নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইট'স অল ইন ইওর এটিচুড

সরলতা, সততা ও সহযোগিতা

রিয়াজুল ইসলাম

[email protected] নিজে যা জানি তা অন্যকে জানাতে ভালো লাগে সেই ছোটবেলা থেকেই। তাই মাধ্যমিক বিদ্যালয়ের গন্ডি না পেরোতেই শুরু করেছিলাম টিউশনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ব্যাচে ও বাসায় গিয়ে ওই গুরুগিরির কাজটি করেছি বেশ মজা নিয়ে। অবশেষে পেশা হিসাবেও বিদ্যাদানের কাজটি কিছুদিন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে স্বদেশ ছেড়েছি উচ্চ শিক্ষার জন্যে। গবেষণা করছি নেক্সট জেনারেশন টেলিকম্যুনিকেশন সিস্টেমের উপর।

রিয়াজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

অধ্যাপক তোমাকে দিলাম মানপত্র

২২ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৮

হে অধ্যাপক তুমি তো জাতি গড়ার কারিগর, তোমার আদর্শে বড় হবে তোমার দেশের আগামি দিনের কর্ণাধর।তুমি তো এসেছ পথ ভোলা জাতিকে আবার তার সঠিক পথে ফিরিয়ে নিতে। তুমি যেখানে দৃষ্টি রাখবে তা হবে পুত:পবিত্র। তোমার অন্ত:দৃষ্টি তো গননা করে ফিরে জাতির অনাগত ভবিষ্যত। তোমার চিন্তা-চেতনায় স্হান পায় সোনার বাংলা গড়ার হাজার প্রচেষ্টা। তুমি তো নিজের কথা ভুলে ব্রত থাক জ্ঞ্যান অন্বেষণে, জ্ঞ্যান সৃষ্টিতে আর তা বিলিয়ে দাও তাদের মাঝে যাদেরকে অবলম্বন করে তুমি সপ্ন দেখো তোমার বাংলা মাথা উচু করে দাড়াবে বিশ্বের দরবারে। তোমার জ্ঞ্যান শক্তি তো অপরিমেয়, জ্ঞ্যান সুমদ্রে ছুটে চলার গতি তো সিডরের ন্যায়, তুমি তো কাজী নজরুলের যৌবণের গানের সেই যুবক যার উর্দির নিচে নেই বার্ধ্যকের কংকাল মুর্তি।



তোমার আসমানে মেঘ তো জাতির জন্য বয়ে নিয়ে আসে বিভীষিকাময় পরিস্হিতি। সময়ের আবর্তে আজ দেখেছে কি তোমার আসমান কতটা মেঘমুক্ত?? দেখেছ কি তোমার বিবেক কোথায় গিয়ে দাড়িয়েছে? তোমার জ্ঞ্যান চর্চা কি আজ যোজন-যোজন দুর? তোমার চারপাশ আজ তমাসাচ্ছন্ন, পৌরানিক আদিমতায় মেতে উঠেছে। অনির্বাণ থেকে ছুটে পড়েছ রক্তপিপাসু নোংরা নর্দমায় যেখানে তোমার সপ্ন অবলম্বন গুলো তিলে তিলে নিশ্বেষ প্রায়। তাগুদি শক্তির কাছে তুমি নতজানু, মাফিয়া রাজনীতিতে আজ তুমি বন্দি। মীরজাফরকে অনুসরন করতে আজ তোমার দিধাবোধ করে না। ভেবে দেখেছে কি রাজাকারের নতুন সংগা কিভাবে দেওয়া যায়??



নিষ্পাপ মেধাকে পদদলিত করে অন্তসারশুন্যকে শীর্ষে তোলা আজ তোমার নিয়তি, জন্ম নেয় আরব্যরজনীর নতুন দৃশ্যপট। বিদ্যাদেবী আজ তোমার কাছে পরাজয় স্বীকারের দারপ্রান্তে! তোমার চোখে জেগে উঠা বিষ সপ্ন হার মানায় লালসালুর মজিদকে। কিন্তূ অনেক সাগর-নদী, পাহাড়-পর্বত পেরিয়ে তুমি তো দেখে এসেছ নীল রক্তধারীরা কিভাবে তার জাতিকে বিশ্বের দরবারে আসীন করতে চায়। নৈতিকতার পাতাল পুরিতে তোমার অবস্হান, বিবেকের কোমল অনুভুতিগুলো আজ ভোঁতা।



বাংলা আজ মাগিছে বিদায় তোমা হতে, তাকে রক্ষা কর, আসো শান্তির পয়গাম নিয়ে, আসো জাতির গড়ার কারিগর হয়ে.................মনে রেখো........উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভ্য় নাই, নিশ্বেষে প্রাণ যে করেছে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০৪

হোলসেল বলেছেন: অধ্যাপকেরাও মানুষ। দুইন্যার আর দশটা মানুষের মত তেনারাও রক্ত মাংসের মানুষ। এত মহান করে দেখার দরকার কি? যেহানে সুপ্রীম কোর্টের বিচারকেরা ঘুষ খায়, জাল সার্টিফিকেট দিয়া বিচারকের চাকরি পায়, যেই দেশের প্রধান বিচারপতির পদ পাইতে হইলে মিনিস্টারগো েউরা চাটন লাগে, সেই দ্যাশের অধ্যাপকগোরে এত উপরে উঠানির কি কাম? এইটা ঠিক তারা অনেকাংশে সৎ, মাগার সুযুগের অভাবরে ভাই, সুযুগের অভাব। দ্যাশটার রাস্তার ফকির থেকে পেরাইমিনিস্টার পররযন্ত সব টেকার জন্য কুত্তা পাগোল।

২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৩

রিয়াজুল ইসলাম বলেছেন: পড়ে দেখুন, অধ্যাপকেদের উপরে উঠানো হয়েছে না নিচে নামানো হয়েছে............

২| ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৩

হুমায়ুন কবির হাকিম বলেছেন: সময়োপযোগী লেখা.......এই ব্যাপারগুলো তাদেরকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে......ইদানিং লোকজন খুব একটা না হলে তাদেরকে সম্মান করে না এই ব্যাপারটা তাদের মাথায়ই নাই.....+++

২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৩১

রিয়াজুল ইসলাম বলেছেন: ঠিক তাই। তাদেরকে আজ শুধরাতে হবে।পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.