![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামু আলাইকুম ভাই বোনরা
আজ আপনারদের নিকট একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ।আশা করি সকল মুসলমান ভাইদের কাজে লাগবে।
নামাযে ১৩ টি ফরয (যা বাদ পড়লে নামায বাদ হয়ে যায় ) এবং ১৪ টি ওয়াজিব আছে । এককথায় ওয়াজিব হলো যা অব্শ্যই করণীয় যা বাদ
দিলে সিজদাসাহু(ওয়াজিব ছুটলে ভুল সুধরানোর পদ্ধতি) দিতে হয়, না দিলে গুনগার হতে হবে।
ওয়াজিব সমুহ হলো:
১) সুরা ফাতিহা পুরা পড়া(আলহামদুশরীফ)
২) ফাতিহার সাথে অন্য সুরা মিলানো
৩) রুকু সেজদায় দেরী করা।*
৪)রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয় দেরী করা*
৫)দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরী করা*
৬) দর্মিয়ানী বৈঠক( ২রাকাত নামায হলে এক বৈঠক, ৩ রাকাত নামায হলে ২ বার বৈধক এবং ৪ রাকাত নামায হলে ২ বার বৈধক করা)
৭)দোনে বৈঠকে আত্তাহিয়াতু পড়া।
৮) ইমামের জন্য ক্বিরাত আস্তে পড়া( যহুর ও আছর নামায) এবং জোড়ে পড়া(ফজর, মাগরিব, ইশা)
৯) বিতরের নামাযে দোয়া কুনুত পড়া।
১০) দুই ঈদের নামাযে ৬ তাকবির বলা।
১১)প্রত্যেক ফরয নামাজের প্রথম ২ রাকাতকে ক্বিরাতের জন্য ঠিক করা।
১২)প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতীব ঠিক রাখা।
১৩ )প্রত্যেক রাকাতের ওয়জিবগুলির তারতীব ঠিক রাখা।
১৪)আছছলামু আলাইকুম বলিয়া নামায শেষ করা ।
প্রত্যেক নামাজি উপরের বেশীভাগ ওয়াজিব সমুহ মেনে নামায আদায় কিন্তু বোল্ড ***করা ওয়াজিব সমুহ অনেকে ঠিক মতে পালন করে না বা জানে না। অনেক নামাজির দেখা যায় রুকু করে ঠিক মতে সোজা না হয়েই সিজদায় চলে যায় এই ক্ষেত্রে তার ওয়াজিব বাদ হয়ে যায় কিন্তু সে সিজদাসাহু দেয়া না। এছাড়াও সিজদার সময়ও অনেক নামাজি প্রথম সেজদা দিয়ে ঠিক মতে না বসে আবার সিজদায় চলে যায় এতেও তার ওয়াজিব বাদ হয়ে যায় কিন্তু সে সিজদাসাহু দেয়া না । আমাদের উচিত প্রত্যেক রাকুর পর তিন তাসবিহ পরিমান দাড়িয়ে থাকা এবং প্রথম সেজদার পর তিন তাসবিহ পরিমান বসে থাকা অথবা উভয় ক্ষেত্রের জন্য দোয়া আছে তা শিখে লওয়া।
ভাই বোন আমি কোন মাওলানা না আমি সাধারণ জেনারেল লাইনের পড়াশুনা করা মুসলমান । আমার লেখায় যদি ভুল থাকে তবে ক্ষমা করবেন । আর কারো এর থেকে ভাল কিছু জানা থাকলে মন্ত্যব্য করবেন আশা করি।
সহি নামায শিক্ষার জন্য http://www.mediafire.com/view/?9o3xbvcbsrerx6d
আবার সবার প্রতি রইলো : আসসালামু আলাইকুম
০১ লা জুন, ২০১২ দুপুর ২:৪২
মুহাম্মদ সিরাজ েমাল্লাহ বলেছেন: ভাই ধন্যবাদ জানার চেষ্টার জন্য । আরো নিজে চেষ্টা করূর ইনশাআল্লাহ আরো উপকৃত হবেন
২| ০১ লা জুন, ২০১২ দুপুর ২:২৪
নিক টা আমার বলেছেন: উলবনে মুক্ত ছড়ালেন........
০১ লা জুন, ২০১২ দুপুর ২:৪৪
মুহাম্মদ সিরাজ েমাল্লাহ বলেছেন: ভাই উলবন কি?
৩| ০১ লা জুন, ২০১২ দুপুর ২:৪৮
মো: হাফিজ আল আসাদ বলেছেন: ১১ নম্বর বুঝি নাই।
মাঝে মাঝে ইসলামের কথা শুনলে প্রাণটা শীতল হয়ে যায়।
এ সংক্রান্ত বইয়ের লিঙ্ক দিলে ভাল হয়।
০১ লা জুন, ২০১২ বিকাল ৩:১৪
মুহাম্মদ সিরাজ েমাল্লাহ বলেছেন: ১১ নং হলো: ফরষ নামাযে অন্যান্য নামাযের ন্যায় প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর অন্য সুরা পড়া লাগে না শুধু প্রথম ২ রাকাতে সুরা ফাতিহার পর অন্য সুরা মিলিয়ে পড়তে হয় তবে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়তে হয়।
ভাই যে কোন নামায শিক্ষার বই কিনলে পাবেন । এছাড়া বর্তমানে আমি আল ফালাহ জামে মসজিদ বয়স্ক কোরআন শিক্ষা মক্তব্য এর শাখা বায়তুর আমান জামে মসজিদ বিজিপ্রেস সাতরাস্তা, ;ঢাকায় কোরআন সহি ভাবে পড়ার জন্য ভর্তি হয়েছি এবং তাদের সিলেবাসে মাধ্যমে আমি জানতে পেরেছি।
৪| ০১ লা জুন, ২০১২ দুপুর ২:৫১
জলন্ত-বিশ্ব বলেছেন: লেখার সূত্র কই ?
০১ লা জুন, ২০১২ বিকাল ৩:১১
মুহাম্মদ সিরাজ েমাল্লাহ বলেছেন: ভাই যে কোন নামায শিক্ষার বই কিনলে পাবেন । এছাড়া বর্তমানে আমি আল ফালাহ জামে মসজিদ বয়স্ক কোরআন শিক্ষা মক্তব্য এর শাখা বায়তুর আমান জামে মসজিদ বিজিপ্রেস সাতরাস্তা, ;ঢাকায় কোরআন সহি ভাবে পড়ার জন্য ভর্তি হয়েছি এবং তাদের সিলেবাসে মাধ্যমে আমি জানতে পেরেছি।
৫| ০১ লা জুন, ২০১২ বিকাল ৩:১৪
সাইফুল শরিফ বলেছেন: ধন্যবাদ, প্রিয়তে রাখলাম, অনেক কিছু জানলাম
০১ লা জুন, ২০১২ বিকাল ৩:১৫
মুহাম্মদ সিরাজ েমাল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাই সবার সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ।
৬| ০১ লা জুন, ২০১২ বিকাল ৩:১৮
মাহফুজশান্ত বলেছেন: নামাজ সম্পর্কিত কয়েকটি পোষ্ট-
*আল-কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েমের নির্দেশ আছে কি?
*সহী হাদিছ মতে পাঁচ ওয়াক্ত নামাজের সময়
*আল-কোরআন ও সহী হাদিছের কাঠগড়ায় 'আমার ফরজ সালাত'-
৭| ০২ রা জুন, ২০১২ রাত ১২:১৬
ইন্জিনিয়ার রুমান বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১২ দুপুর ২:১২
আমি লিখতে চাই না বলেছেন: অনেক কিছু জানলাম।