নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

সততা তুই পিছন দিয়ে পালা!! :(

২৩ শে মে, ২০২২ দুপুর ১২:১৭


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন একদিন বলেছিলেন কানাডায় যারা বাড়ি করেছেন তাদের মধ্যে ব্যবসায়ী ও রাজনীতিকদের চেয়ে আমলার সংখ্যা বেশি। কথাটি শুনতে মন্দ লাগলেও ইহা দিনের আলোর মতোই সত্য। কিন্তু আমলাদের লাগাম পরাবে কে? দায়িত্ব কার? সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ১১, ১২ ও ১৩ বিধিতে পরিস্কারভাবে বলা আছে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাধিবে কে?

ভূমি মন্ত্রনালয় ২০১৯ সালে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের সম্পদের হিসাব জমা নিয়েছিল কিন্তু তারা ১ম ও ২য় শ্রেণির কর্মচারীদের সম্পদের হিসাব নেননি! অর্থাৎ সম্পদের হিসাব জমা না দিতে আমলারা সব একাট্টা। পত্রিকা মারফত জানা যায় ২০২১ সালের জুনে এবং ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পরে আবার মার্চ মাসে আবারো সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব চাওয়া হয়। যদিও সরকারি কর্মচারীদের প্রতি ৫ বছর পর পর সম্পদের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা আছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দিতে এতো গড়িমসি কেন? কারণ একটাই তাদের আয়ের সংগে সম্পদের কোন সামঞ্জস্যতা নেই।

বিবিএস এর তথ্য অনুযায়ী বাংলাদেশে স্বাধীনতার পর ১৯৭২ সালে কোটিপতি ছিল ৫ জন, ১৯৭৫ সালে ৪৭ জন, ১৯৮০ সালে ৯৮ জন, ১৯৯০ সালে ৯৪৩ জন, ১৯৯৬ সালে ২৫৯৪ জন, ২০০১ সালে ৫১৬২ জন, ২০০৬ সালে ৮৮৮৭ জন, ২০০৮ সালে ১৯১৬৩ জন, ২০২০ সালে ৯৩৮৯০ জন। ২০২১ সালের শেষে এ সংখ্যা হয়েছে ১০১৯৭৬ জন। মজার বিষয় হচ্ছে করোনা মহামারীর মধ্যে যেখানে ব্যবসা বাণিজ্য আমাদানি রপ্তানী সবকিছুই স্থবির হয়েছিল অথচ সে সময় কোটিপতি বেড়েছে ৮০৮৬ জন। করোনার সময় তারা এতো টাকা উপার্জন করলো কি করে?

আমরা হয়তো সুযোগ না পেয়ে সৎ হয়েছি কিন্তু যাদের সুয়োগ আছে তাদের লাগাম টানার সময় এখনই। যেমনভাবে সরকার সরকারী কর্মকর্তা কর্মচারীদের অযাচিত বিদেশ ভ্রমনের লাগাম টেনে ধরেছেন ঠিক একই ভাবে তাদের আয়-ব্যয়ের তথা সম্পদের হিসাবের চুলচেরা তথ্য না নিলে যেমন ভাবে বাড়বে কানাড়ার বেগমপাড়ায় বাঙালীদের আনাগোনা ঠিক তেমনিভাবে বাড়বে কোটিপতির সংখ্যা।

উল্লেখিত বিষয়ের আলোকে মনে হচ্ছে ব্যবসায়ী, রাজনীতিক ও আমলারা একটি বিষয়ে একজোট তা হলো কেউই তাদের সম্পদের হিসাব দিতে রাজি না। সরকারের উচিত হবে বিদেশে লক্ষ হাজার কোটি টাকা পাচার বন্ধে সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী ও রাজনীতিক সবার আয়-ব্যয়ের তথ্য তথা তাদের সম্পদ বিবরনী দাখিলে বাধ্যকরা ও অসামঞ্জস্যতা দেখলে অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা নচেৎ সততা পিছন দিয়ে পালাবে।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২২ দুপুর ১২:২২

জুল ভার্ন বলেছেন: আমলারা যে দেশের এক নম্বর দূর্ণীতিবাজ তা নিয়ে শিক্ষিত জনগোষ্ঠীর কোনো সন্দেহ নাই।

২৩ শে মে, ২০২২ দুপুর ১২:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শতভাগ সহমত। অধিকাংশ আমলা এখানে টাকা কামাচ্ছে বিদেশে তা জমাচ্ছে; ছেলে-মেয়ে, বউ সব বাহিরে।






মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৩ শে মে, ২০২২ দুপুর ১২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা হয়তো সুযোগ না পেয়ে সৎ হয়েছি
আমারও তাই মনে হয়।

২৩ শে মে, ২০২২ দুপুর ১২:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমাদের কারো মধ্যেই সততা নেই যে কয়জন সৎ দাবি করি তারা সুযোগ না পেয়ে সৎ। সুযোগ পাওয়াদের লাগাম পরাতে না পারলে কানাডায় বাঙাগালীদের আনাগোনা আরো বাড়বে। দেশের সম্পদ সব বিদেশে চলে যাবে।

৩| ২৩ শে মে, ২০২২ দুপুর ১২:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:


সুযোগহীনতায় সৎ থাকলে "সৎ"'এর ডেফিনিশন বিশ্বব্যাপী পরিবর্তন করা লাগবে।

২৩ শে মে, ২০২২ দুপুর ১২:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলে কথাটা কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে প্রযোজ্য। এখনো অনেক সৎ মানুষ আছেন যারা সমাজকে আলোকিত করেই চলছেন নিরবে।

৪| ২৩ শে মে, ২০২২ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: আওয়ামী লীগ সরকারের আমলে অবাধ দূর্নিতি হয়েছে। হচ্ছে।
শেখ হাসিনা চুপ। তিনি শুধু উন্নয়ন উন্নয়ন বলে জিকির তুলেছেন।

২৩ শে মে, ২০২২ দুপুর ১:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনাকে এদের টুটি চেপে ধরতে হবে।

৫| ২৩ শে মে, ২০২২ দুপুর ১২:৫০

খাঁজা বাবা বলেছেন: হিসাবের বাইরে কতজন আছেন?
এই হিসাব সম্ভবত ব্যাংক হিসাব অনুযায়ী। সম্পদ যোগ করলে অনেক বেশি হবে।

কর্মকর্তারা লাগামছাড়া কারন সরকার এখন জনগন ছেড়ে কর্মকর্তাদের পিঠে সওয়ার করেছেন।

২৩ শে মে, ২০২২ দুপুর ১:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরকার যদি ভাবে কর্মকর্তাদের সুযোগ দিয়ে সুযোগ নিতে হবে তাহলে সেটা হবে বিরাট ভুল।

৬| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমলাদের মধ্যে দেশপ্রেম বিন্দুমাত্র নেই; এনারা টাকা কামায় এখানে জমায় ওখানে মানে বেগমপাড়ায়।

২৩ শে মে, ২০২২ দুপুর ২:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ম্যাক্সিমামই চাকুরী শেষে বিদেশে চলে যাবার ধান্ধায় আছে।

৭| ২৩ শে মে, ২০২২ বিকাল ৩:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেশে দুর্নীতি বন্ধ হোক।

২৩ শে মে, ২০২২ বিকাল ৩:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুর্নীতি বন্ধের কোন বিকল্প নেই। এটা বিষয় খেয়াল করেন যে, আমাদের দেশে বড় বড় প্রকল্পের কাজগুলো ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট সময়ে শেষ করা হয়না পরে সময় ও বরাদ্দ আবারো বাড়ানো হয়। দু/একটা হলে হতো প্রতিটা প্রকল্পেই এটা ঘটছে উদ্দেশ্যমূলক ভাবেই ঘটছে।

৮| ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:০৫

একজন নিষ্ঠাবান বলেছেন: আওয়ামী লীগের অনেক নেতা কর্মীই তো অবৈধ অর্থ বিদেশে পাচার করে।

২৩ শে মে, ২০২২ বিকাল ৪:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শুধু আওয়ামী লীগ বলছেন কেন যারা সুযোগ পাচ্ছে তারাই করছে। কেউ কম যায় না।

৯| ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:১৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: যারা সৎ দাবী করে তাদের অধিকাংশ সুয়োগ না পেয়ে সৎ। টাকা পাচার বন্ধ করতে না পারলে দেশে উন্নতি হবেনা।

২৩ শে মে, ২০২২ বিকাল ৪:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাজার হাজার কোটি টাকার প্রজেক্টগুলোর পিয়নও কোটি পতি।

১০| ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আমরা সকলে অসৎ। কেহ সৎ নয়।কেউ বাধ্যতামূলক ভাবে কেউ শয়তানের ধোকায় কেউ ইচ্ছাকৃত।

২৩ শে মে, ২০২২ বিকাল ৪:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিকই বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৫৮

অধীতি বলেছেন: রফিক আজাদের এখটা বক্তব্যে শুনেছিলাম,
মুক্তিযুদ্ধে অসামান্য ভুমিকা রাখার জন্য বঙ্গবন্ধু শিক্ষকদেরকে বলেছিলেন আপনারা কি চান, তা নিয়ে বসুন। জবাবে নাকি অটো প্রমোশন সহ আরো কিছু সুবিধা নিয়েছিলেন। জীবয় বিশ্বিবদ্যালয়ে তাই সবাই অটোপ্রমোশন পায় কোন গবেষণা পত্র ছাপতে হয়না।

২৪ শে মে, ২০২২ সকাল ৮:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেউ পরিশ্রম করতে চায়না।

১২| ২৩ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩০

রানার ব্লগ বলেছেন: সহজ সরল বাংলা "পাই না তাই খাই না"

২৪ শে মে, ২০২২ সকাল ৮:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমাদের ক্ষেত্রে এটা খাটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.