নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মার্কেটিং মানে বিক্রয় করার পায়তারা না, মার্কেটিং মানে মানুষকে বোকা বানিয়ে পণ্য ধরিয়ে দেয়া না, মার্কেটিং মানে মডেলদের সাথে একাকী সময় কাটানো না, মার্কেটিং স্রেফ একটা সত্য গল্পের ব্যাসার্ধ নিয়ে প্রয়োজনীয়তার মাপে ভোক্তাকে কেন্দ্র করে একটি বৃত্ত তৈরী করা।

নাওেয়দ

টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed

নাওেয়দ › বিস্তারিত পোস্টঃ

বিকাশ নাকি ডিবিবিএল: কোন মোবাইল ব্যাংক ব্যবহার করব?

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২২



বিকাশের অফিসে গেলে মনে হয় ওরাই বেস্ট। ডাচ বাংলায় গেলে মনে হয় এরাই সেরা। কোন মোবাইল ব্যাংক ব্যবহার করব এখনও বুঝতেসিনা। তাই একটু সহযোগিতা দরকার ছিল।





কোনটা দিয়ে ট্রান্সফার করলে টাকা কম কাটে?



কোনটা দিয়ে পেমেন্ট করা সহজ?



এইটা দিয়ে জিনিস কেমনে কিনে?



টাকা ট্রান্সফার হইতে কতক্ষন সময় লাগে?



ওয়েবসাইট থেকে কিছু কেনার জন্য কোনটা বেটার?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৫

নুরুল অমিন বলেছেন: ইসলামী ব্যাংকের এমক্যাশ সবচেয় ভালো।তবে নেটওয়ার্ক এখানো সবার নাগালে পৌছে নি। অতি কম খরচেই লেনদেন করা যায়।
তবে বর্তমানে বাজারে যারা আছেন তাদের মধ্যে নেটওয়াকিং সুবিধার জন্য বিকাশ শ্রেষ্ঠ।

২| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৮

আতিকুল০৭৮৪ বলেছেন: Bkash i valo..DBBL e lenden jamela,,bank e giye maje maje line dite hoi

৩| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৮

জিএমপারভেজ বলেছেন: BKasH valo bole mone hoy.

৪| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২০

ব্লগবাজ বলেছেন: * কোনটা দিয়ে ট্রান্সফার করলে টাকা কম কাটে?
# টাকা কম/বেশি কাটা ব্যপার না। ভাল সার্ভিস চাই।

* কোনটা দিয়ে পেমেন্ট করা সহজ?
# তারচেয়ে বড় কথা এটি কতটা সহজলভ্য।

* এইটা দিয়ে জিনিস কেমনে কিনে?
# আপনি চাইলেই কিনতে পারবেন না, যদি বিক্রেতা এই সার্ভিস গ্রহণ না করে থাকে।

* টাকা ট্রান্সফার হইতে কতক্ষন সময় লাগে?
# একটা SMS পাঠাতে যতক্ষণ সময় লাগে, তারচেয়ে বেশি না।

* ওয়েবসাইট থেকে কিছু কেনার জন্য কোনটা বেটার?
# কোনটাই বেটার না, যে ওয়েবসাইট থেকে কিনবেন তারা যদি আপনাকে সেই সুযোগটা না দেয়।

আতিকুল০৭৮৪ বলেছেন: Bkash i valo. আমিও তার সাথে একমত।

ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল একাউন্ট খুলেছিলাম শুরুতেই। আজ অব্দি কোন কাজে আসেনি।

আর এ যাবত যত লেনদেন করেছি সব Bkash এর মাধ্যমে কারন, এই সার্ভিসটি প্রায় সব জায়গায় available

৫| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৩

আহমেদ রিজভী বলেছেন: পোষ্ট অফিসে পোষ্টাল ক্যাশ কার্ড নামে একটি সার্ভিস আছে খুঁজ নিয়ে দেখতে পারেন ।

৬| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৫

মদন বলেছেন: বিকাশ এর সুবিধা হলো দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক, কিন্ত নিরাপত্তা কম, ডিবিবিএল এর পয়েণ্ট কম, কিন্তু লেনদেনে নিরাপদ।

৭| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমি ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এবং বিকাশ দুটোই ব্যবহার করি।

তবে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং টা আমার কাছে বেশি ভাল লাগে যে কারণে :-
* ওদের এটিএম বুথ থেকে টাকা তোলা যায় অতিরিক্ত কোন খরচ ছাড়াই (যেটা বিকাশে নেই, বিকাশে তোলা যায় মিনিমাম ২০০০ টাকা কিন্তু ডাচে মিনিমাম ৫০০টাকা, আর বিকাশের ক্ষেত্রে আলদা চার্জ দিতে হয়)

* ডাচ বাংলা ব্যাংকের শাখায় গিয়ে যত ইচ্ছা তত জমা দিতে পারবেন মাত্র ১০ টাকা চার্জে।

* নিজের মোবাইল বা অন্য কারো মোবাইলে ব্যালেন্স রিচার্জ /টপ আপ করতে পারবেন অতিরিক্ত কোন চার্জ ছাড়াই ২৪ ঘন্টাই বর্তমানে বাংলালিংক, এয়ারটেল, সিটিসেল সাপোর্ট করছে আর খুব শীঘ্রই রবি এবং জিপিতেও করা যাবে। (এই সুবিধা বিকাশে নেই)

তবে ঠিক যে বিকাশের এজেন্ট পয়েন্ট ডাচের চেয়ে অনেকটা বেশি। তবে ডাচ এর এজেন্টও অতি দ্রুত বাড়ছে।
আপনি এক কাজ করতে পারেন। দুটোতেই এ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। যেহেতু এসব এ্যকাউন্টে কোন ইয়ারলি সার্ভিস চার্জ দিতে হয় না । সুতারাং যখন যেটা দরকার তখন সেটা ব্যবহার করবেন।

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৯

নাওেয়দ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৮| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮

হ্যারিয়ার টু বলেছেন: জেনে রাখলাম৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.