নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোবডি

নোবডি › বিস্তারিত পোস্টঃ

চাঁদনি পসরে কে আমারে স্মরন করে,কে আইসা দাড়াইছে গো আমার দুয়ারে।

৩১ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩১

চাঁদনি পসরে কে আমারে স্মরন করে,

কে আইসা দাড়াইছে গো আমার দুয়ারে।

তাহারে চিনি না আমি,

সে আমারে চিনে।



বাহিরে চান্দের আলো, ঘর অন্ধকার

খুলিয়া দিয়াছি ঘরের সকলও দুয়ার,

তবু কেন সে আমার ঘরে আসে না

সে আমারে চিনে কিন্তু আমি চিনি না।





সে আমারে থারে থারে ইশারায় কয়

এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়,

ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত

তোমার জন্য আনছি গো আইজ চান্দেরও দাওয়াত।





প্রিয় লেখক হুমায়ুন আহমেদ-এর লেখা গান।"চন্দ্রকথা" ছায়াছবি থেকে।



Youtube link:

http://www.youtube.com/watch?v=Vv--YbAlL_I





সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: গানটা "ঘেটুপুত্র কমলা" তেও যুক্ত করা হয়েছে। স্লো সুর। আজকে শুনেছি।

০২ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৯

নোবডি বলেছেন: "ঘেটুপুত্র কমলা" র গান এখনো শোনা হয় নি।
ভালো একটা খবর দিলেন।এক গানের বিভিন্ন ভার্সন শুনতে আমি খুব মজা পাই।

২| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ৯:৫৯

শান্তা273 বলেছেন: হুমায়ন আহমেদ এর কথা খুব মনে পড়ছে ..............

০২ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৫

নোবডি বলেছেন: আমাদের চাঁদ দেখা তো উনিই শেখালেন।
আগেতো আমরা চাঁদের দিকে তাকিয়ে থাকতাম।

কপ কপ করে জোৎস্না খাওয়া.....

৩| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১০:০৩

সবুজ পাওয়ার বলেছেন: অসাধারণ একটা গান, প্রায়ই চাঁদনী পশর রাইতে পদ্মার ধারে গিয়ে মনের সকল দুয়ার খুলে গানটা শুনি, আর প্রতিবারই আবেগাপ্লুত হয়ে যাই, কিন্তু কেউ এসে আমার হাত ধরে না,,,,,,,,,,,,
অডিও লিংক

০২ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৬

নোবডি বলেছেন: আসলেই অসাধারন একটা গান।
অডিও লিংকের জন্য ধন্যবাদ।

৪| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১১:২৯

আইজউদদীন বলেছেন: গানডা হুনলে আবেগ প্রবণ হইয়া যাই :-* :-* :| :| :#> :#>

০২ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৮

নোবডি বলেছেন: আর কইতে..... :|

৫| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩০

আইজউদদীন বলেছেন: download link er loigaa sabuj power vireee ek beg dhoinaaa pataaa

০২ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৮

নোবডি বলেছেন: সবুজ পাওয়ার ভাইরে আবার ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.