নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

মোসাহেবিপনার শেষ কোথায়?

২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৯


'চাটুকার এর সমার্থক শব্দ তোষামোদি, মোসাহেবি, তেল মর্দনকারি ইত্যাদি ইত্যাদি। যিনি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য সত্য-মিথ্যা, আসল-নকলে মিশেলে উর্ধ্বতনকে তুষ্ট করছেন তিনি তা জেনেবুঝেই করছেন। যাকে তুষ্ট করছেন তিনিও এটা জেনেবুঝে বিষয়টি উপভোগ করছেন এবং আত্মতুষ্টিতে হাবুডুবু খাচ্ছেন এবং চাচুকারকে প্রভূভক্ত কুকুর বানিয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করছেন এবং তাকে দিয়ে নানা ধরনের অপকর্ম করাচ্ছেন।

মানুষের সহজাত প্রবৃত্তি হলো উচ্চাকাঙ্খা, উচ্চলক্ষ্য। সেই প্রবৃত্তিকে চরিতার্থ করতে গিয়ে অহেতুক, অতিরিক্ত বা অনুপস্থিত গুণাবলির প্রশংসা করার মাধ্যমে লাভবান হওয়া আমাদের সমাজের স্বাভাবিক চিত্র যা সমাজের নৈতিক অবক্ষয়ে বহিপ্রকাশ।

সবারই ভালো মন্দ দুই দিকই থাকে। কারো ভালোর পরিমান বেশি কারো মন্দের পরিমান বেশি। বর্তমানে ভালো অর্জনগুলোকে মোসাহেবরা অন্ধকারে নিমজ্জিত করছে।

কে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, কে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, কে শ্রেষ্ঠ রাজা-বাদশা এটা নির্ধারণ করা কি জাতিসংঘের কাজ? আমাদের গন্তব্যের শেষ কোথায়?







ছবি সূত্র : বাংলাদেশ প্রতিদিন ২৪১০২০২২।






মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: চাটুকারিতার বিষয়ে বর্তমাণে বাংলাদেশের রাজনিতীবিদ, সাংবাদিক আর আমলারা সর্বশ্রেষ্ট।

২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নির্লজ্জতার একটা সীমা থাকা দরকার।

২| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩০

সোনাগাজী বলেছেন:



অদক্ষ, শঠ, জালিয়াতরা চাটুকাতিতা করে নিজের স্বার্থ উদ্ধার করে; ইহা আমাদের সমাজের সর্ব লেভেলে ছিলো ও আছে।

২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চাটুকরদের কারণে সমাজের সঠিক অবস্থা বোঝা মুশকিল হয়ে দাড়ায়।

৩| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫০

জুল ভার্ন বলেছেন: ডেল কার্ণেগী তাঁর ` How to win Friends and Influence’ নামক বইতে উল্লেখ করেছেন, “The difference between appreciation and flattery? That is simple. One is sincere. One comes from the heart out; the other from the teeth out. One is unselfish; the other selfish. One is universally admired; the other universally condemned.”

গত ১৫ বছরে চাটুকারিতা, মোসাহেবি করলেই একুশে পদক, স্বাধীনতা পদক পাওয়ার অসংখ্য প্রমাণ আছে। শিক্ষক নামের দুর্বৃত্তরা চাটুকারিতা করেই বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রেজারার পদ বাগায়!

২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবাই যেন মোসাহেবিপনার প্রতিযোগীতায় নেমেছে।

৪| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: ক্ষমতাবানরা চাটুকারিতা পছন্দ করে।

২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শতভাগ সঠিক কথা।

৫| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩৪

সোনাগাজী বলেছেন:




আপনি 'চাটুকারিতা' করেন কিনা, সেটা বের করার জন্য আপনার কিছু মন্তব্য দেখলাম; দেখলাম, আপনিও চাটুকারিতা করেন।

২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একটা তো সীমা থাকা দরকার।

৬| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫২

সোনাগাজী বলেছেন:


সমস্যা হচ্ছে, বাংগালীরা নিজের সমস্যা বুঝতে পারেন না; আপনি নিজেই চাটুকরাীতা করেছেন মন্তব্যে, এখন অন্যদের সমালোচনা করছেন।

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যদি আমি বলি, ব্লগে সোনাগাজী চমৎকার লেখেন খুবই চমৎকার লেখেন তাহলে কি সেটা চাটুকারীতা হবে? এই চাটুকারীতায় কি আপনি আমেরিকা থেকে আমাকে ডলার পাঠিয়ে দিবেন নাকি গাড়ী বাড়ী করে দিবেন? নাকি আমার পিঠে দুই ঘা পড়লে আপনি আমাকে উদ্ধার করার জন্য ছুটে আসবেন? কিছুই দিবেননা কিছুই করবেন না কারণ এটা কোন চাটুকারীতা নয় এটা আপনাকে লেখায় উৎসাহ দেওয়া। একজন কোন কিছু নয় অথচ সেটা বলে কোন ফন্দি ফিকির উদ্ধার করা হলো চাটুকারীতা।

জাতিসংঘ কি শ্রেষ্ঠ প্রধান মন্ত্রীর সনদ দেয়? এইটা হলো চাটুকারীতা। এগুলো বলে কোন ধান্ধা, ফন্দি ফিকির উদ্ধার করা মতলব; প্রকৃত পক্ষে ইহা চাটুকারীতা।

৭| ২৪ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

জগতারন বলেছেন:
সোনাগাজী
সাহেবের মন্তব্য মন্তব্য যেন একটা .।

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১৪

অর্ক বলেছেন: বিষয়ের এতো অভাব হয়েছে ভাই! পেয়ারের এই পোস্টার নিয়ে ব্লগ মাতাতে চান?

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রিয় ভাই ব্লগ মাতানোর কিছু নেই শুধু বলতে চেয়েছি চাকুকারীতার স্বরূপ কেমন।

৯| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০৭

কামাল৮০ বলেছেন: সত্যিকারের প্রশংসা কিন্তু চাটুকারিতা না।আপনি কোন মানদন্ডে নির্ধারণ করবেন কোনটা চাটুকারিতা আর কোনটা চাটুকারিতা না।

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ সত্যিকারের প্রশংসা চাটুকারীতা না। সত্যিকারের প্রশংসা কাজে উৎসাহ বাড়ায়।

১০| ২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:২০

বিটপি বলেছেন: জাতিসংঘ শেখ হাসিনাকে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ঘোষনা করল আবার কবে?

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমারো জানতে ইচ্ছা করছে। কবে থেকে জাতিসংঘ এই কাজ শুরু করলো।

১১| ৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:১৬

প্রামানিক বলেছেন: চাটুকারিতা দিন দিন বেড়েই চলছে

৩১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রামানিক ভাই আপনি ঠিকই বলেছেন, চাটুকারিতা দিন দিন বেড়েই চলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.