নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

ইসকন আর হিন্দু এক না; হিন্দুরা কেন ইসকনকে সমর্থন করছে?

২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৪



সকল ধর্ম-বর্ণে শিশু বলাৎকার হলো নিষিদ্ধ।তারপরও ইসকন নেতা চিন্ময় প্রায় সময় শিশুদের সাথে বলাৎকার ও নারীদের সঙ্গে যৌন কাজে লিপ্ত থাকে।এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে তিনি এই কাজে লিপ্ত। এ কারণে তাকে ইসকন থেকে বিভিন্ন সময় সতর্কও করা হয়। এতে বলা হয়- কোনো শিশু বা ১৮’র নিচে কোনো মেয়েদের সঙ্গে তিনি সংস্পর্শে আশতে পারবেন না। এছাড়া নারীদের সঙ্গে রাত্রীযাপন ও দিনের বেলায় সংস্পর্শে আশতে পারবেন না।

আশিষ কুমার দাস নামে একজন ফেসবুকে লিখেছেন -- চিন্ময় কবে দেশের নেতা হলো। তিনি কি দেশের কোনো ভালো কাজ করেছে। বরং তিনি চান দেশে একটা দাঙ্গা লাগাতে। আর দাঙ্গা লাগলে কি আমাদের জন্য ভালো হবে। এটা হলে আমাদের জন্যই খারাপ হবে। পরে আমরা দেশে থাকতে পারবো না। যা ১৯৭১ ও ১৯৪৭ সালে আমরা দেশে তাখতে পারেনি। আমরা চাই সবাই সুখে শান্তি থাকুক।

সুবাশিষ কর্মকার নামে একজন লিখেছেন -- আমরা কোনো বাটপার ও সন্ত্রাস চিন্ময়ের সঙ্গে কোনো সময় ছিলাম না বরং এখনও নাই। আমরা চাই ইসকন থেকে তাকে স্থায়ী বহিষ্কার করা হোক।

শিশির নামে একজন লিখেছেন -- চিন্ময়ের মতো লোক দেশ ও জাতির জন্য কোনো সময় ভালো কিছু বয়ে আনবে না। আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তার কারণে আমাদের হিন্দু ধর্ম ভাই-বোনদের অসম্মান।


এখনই উপযুক্ত সময় ইসকন তথা চিন্ময় গংদের নিষিদ্ধ করা। জনগন সরকারের পাশে আছে এবং থাকবে।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪০

অগ্নিবেশ বলেছেন: আমি এখানে মুসলমানদের সাপোর্ট করছি। এই ইসকনের লোককে কি শ্রীকর্ৃশষ্ণ শ্রীঘর যাওয়া থেকে বাচাতে পেরেছে? পারেনি, এর থেকে প্রমান হয়ে যায় এই ধর্ম মিথ্যা। বলে ঠিক কি না।

২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার সংগে আমি একমত না। ধর্ম চিরন্তন ধার্মিকেরা (মুষ্টিমেয়) ভয়ঙ্কর; মুষ্টিমেয় কয়েকজনের জন্য ধর্মকে দোষারোপ করা ঠিকনা।

২| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫১

পবন সরকার বলেছেন: ব্রাহ্মণ্যবাদ এবং ইসকনের মধ্যে অনেক তফাৎ আছে

২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইসকনের সৃষ্টি আমেরিকায় হিন্দু ধর্মের সৃষ্টি ভারতে তাহলে ইসকন কি করে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে?

৩| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১০

অরণি বলেছেন: বাংলাদেশের হিন্দুরা সন্ত্রাসী নয় কিন্তু ইসকন সন্ত্রাসী; ইসকন হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেনা। কিছু উগ্রপন্তী ইসকনে যোগ দিয়েছে।

২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সংগতে কারনেই ইসকন হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেনা। ইসকন মানে হিন্দু নয়।

৪| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৬

সৈয়দ কুতুব বলেছেন: ইসকন কে নিষিদ্ধ করার পক্ষে নই। কারণ এটা আমেরিকার রেজিস্ট্রার্ড সংগঠন! বাংলাদেশের আইনে প জংগীবাদ কাকে বলে ইহা ক্লিয়ার নয়। সাধারণ মানুষের তুলনায় বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল গুলো ইসকন কে নিষিদ্ধ করার কথা বলছে যা বাইরের সুপার পাওয়ার গুলোকে বুঝাতে পারবে না। চিটাগাং শহরে হেফাজতে ইসলাম স্লোগান দিয়েছিল 'এক একটা ইসকন ধর, ধইরা ধইরা জবাই কর' যা ভারতের মিডিয়ার বদৌলতে সবাই দেখেছে। এছাড়া বগুড়া ও নারায়নগঞ্জে লালন মেলা ও সাধু সমাবেশ জোর করে বন্ধ করে দিয়েছে হেফাজত ও বিএনপির নেতারা। এগুলো সারা বিশ্বে প্রচার করছে। অন্যদিকে ইসকন কারো ধর্ম পালনে বাধ্য করছে না।

ইসকন সংগঠন কে ব্যবহার করছে চিটাগাং এমপি নওফেল! দুঃখের বিষয় সরকার নওফেল কে ধরতে পারে নাই। আওয়ামী লীগের ২০০/৩০০ বিগ ফিশ কে সরকার দেশ থেকে চলে যেতে সাহায্য করেছে। এখন তার মাশুল গুনছে!

২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সিংগাপুরে ইসকনের সবধরনের কর্মকান্ড নিষিদ্ধ। সিংগাপুরের উপদাহরণ টেনে আমরাও নিষিদ্ধ করতে পারি। আন্তর্জাতিক সংগঠন বলে কী অন্যায় করলে পার পাওয়া যাবে?

৫| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাংলাদেশ হতে ইসকনকে নিষিদ্ধ করা হোক

২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবশ্যই ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

৬| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৭

নান্দাইলের ইউনুছ বলেছেন:




আপনি ইসকন ব্যান করতে বলছেন।

কিন্তু হেফাজতকে ব্যান করতে বলছেন না কেন?

হেফাজত কি এমন ভালো জিনিস?

২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জাতীয় পতাকার ওপর হেফাজত তাদের পতাকা লগিয়েছে কী?

৭| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৪

জুল ভার্ন বলেছেন: ইসকনের একমাত্র পরিচয়- ওরা সন্ত্রাসী।

২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদম ঠিক কথা। ওরা হাসিনাকে যেকোন মূল্যে রক্ষা করবে।

৮| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৯

জ্যাকেল বলেছেন: ইসকন একটি জংগি সংগঠন লেড বাই ইন্ডিয়ান র।

২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপামোর জনগণ সেটাই বলছে।

৯| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: ইসকান কি করেছে? ওদের তিনটা দোষের কথা বলুন।

২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি বস্তুবাদী আপনি ইসকনের সাগরেদ হতে পারেন; ভালো হবে। চলে যান চিন্ময়ের কাছে, শুনেছি চিন্ময় দক্ষ বলাৎকার।

১০| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

অপু তানভীর বলেছেন: দেশের বেশির ভাগ হিন্দু এসবের সাথে নেই । এর সাথে রয়েছে আওয়ামী হিন্দুরা । এরা মাইর দিতে গেলে আওয়ামীলীগ আর মাইর খাইলেই হয়ে যায় সংখ্যালঘু । অন্য সব টার্মকার্ড ফেইল করেছে এখন আওয়ামীলীগ সংখ্যালঘুর টার্ম কার্ড খেলতেছে। এটাও সম্ভবত ফেইল করতে যাচ্ছে।

সাধারণ হিন্দুরা এই দেশকে ভালোবাসে । এটা নিয়ে আমার কোন সন্দেহ নেই । আমি খেয়াল করলেই দেখবেন যে আওয়ামীলীগের সাথে জড়িত নয় এমন সবাই ধর্মের মানুষই হাসিনার পতনের পক্ষে ছিল ।

২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শতভাগ সত্যকথা বলেছেন। অধিকাংশ হিন্দুই দেশপ্রেমীক শুধু আম্লিগ ছাড়া। ইসকনের মধ্যে মোসলমান আম্লিগও হিন্দু হয়ে আন্দোলন করছে।

১১| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২১

মেঘনা বলেছেন: ইসকন কে সন্ত্রাসী, জঙ্গি, বলাৎকারী, ভারতের দালাল, হাসিনার দালাল....... বলা হচ্ছে। কিন্তু কোন প্রমাণ নেই। কারণ একটাই এরা হিন্দু।
বাংলাদেশের মুমিনরা হিন্দুদের কি পরিমাণ ঘৃণা করে - এটা তার জলন্ত উদাহরণ।
-

২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেক প্রমান আছে। অযথা তুমি এখানে ল্যাদাতেছো কেন?

১২| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

জটিল ভাই বলেছেন:
সব অন্যায়ের বিচার হোক।

২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবশ্যই সব অন্যায়ের বিচার হতে হবে।

১৩| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২৫

রাকু হাসান বলেছেন:

সনাতনীদের মাঝে ইসকন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। একটি বিরাট হিন্দু জনগোষ্ঠী ইসকনের কার্যক্রমে খুশি নয় । বহু সাধু,সন্নাসীরা ইসকন ছেড়েছেন বহু আগে। তাই বলে তাদের অনুসারিও কম নয় । মহাকাল নামক এক হিন্দু সাধু কেন ইসকন ছাড়লেন সে বিষয়ে বিস্তর আলোচনা করেছেন , এবং সনাতনীরা নিজ নিজ বক্তব্যও দিয়েছেন।

মহাকাল কেন ইসকন ছাড়লেন

২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যারা অর্জিনাল হিন্দু তারা কেউই ইসকনকে পছন্দ করেনা।

১৪| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৩৮

রাকু হাসান বলেছেন:

মেঘনা বলেছেন: ইসকন কে সন্ত্রাসী, জঙ্গি, বলাৎকারী, ভারতের দালাল, হাসিনার দালাল....... বলা হচ্ছে। কিন্তু কোন প্রমাণ নেই। কারণ একটাই এরা হিন্দু।

শুধু পরিচয়ে হিন্দুদের উপর নির্যাতন হয় কিংবা হচ্ছে -ধারণাটি ভুল।আজ পর্যন্ত এমন ঘটনা শুনিনি,শুনা মাত্রই এর প্রতিবাদ করবো নিজেই।
কিছু ঘটনা ঘটে নি তাও অস্বীকারের সুযোগ নেই । হাসিনার দালাল বলার বড় কারণ এই স্বৈরাচারের সবচেয়ে বড় বেনিফিসারি অনেক হিন্দু ,তাদের গা বাঁচাতে কেউ কেউ এখন সংখ্যা লঘু কার্ড ব্যবহার করছে। ভারতের বিজেপি হিন্দুত্ববাদ নিয়ে রাজনীতি করে , বাংলাদেশে আওয়ামী লীগ । তাদের বুঝা উচিত দুই দলের মাঠে ফুটবল হিন্দুরা ,যদিও অনেক সনাতনী খুব সচেতন এই বিষয়ে । এই রাজনৈতিক বাস্তবতা বুঝতে দার্শনিক হওয়ার প্রয়োজন নেই । ধর্মভিত্তিক রাজনীতি উগ্রতা ছড়ায় । সেটা হোক হিন্দুত্ববাদ ,উগ্রবাদ, কিংবা জঙ্গি, কোন দেশ বা ধর্মের জন্য ভালো কিছু বয়ে আনবে না । আমাদের উচিত এসব বিষয়ে সচেতন হওয়া ।

২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন। চিন্ময় সরাসরি হাসিনাকে ক্ষমতায় রাখার ঘোষনা দিয়েছিল তার ভিডিও আছে। সে একজন বলাৎকারী তার প্রমানও আছে।

১৫| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১:০০

আনু মোল্লাহ বলেছেন: ধার্মিক হিন্দুদের উচিত ইসকনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। যাতে ধর্মকে ব্যবহার করে ইসকন কোন অপকর্ম করতে না পা্রে।

২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যারা অর্জিনাল হিন্দু তারা কেউই ইসকনকে পছন্দ করেনা। এখন তাদের এগিয়ে আসতে হবে প্রতিবাদ করতে হবে ইসকনের বিরুদ্ধে।

১৬| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:১৩

নান্দাইলের ইউনুছ বলেছেন:


সবচেয়ে বড় রাষ্ট্রদ্রোহী হচ্ছে জুলাই বিপ্লবের সাগরেদরা।

২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেটা নাদাল্যার উনুছের কাছে হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.