহঃ ‘গাউসুল আযম’ ‘গাউসুস সাকালায়েন’ অভিহিত করে তাঁকে “কুন ফাইয়াকুন” অর্থাৎ -হও বলতে হয়ে যাওয়ার ক্ষমতার অধিকারী বলে উল্লেখ করেছেন।
হযরত শাহ্‌ ওয়ালী উল্লাহ্‌ মুহাদ্দিসে দেহলভীও রহঃ বড়পীর হযরত শায়খ আবদুল কাদের জিলানীকে রহঃ ‘গাউসুল আযম’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
সকল দেওবন্দীদের মান্যবর গুরু হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহঃ “শামায়েলে এমদাদীয়া” গ্রন্থে বড়পীর হযরত শায়খ আবদুল কাদের জিলানীকে রহঃ ‘গাউসুল আযম’ ও ‘দ্বীনের ডুবন্ত জাহাজের উদ্ধারকারী’ বলে উল্লেখ করেছেন।
মৌলভী ইসমাইল দেহলভী তাঁর “সিরাতুল মুস্তাকিম” গ্রন্থের ৩৭২ পৃষ্টায় হযরত শায়খ আবদুল কাদের জিলানীকে রহঃ ‘গাউসুস সাকালায়েন’ বলে অভিহিত করেছেন। মৌলভী খলিল আহমেদ আম্বেটবী “বারাহীনে কাতেয়া” গ্রন্থের ৯১ পৃষ্টায় হযরত শায়খ আবদুল কাদের জিলানীকে রহঃ ‘গাউসুল আযম’ হিসেবে উল্লেখ করেছেন।
বিশ্ব বরেণ্য ও নেতৃস্থানীয় আলেমদের এ সকল উক্তি সমূহ ‘গাউসুল আযম দস্তগীর বড় পীর হযরত শায়খ আবদুল কাদের জিলানীর রহঃ গাউসিয়াতের সার্বজনীনতা, ব্যাপকতা ও চিরন্তনতারই প্রমান বহন করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.