নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টির সীমানার বাহিরে

১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৭

প্রবল বেগে আঘাত করে মনের অতল গভীরে, বিন্দু বিন্দু জল চোখের কোনায় জমা হয়ে অঝোর ধারায় গড়িয়ে পড়ে; অসহ্য যন্ত্রনা পরিনত হয় অসহায়ত্ব কিছু করতে না পারার অসহায়ত্ব। মর্গের ফাঁক গলে শুন্যদৃষ্টিতে বাবার মরদেহের প্রতি তাকিয়ে অথচ ক'দিন আগেই যে বাবা ছিল আশা, আকাঙ্খা, চাওয়া, পাওয়া ও নির্ভরতার উৎস। নিমিষেই শেষ হয়ে যায় স্বপ্ন। একটি আশা, একটি স্বপ্ন, একটি ভবিষ্যত সবই এখন দৃষ্টির সীমানার বাহিরে; কয়েকদিন আগে যা ছিল দৃষ্টির সীমানায়।



ছবিটি মৃত জালাল উদ্দিনের মেয়ে জান্নাতুল বাকিয়া মরিয়ম এর।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক আবেগময় প্রকাশ

১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কত অসহায়ত্ব প্রকাশ পেয়েছে মেয়েটির চোখে। বাবার স্থান পূরণ হবার নয়। সামনে শুধুই অন্ধকার আর অন্ধকার।

২| ১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সকালেই কষ্টের কথামালা। বাচ্চাটিকে শোক সইবার ক্ষমতা আল্লাহ তাআলা দিন

১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাচ্চাটির চোখ যেন কথা বলছে; অব্যক্ত কথামালা যেন চোখেই প্রকাশ পাচ্ছে।

৩| ১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৮

শাওন আহমাদ বলেছেন: আহারে জীবন! আহা জীবন

১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ক'দিন আগেই জীবনটা ছিল ভরপুর এখন শুধুই হাহাকার!

৪| ১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১০

শাওন আহমাদ বলেছেন: এটাই নির্মম সত্য

১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভাবতেই কষ্ট লাগে! :(

৫| ১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এই কষ্টের কোন শেষ নেই। আল্লাহ যেন শিশুটির সহায় হন।

১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অব্যক্ত কথামালা যেন বাচ্চাটির চোখ দিয়ে প্রকাশ পাচ্ছে।

৬| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩

শিশির খান ১৪ বলেছেন: ভাই ,সামুর ব্লগাররা সবাই ফিলিস্তিন আর ইসরাইল নিয়া ব্যাস্ত।এই সব অপ্রিয় সত্য এদের দেখায়া লাভ নাই এরা দেইখাও না দেখার ভান করবে।

১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একবার বাচ্চাটির চোখের দিকে তাকিয়ে দেখেন এই শুন্যতার কি শেষ আছে?

৭| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: ছবিটা আমাকে ভীষন কষ্ট দিয়েছে।

১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সত্যিই কষ্ট দায়ক।

৮| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৪

শেরজা তপন বলেছেন: লিঙ্ক না দিয়ে বিষয়টা নিয়ে এখানে একটু আলোচনা করে ভাল হত।

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ আলোচনা করা যেত। বাচ্চাটির চোখের দিকে তাকিয়ে আমার ভিতরটা কেমন যেন কষ্টে মোচড় দিয়ে উঠে।

৯| ১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫২

Edwin Whitfield বলেছেন: a cruel trut। Skibidi Toilet

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: Yes, cruel truth.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.