|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

বছর ৭/৮ আগে যখন প্রথম বান্দরবান গেলাম, তখন কলার হালি ছিল ৪ টাকা।  ২০১৩ তে হলো ৮ টাকা। আর এখন ১০ টাকা ছুয়েছে। দোকানদারকে জিজ্ঞাস করতেই ক্ষেপে গিয়ে বললেন, "এত ভালো রাস্তা খেনো খরতে গেলেন বা। আমরা তো ভালোই ছিলাম।" এডিবি আর এআইআইবি'র বিশাল বিশাল অংকের ইনভেস্টমেন্ট কি আমাদের জন্য আশীর্বাদ নাকি বিপদ, ঠিক বুঝতে পারতেসিনা। পক্ষে-বিপক্ষে কার কি যুক্তি আছে একটু জানতে পারি?
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০  ১৭ ই নভেম্বর, ২০১৬  দুপুর ২:৫২
১৭ ই নভেম্বর, ২০১৬  দুপুর ২:৫২
নাওেয়দ বলেছেন: তাহলে কি ব্যাপারটা যাহাই বায়ান্ন তাহাই তিপ্পান্ন হইল কিনা?
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৬  দুপুর ১২:৫৭
১৭ ই নভেম্বর, ২০১৬  দুপুর ১২:৫৭
আহা রুবন বলেছেন: রাস্তা-ঘাট তৈরি হলে কৃষিপণ্য উৎপাদিত এলাকায় দাম বাড়ে, অন্য এলাকায় কিছুটা কমে। কিন্তু কৃষকদের ঠকিয়ে কম দামে খেতে চাই না, তারা বাঁচুক। সমস্যা হল তারা মূল্যটা পায় না, সব মধ্যস্বত্বভোগী নিয়ে যায়।