নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মার্কেটিং মানে বিক্রয় করার পায়তারা না, মার্কেটিং মানে মানুষকে বোকা বানিয়ে পণ্য ধরিয়ে দেয়া না, মার্কেটিং মানে মডেলদের সাথে একাকী সময় কাটানো না, মার্কেটিং স্রেফ একটা সত্য গল্পের ব্যাসার্ধ নিয়ে প্রয়োজনীয়তার মাপে ভোক্তাকে কেন্দ্র করে একটি বৃত্ত তৈরী করা।

নাওেয়দ

টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed

নাওেয়দ › বিস্তারিত পোস্টঃ

"উনারা আজকে নববর্ষ করে, আমরা তো কালকে করি" - দ্বীপ

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

আজকে সকালের গল্প:



দ্বীপ। আমাদের এলাকার ক্লাস ৫'এ পড়ুয়া একটা ছেলে। যখনই সময় পাই, এলাকার অনেকেই আমাদের বাসায় ক্রিকেট খেলার জন্য চলে আসে। আজকে খেলার মাঝে ছেলেটা আমাকে বলতেসে...



"ভাইয়া, আপনাদের গেট আটকায় উনারা প্যান্ডেল টানায় গানা করার জন্য যেই স্টেজ বানাইতেসে, এইটার টাকা কি আপনারা দিসেন?"

কঠিন প্রশ্ন। সরকারের ফান্ডের কথা ওকে বলে লাভ নাই, "না তো, কেন?"

"উনারা আজকে নববর্ষ করে, আমরা তো কালকে করি? আপনারা কবে করেন?"

একটু অবাক হয়েই জিজ্ঞাস করলাম, "আমরা তো আজকে করি, তোমরা কালকে কর কেন?"

"ভাইয়া, আমরা তো সবসময়ই কলকাতার সাথে করি।"



হাসতে খেলতে দেশপ্রেমকে আল্টিমেট বূড়া আঙ্গুল দেখাল এই হিন্দু ছেলেটি।



এখন কথা হইল, কেউ এই বিষয়কে উদ্দেশ্য করে হিন্দুদের গালিগালাজ করতেই পারে। বাংলাদেশে বসে অন্য দেশের গোলামী করার জন্য তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে। তাকে রাজাকার ডাকতেই পারে।



কিন্তু তাতে কি কোনও সমস্যার সমাধান হবে? বরং আরও ঘোলাটে হবে বিষয়টা। গ্যান্জাম আরও বাড়বে, খুশি হবে বামপন্থী ক্যাচালবীদরা।





সমাধান:



যার ধর্ম তাকে পালন করতে দাও,

হরতাল বন্ধ করে আমাকে কাজ করতে দাও,

মঞ্চ সরিয়ে আমার চলাচলের শাহবাগ দাও,

আমার বাংলাদেশ আমাকে ফিরিয়ে দাও।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

মোঃ আব্দুস সালাম বলেছেন: ধর্মকে কটাক্ষ না করে যদি তোমার নাস্তিকতার প্রচার চালাতে চাও কোন সমস্যা নাই। আমার ধর্মকে কটাক্ষ কর না।
পোস্টে প্লাস

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২

নাওেয়দ বলেছেন: সহমত

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

সিদ্ধার্থ. বলেছেন: লেখক ভাই আপনাকে বলছি ,
এটা পশ্চিম বঙ্গ আর বাংলাদেশের ব্যাপার নয় ।
এটা দুই রকম ক্যালেন্ডার এর বিপত্তি ।একটা হিন্দু রা ফলো করে একটা মুসলিম রা ।
আমিও জানি কাল পইলা বৈশাখ ।কাল নববর্ষ ।ক্যালেন্ডার এও তাই আছে ।এখন কোনটা ঠিক আর কোনটা ভুল তা জানি না ।আর জানতেও চাই না ।

তাকে রাজাকার ডাকতেই পারে।
তাই আপনি ওই ছেলে টিকে কোনো লজিক থেকেই রাজাকার বলতে পারেন না ।

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

নাওেয়দ বলেছেন: হাসাইলেন তো!
কোন মুসলিম বিজ্ঞানী আবার বাংলা ক্যালেন্ডার বানাইল ভাই?

রাজাকার শব্দের অর্থ: দেশপ্রেমিক

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

সিদ্ধার্থ. বলেছেন: আমি এত শত জানিনা ভাই ।তবে এরকম হতে দেখেছি ।তাই আপনারে বললাম ।

আর রাজাকার মানে বন্ধু ।এইডা আপনার জানা উচিত ছিল ।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

মন্তব্যকারী বলেছেন: আগে সম্ভবত এক সাথেই হত।বছর দশেক আগে বাংলাদেশ সিদ্ধান্ত নিল সবসময় ১৪ই এপ্রিলই করা হবে। এই জন্যই আলাদা হয়। যতদূর জানি, হিন্দুরা পূজা করে তিথি ফলো করে।তাই আজ হিন্দুদের চৈত্র সংক্রান্তি পূজা ও কাল পহেলা বৈশাখ।তবে জাতীয়ভাবে আজকের উৎসবে সবাই অংশ নিয়েছে। ব্যাপারটা অন্যভাবে না নেওয়াই ভালো। বাংলা সাল কিন্তু একটাই, সারা বিশ্বেই। দুইদিন দুই দেশে পহেলা বৈশাখ শোভনীয় নয় বলেই আমার মনে হয়। দুইদেশের সরকার এব্যাপারে উদ্যোগ নিতে পারে।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

নাওেয়দ বলেছেন: আমার বড় ফুপুর সাথে কথা বলে জানতে পারলাম এটা অনেক আগে থেকেই আলাদা।

"সবাই" যদি অংশ নেয়, দ্বীপ'এর পরিবাবরের মত সকলকে আপনি কি ফেলে দিবেন? অবশ্য হ্যা, আপনি যদি শুধুমাত্র মনে-প্রানে-বাংলাদেশীদের ধরে 'সবাই' বলে থাকেন, তাহলে ফেলতে পারেন।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯

মন্তব্যকারী বলেছেন: আপনার ফুফুকে ধন্যবাদ। আমি ঠিক মনে করতে পারছিলাম না কোন সাল থেকে এটা চালু হয়েছিল। অনেক খুঁজে উইকি তে পেলাম। ১৯৮৭। বেশ আগে তবে অনেক আগে নয়। লিন্ক দিলাম, পড়ে দেখতে পারেন।
http://en.wikipedia.org/wiki/Bengali_calendar

আসলে সায়েন্স যায় বলুক, ধর্মীয় রীতি সহজে পরিবর্তন করা যায় না। প্রতিবছর ঈদ যেমন একদিনে পরে না, হিন্দুদের পহেলা বৈশাখও ১৪ই এপ্রিল পরে না। দ্বীপ হয়ত ব্যাপার গুলা জানে না।এই কনফিউসন গুলো দূর করা জরুরী। ধন্যবাদ আপনাকে।

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৩

নাওেয়দ বলেছেন: তা প্রায় ২৬ বছর হয়ে গেল। হতে পারে।

"এই কনফিউসন গুলো দূর করা জরুরী।"
আপনার সাথে সহমত।

উইকি মতে, বাংলাদেশে ১৯৮৭ থেকেই পহেলা বৈশাখ পালন হয়ে আসছে আর কলকাতায় আগের মতই আছে। এখন কথা হলো, আপনি কি বাংলাদেশী হিসেবে পালন করেন নাকি কলকাতার সাথে?

সমস্যাটা কোথায় জানেন, দ্বিপ কিন্তু বলেছে, ""ভাইয়া, আমরা তো সবসময়ই কলকাতার সাথে করি।"

৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মন্তব্যকারী বলেছেন: ধর্মীয় ভাবে কিন্তু তার কলকাতার সাথে পালন না করে উপায় নেই। দ্বিপও হয়ত বড় হলে যখন পরিবারের বাইরে যাবে, বন্ধুদের সাথে ১৪ই এপ্রিলই নববর্ষ পালন করবে। যেমন আমার হিন্দু বন্ধুরা করে। তবে বাংলা ক্যালেন্ডারের মত অব্যবহিত একটি ক্যালেন্ডারকে রিভাইজ করার উদ্দেশ্য সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। বিশেষত যখন এটা এরশাদের আমলে করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.