নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য এসেছে, মিথ্যা দূর হয়েছে।

smkhisqu

smkhisqu › বিস্তারিত পোস্টঃ

কোন রং এর পাগড়ী পরিধান করা সুন্নাত

১৯ শে জুন, ২০১৬ দুপুর ২:২৪

প্রশ্ন: আমার জানতে মন চায় যে , হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম কোন রঙের পাগড়ী পরিধান করতেন ? দলীল সহকারে জানালে উপকৃত হই ।

উত্তর: রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম তিন রংয়ের পাগড়ী
পরিধান করেছেন মর্মে বর্ণনা
পাওয়া যায়। কালো, সাদা, সবুজ
বর্ণের পাগড়ী পরিধান করা
নবীজীর খাছ সুন্নাতের অন্তর্ভুক্ত।
যেমন-
.
১) হযরত জাবের বিন আব্দুল্লাহ
হতে বর্ণিত, তিনি বলেন-
ﻋﻦ ﺟﺎﺑﺮ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺍﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ ﺩﺧﻞ
ﻳﻮﻡ ﺍﻟﻔﺘﺢ ﻭﻋﻠﻴﻪ ﻋﻤﺎﻣﺔ ﺳﻮﺩﺍﺀ
‘নিশ্চয় নবীজী সাল্লাল্লাহু
আলাইহে ওয়া সাল্লাম মক্কা
বিজয়ের দিন যখন তথায় প্রবশে
করেন তাঁর মাথা মোবারকে ছিল
কালো পাগড়ী।’ (মুসলিম, কিতাবুল
হজ্জ, ৩/১৩৩)
.
২) ইমাম সাখাবী মা আয়েশা
ছিদ্দিকা হতে বর্ণনা করেন যে-
ﺍﻥ ﻋﻤﺎﻣﺔ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ
ﺍﻟﺴﻔﺮ
ﻛﺎﻧﺖ ﺑﻴﻀﺎﺀ ﻭﺍﻟﺤﻀﺮ ﻛﺎﻧﺖ ﺳﻮﺩﺍﺀ
‘নিশ্চয় সফররত অবস্থায় নবী পাক
সাল্লাল্লাহু আলাইহে ওয়া
সাল্লাম সাদা পাগড়ী এবং মুকীম
অবস্থায় কালো পাগড়ী পরিধান
করতেন।’ (সুবুলুল হুদা ওয়ার রাশাদ,
৭/২৭৬)
.
৩) হযরত যায়দ বিন আসলাম থেকে
বর্ণিত, তিনি বলেন-
ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﺼﺒﻊ ﺛﻴﺎﺑﻪ
ﻛﻠﻬﺎ
ﺑﺎﻟﺰﻋﻔﺮﺍﻥ ﺣﺘﻲ ﺍﻟﻌﻤﺎﻣﺔ
‘নবীজী সাল্লাল্লাহু আলাইহে
ওয়া সাল্লাম সব কাপড়কেই
যাফরান দ্বারা রং করেছেন এমন
কী পাগড়ীসহ।’ (সুবুলুল হুদা ওয়ার
রাশাদ, ৭/২৭৩)
.
৫) এছাড়াও তাবেয়ী সুলাইমান ইবনু
আব্দিল্লাহর বর্ণনায় সাহাবীগণ
সবুজ পাগড়ী পরেছেন বলেও বর্ণনায়
পাওয়া যায়। তিনি বলেন-
ﺍﺩﺭﻛﺖ ﺍﻟﻤﻬﺎﺟﺮﻳﻦ ﺍﻻﻭﻟﻴﻦ ﻳﻌﺘﻤﻮﻥ ﺑﻌﻤﺎﺋﻢ ﻛﺮﺍﺑﻴﺲ
ﺳﻮﺩ
ﻭﺑﻴﺾ ﻭﺣﻤﺮ ﻭﺧﻀﺮ ﻭﺻﻔﺮ
‘আমি প্রথম যুগের মুহাজির
সাহাবীদেরকে দেখেছি যে,
তাঁরা সুতী, কালো, সাদা,, সবুজ
পাগড়ি পরিধান
করতেন।’ (মুসান্নাফে ইবনে আবী
শায়বাহ- ২৫৪৮৯)
.
পাগড়ীর পরিমাপ সম্পর্কে-
* ‘মিরআত শরহে মিশকাত’ গ্রন্থে
বর্ণিত যে, হুযুর
পাকের পাগড়ী
মোবারকের দৈর্ঘ্য ছিল তিন
হাত, সাত হাত,বার হাত এবং প্রস্থ
ছিল এক বিঘত
হতে কিছু বেশি।
১) পাগড়ির দৈর্ঘ্য তিন হাত,সাত
হাত,বার হাত পড়া খাছ সুন্নত,
২) সর্বোচ্চ ১২ হাত ও সর্বনিম্ম
তিন হাত পড়া খাছ সুন্নত,
৩) সাদা,কালো,সবুজ রং পাগড়ী
পড়া খাছ সুন্নত।
আরও একটা দলীল দেখুনঃ
ﻭَﻋَﻦ ﺃَﺑﻲ ﺭِﻣْﺜَﺔ ﺭِﻓَﺎﻋَﺔَ ﺍﻟﺘَّﻴْﻤِﻲِّ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ
ﻋﻨﻪ، ﻗَﺎﻝَ : ﺭَﺃَﻳﺖُ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠﻪِ ﷺ ﻭَﻋَﻠَﻴﻪِ
ﺛَﻮﺑَﺎﻥِ ﺃَﺧْﻀَﺮَﺍﻥِ . ﺭﻭﺍﻩ ﺃَﺑُﻮ ﺩﺍﻭﺩ ﻭﺍﻟﺘﺮﻣﺬﻱ
ﺑﺈﺳﻨﺎﺩ ﺻﺤﻴﺢ
হযরত আবূ রিমসা রিফাআহ তাইমী
তাইমী রাদিয়াল্লাহু তাআলা
আনহু হতে বর্ণিত,
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামার পরনে দুটো সবুজ
রঙের কাপড়
দেখেছি।
[আবু দাউদ ৪০৬৫, ৪২০৬,
তিরমিযি ২৮১২, ১৫৭২,
আহমদ ৭০৭১, ৭০৭৭, ১৭০২৭]
ধন্যবাদ... প্লিজ সবাই কপি করে
নিজের আইডিতে
শেয়ার করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.