নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধার কোমরে দড়ি বাধা ও হাতকড়া পরানো যায়

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৩


আপনি জীবনে সবই অর্জন করতে পারবেন কিন্তু "বীর মুক্তিযোদ্ধা" এই শব্দ দুটি শত চেষ্টা করেও অর্জন করতে পারবেন না। কারণ সেই সুযোগ আর আপনার কাছে নেই এবং আসার সম্ভাবনাও নেই; এ সুযোগ এসেছিল একবারই সেটা ১৯৭১ সালে। যারা নিজ পরিবার পরিজন রেখে শত দুঃখ-কষ্ট যন্ত্রণা সয়ে দেশমাতৃকার স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন তারাই জাতির বীর সন্তান "বীর মুক্তিযোদ্ধা" ।

অপরাধ করলে শাস্তি পেতে হবে কেউই আইনের উর্ধে নয়। সমাজে আমরা অনেক অসংগতি দেখি; সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ক্ষেত্র বিশেষে কদাচিৎ আইনের আওতায় আসলেও তাদের থাকেনা হাতকড়া অথবা কোমরে দড়ি, তারা থাকে রাজকীয় হালে। অনেক সময় দেখা যায় বড় কর্তা অথবা নেতার সংগে বিভিন্ন অনুষ্ঠানে গলাগলির ছবি-সেলফী। পক্ষান্তরে এক "বীর মুক্তিযোদ্ধার" কোমরে দড়ি ও হাতকড়া দেখলাম। তার বড় অপরাধ তিনি বিরোধী পক্ষের রাজনীতির সংগে জড়িত।

ওসি সাহেব তার (মুক্তিযোদ্ধার) গায়েবী অপরাধ টের পেলেন অথচ তিনি যে একজন "বীর মুক্তিযোদ্ধা" সেটি টের পেলেন না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে রাজনৈতিক পরিচয় যদি বিরোধী পক্ষ অর্থাৎ বিএনপি হয় তাহলে মুক্তিযোদ্ধার কোমরে দড়ি বাধা ও হাতকড়া পরানো যায়!

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭

রানার ব্লগ বলেছেন: বর্তমান প্রজন্মের কিছু মানুষের কাছে মুক্তিযোদ্ধাদের নিয়ে তামাশা করা তাদের অপমান করাটা এক ধরনের এন্টারটেইনিং বিষয়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: লেবুর মতো বেশি কচলাতে গিয়ে তেতো হয়ে গেছে।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৩

নতুন বলেছেন: পরে এ বিষয়ে জানতে চাইলে ওসি জানান, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বিষয়টি তাঁর জানা ছিল না।’ X((

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি গায়েবী মামলার বিষয়ে ভালো জানেন।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে আমি কোনো কিছুতেই অবাক হই না। বাংলাদেশ হচ্ছে সব সম্ভবে দেশ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবকিছুই সম্ভব।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অত্যন্ত দু:খজনক ঘটনা । তবে এমনটা হওয়া অস্বাভাবিক বা নতুন কিছু না । ভুলে গেছেন প্রতারণার শিকার মুক্তিযোদ্ধার আত্মহত্যার কথা ? ভুলে গেছেন মুক্তিযোদ্ধাকে কি চাকরের কাজ করাবার কথা ? এ দেশে সব হয় ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কোন কিছুই ভুলিনাই। এখানে সবই সম্ভব।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৮

জুল ভার্ন বলেছেন: সত্যিকারের বীর মুক্তিযোদ্ধাদের নিয়তি!

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেটাই।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০২

আলমগীর সরকার লিটন বলেছেন: এটাই নিয়তি আগামীদিনের সম্ভবনা সময়-------

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেউ আইনের বাহিরে নয় কিন্তু মাঝে মাঝেই দেখি সান্ত্রাসীরা নেতা নেত্রীদের সংগে সেলফী।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩২

কামাল১৮ বলেছেন: কেহই আইনের উর্দ্ধে হয়।এটাই সভ্য দেশের রীতি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেউ আইনের উর্ধে নয় এই কথাটিই বড় মিথ্যা কথা।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২২

নেওয়াজ আলি বলেছেন: পোড়া কপাল মুক্তিযোদ্ধার

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মুক্তিযোদ্ধাদের সম্মান করা উচিত কিন্তু তাদের গোষ্টী পরমপরা সুবিধা দেওয়া আমার অপছন্দ।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৮

Ml Ali বলেছেন: "অজ্ঞতাই সকল ভূলের মূল।"
সূফী সাধক আনোয়ারুল হক।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩১

নিমো বলেছেন: মুক্তিযোদ্ধা হলেই কি ধোয়া তুলসি পাতা ? এই ব্লগেইতো দুই মুক্তিযোদ্ধা দাবিকারি অনবরত নিম্ম বুদ্ধিবৃত্তিক আচরণ করে বিরক্তির জন্ম দিচ্ছেন। সেজন্য কি তাদের আলাদা করে পুরস্কৃত করতে হবে ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অন্যায় করলে শাস্তি হবে সেটাই স্বাভাবিক কিন্তু আমরা মাঝে মধ্যে দেখি চোরগুন্ডারা রাজার হালে তাদের লোমও কেউ ধরতে পারেনা; কষ্টটা সেখানেই।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:১১

পন্নি নদীর পুত্র বলেছেন: আমরা সবাই পক্ষপাত পছন্দ করি।অবাক হওয়ার কিছু নেই

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সত্যকথা।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:১০

জ্যাক স্মিথ বলেছেন: মাঝে মাঝে মনে হয় পাগল ছাগলে ভরে গেছে দুনিয়া!! পুলিশের কাছে কি হাতকড়া নেই? গরুর দড়ি দিয়ে মানুষ বাঁধতে হবে কেন? এ কোন দুনিয়ায় বাস করতেছি আমরা!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অন্যায় করলে শাস্তি হবে সেটাই স্বাভাবিক কিন্তু আমরা মাঝে মধ্যে দেখি চোরগুন্ডারা রাজার হালে তাদের লোমও কেউ ধরতে পারেনা; কষ্টটা সেখানেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.