নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

আমরা কি পারবো?

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৬


১৮৮৫ সালে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এবং স্বাধীন ভারতের অনেকটা সময়ধরে নেতৃত্ব দানকারী দল অর্থাৎ ভারতীয় কংগ্রেস দলের নেতৃত্বের পরিবর্তন আসছে। শুধু নেতৃত্বে পরিবর্তনই নয় পরিবারতন্ত্র থেকে বের হচ্ছে দলটি। যেটা সকলেই ইতিবাচক হিসেবেই দেখছে।

বাংলাদেশে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতেকটিতেই পরিবারতন্ত্র বিরাজ করছে। আওয়ামীলীগ, বিএনপি এবং জাতীয় পার্টি কোন দলেই গণতন্ত্র নেই; দলের সভাপতি নির্বাচনে কেউই হাসিনা, খালেদা এবং ততকালীন এরশাদ বর্তমানে জি এম কাদেরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখেনা কেউ করত চাইলেও তার রাজনীতি চির জীবনের জন্য শেষ।

যে দলের ভিতরেই নেই গণতন্ত্র সেই দলগুলো কি করে দেশের গণতন্ত্র রক্ষা করবে? তারাই গণতন্ত্রের কথা বলে, তারাই সুষ্ঠু নির্বচনের কথা বলে! এখন সময় এসেছে পরিবার তন্ত্র থেকে বের হয়ে অন্যদের সুযোগ করে দেওয়ার। হাসিনা, খালেদা এবং জি এম কাদেরের উচিৎ হবে নিজেরা স্বেচ্ছায় সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে গোপন ভোটের মাধ্যমে দলের সভাপতি নির্বাচিত করা।

গান্ধী পরিবার ভারতীয় কংগ্রেস দলের নেতৃত্ব ছেড়ে দিয়ে অন্যদের আসার সুয়োগ করে দিচ্ছে; সেরকম কিছু করতে আমরা কি পারবো?

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৩

রবিন.হুড বলেছেন: জনগণের সচেতন হতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের তৈলবাজী বন্ধ করে সঠিক রাজনীতির চর্চা করতে হবে। সত্যের জয় চিরদিনই হয়।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন তৈলবাজী বন্ধ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২০

জুল ভার্ন বলেছেন: পরিবারতন্ত্র নয়, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব পাওয়া উচিৎ।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জ্বি, যোগ্যতার ভিত্তিতেই নেতৃত্ব পাওয়া উচিৎ।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: জামায়াতে ইসলামী দলে গনতন্ত্র আছে, বামপন্থি ছোট দলগুলিতেও আছে।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যাদের থাকা উচিৎ তাদের মধ্যেই গণতন্ত্র নেই; কি আশ্চর্য বিষয়!

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৪

সোনালি কাবিন বলেছেন: মনে হয় না।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেটাই।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৬

কামাল৮০ বলেছেন: জামায়াত, যে দলটি গনতন্ত্রে আস্থানেই সে দলে গনতন্ত্র থাকে কি করে।জামাত একটি ক্যাডার ভিত্তিক দল।কঠোর শৃঙ্খলিত একটি দল।কিন্তু গনতান্ত্রিক দল না।
আওয়ামী লীগ শতভাগ না হলেও দেশে সর্ববৃহৎ গনতান্ত্রিক দল।এ দলটি গড়ে উঠেছে গনতান্ত্রিক নিয়মে।কমিটি গুলি গঠন হয় নির্বাচনের মাধ্যমে।গনতান্ত্রিক গঠনতন্ত্র আছে।নির্বাচন যেমনই হোক,নির্বাচন ছাড়া ক্ষমতায় আসে নাই।আর্মির ক্ষমতা দখল সমর্থন করে না।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জামাতকে এখানে হিসাবে নেওয়া হয়নি।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: লাস্টের লাইনের উত্তরঃ না।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক বলেছেন।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৬

নূর আলম হিরণ বলেছেন: সেটাই, দলের মধ্যে গণতন্ত্র না থাকলে জাতীয় রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই চর্চা নিকট ভবিষ্যতে এই দেশে দেখা সম্ভব হবে না ।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমারো তাই মনে হয়।

৮| ২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: দেখা যাক, সময়ই বলে দিবে। প্রতিটি মুহূর্তই নীরবে ইতিহাস নির্মাণ করে। আমরা টের পাই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.