নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

কক্ষে নয়, বুথে সিসি ক্যামেরা স্থাপন করলে গোপনীয়তা লঙ্ঘিত হবে।

২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:১৩


তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন : আইনজ্ঞ ও বিশেষজ্ঞদের মতে, ভোটের গোপন কক্ষে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসিয়ে কে কাকে ভোট দিচ্ছেন, তা দেখা মানুষের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। তিনি পরে আবার বলেছে ‘আমার নিজের বক্তব্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণের এবং গণমাধ্যমে সাংবাদিক ও বোদ্ধা ব্যক্তিদের অভিমত হচ্ছে—গোপন কক্ষ গোপন কক্ষই। মানুষ গোপনেই ভোট দেবে, এটি তাঁর অধিকার।’ তিনি আরও বলেন, ‘ক্যামেরা লাগিয়ে কে কোন মার্কায় কাকে ভোট দিচ্ছে, সেটি যদি দেখা হয়, তাহলে তো আর গোপন থাকল না। সেটি আবার অন্যদের দেখানো হয়। তাহলে আইনজ্ঞরা বলছেন সেটি হচ্ছে ‘‘ইনফ্রিঞ্জমেন্ট অব প্রাইভেসি’’ বা ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন।’ সুত্র

এখন প্রশ্ন হলো; ভোটের কক্ষে সিসি ক্যামেরা স্থাপন কি ব্যক্তিগত গোপনীয়তার লংঘন?
একটি ভোট কেন্দ্রের ভোটের কক্ষে একাধিক বুথ থাকে যেখানে মানুষ গোপনে ভোট দেয়। ভোটের কক্ষ আর বুথ কি একই জিনিশ? যদি বুথে সিসি ক্যামেরা স্থাপন করে তবেই না গোপনীয়তা লঙ্ঘিত হবে। উনি জেনে বুঝেই ইচ্ছাকৃত ভাবে এমন কথা বলছেন। :(

নির্বাচন কমিশন কতৃক ভোটের কক্ষে সিসি ক্যামেরা স্থাপন খুবই চমৎকার একটি উদ্যোগ যা অবৈধ প্রবেশকারীদের তথা দল বেধে চাপাতি হেলমেট পার্টিদের নিয়ে ভোট দিলে তাদেরকে চিহ্নিত করা যাবে, ব্যবস্থা নেয়া যাবে।

তবে নির্বাচন কমিশনের এরকম একটি ব্যবস্থা নেওয়া দেখে কেউ যদি ভাবে জাতীয় নির্বাচন এমনই হবে তাহলে তাদের অবস্থা হবে এমন। তাদের সামনে শুধু মুলাই ঝুলবে এবং তা ঝুলতে থাকবে অনন্তকাল। :D

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: " ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনা" -

যে কোন কিছুর ব্যাখ্যা নিজ নিজ স্বার্থেই হয় ( এ আর নতুন আর নতুন তথ্য ;) কি ) মাননীয় মন্ত্রী বাহাদুর।

২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভোট বন্ধ করায় নাকি অধিকার লঙ্ঘিত হয়েছে! জালিয়াতি ভোট নাকি কাম্য ছিল।

২| ২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৮

জুল ভার্ন বলেছেন: হাসাও মাঃ =p~

২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম।

৩| ২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আরো কত কিছু বলবে |-)

২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি চোখ বন্ধ করে সবই বলে যাচ্ছেন।

৪| ২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের সরকার মুলার খুচরা ও পাইকারী ব্যবসায়ি। আর দেশের হাভাতে আম জনতা মুলা ভক্ষক। সমানে সমান।

২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জ্বী তারা পাইকারী ও খুচরা সব ব্যবসায়ি করছে।

৫| ২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩৫

সোনাগাজী বলেছেন:



নির্বাচনে কি ঘটবে, ফলাফল কি হবে, সেই সম্পর্কে আপনার কোন আইডিয়া?

২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যে কোন উপায়ে আওয়ামীলীগ ক্ষমতায় যাবে যদি না যেতে পারে তবে জামাত আওয়ামীলীগের অনেককে হত্যা করবে দোষ হবে বিএনপির।

৬| ২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ইসি কি স্বাধীন না স্বাধীন তা প্রমানের চেষ্টা?

২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইসি নিরপেক্ষ হওয়ার ভান করছে কিন্তু প্রকৃতপক্ষে নিরপেক্ষ হতে পারবেনা দলীয় সরকারী চাকুরেদের কারনে।

৭| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০৩

তানভির জুমার বলেছেন: মিছা কথা কওয়ার জন্য এই মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত। বাংলাদেশে এখন আর ভোট বলতে কিছু নাই, সব জায়গায় দলীয় গুন্ডা দিয়ে নির্বাচন হয়। তারচেয়ে বরং নির্বাচন না দিলেই বেটার। মানুষের টাকা সময় দুটোই বাঁচবে।

২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম সঠিক উপলব্ধি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.