নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
ভারত ইদানীং ভিসা দিচ্ছেনা; তারা ভিসা না দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে চায়! তাদের করদ রাজ্য হাতছাড় হওয়া খুবই নাখোশ, এতোই নাখোশ যে মোদী মিডিয়া দিনরাত বয়ান দিচ্ছে এই দেশে একটি হিন্দুও অবশিষ্ট নেই, তারা কোন না কোন ভাবে নির্যাতিত হচ্ছে অর্থাৎ হিন্দু বলতে বাংলাদেশে আর কিছু অবশিষ্ট নেই। জোঁকার ময়ূখ রঞ্জন নেচেকুদে পেটের বর্জ্য মুখ বের করছে, ওদিকে আবার গেরুয়ারা সেই বর্জ্য গোগ্রাস গিলছে! কেন গিলবেনা (?) কারণ গোবর ও গোমূত্রেই তাদের বিশ্বাস অন্য কিছুতে নহে!
হিন্দুরা ভগবানের সান্নিধ্য পেতে মন্দিরে যেতো ইদানীং ভারতীয় হিন্দুরা (সবাই না) মসজিদের নীচে, মাজারের নীচে ভগবান খুঁজছে। কোর্টের ঘাড়ে বন্দুর রেখে মুসজিদ ও মাজারের নীচে ভগবান খুঁজেও পাচ্ছে, কী আশ্চর্য? তাদের বিশ্বাস করে গরু তাদের মাতা। গরু তাদের দুধ দেয়, গোবর দেয়, মূত্র দেই যা সবই তারা খায়; এটা তাদের বিশ্বাসের ব্যাপার কিন্তু অন্য সংখ্যালঘুদের বিশ্বাস থাকতে নেই যেমন মুসলিমরা গরুর মাংস খায় সেটা তারা মানবেনা। গো পরিবহণ, গোমাংস রাখা, গোমাংস খাওয়ার জন্য তারা শত শত মানুষকে পিটিয়ে, পুড়িয়ে মেরেছে। তে মানুষ মেরেছে তার কোন ইয়াত্তা নেই কারণ সেগুলোর সঠিক তথ্য আসেনা, পুলিশ, সাংবাদিক, আইনজীবি, বিচারক সবাই একই বিশ্বাসে বিশ্বাসী।
আসার কথা হলো এখনো অনেক ভারতীয় আছেন যারা অনেক উদার, প্রতিবেশীর সংগে বন্ধসুলভ এবং অন্ধ বিশ্বাসে বিশ্বাসী নয়। তারা ছোট প্রতিবেশী রাষ্ট্রকে সম্মান করে মর্যাদা দেয় এবং তাদেরকে করদ রাজ্য মনে করেনা।
ভারত ভিসা বন্ধ করায় আমাদের লাভই হয়েছে ক্ষতি হয়েছে কম। ভারতের পর্যটন খাতের প্রায় ২২ শতাংশ বাংলাদেশী পর্যটক। ভারত পর্যটনখাত থেকে প্রতি বছর আয় করে প্রায় ২ লাখ কোটি রুপি যার একপঞ্চমাংশ অর্থাৎ প্রায় ৪০ হাজার কোটি আয় করে বাংলাদেশ থেকে। এই বিশাল অংকের টাকা বেঁচে যাবে বাংলাদেশের উন্নয়ন হবে, বাংলাদেশের চিকিৎসা খাতের উন্নয়ন হবে। অভ্যান্তরীণ ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হবে।
সুতরাং ভিসা বন্ধ করায় ভারতকে ধন্যবাদ দেয়া যেতেই পারে। এবিষয়ে আপনাদের ভাবনা মন্তব্যের ঘরে তুলে ধরুন।
০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:০৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারতই বাণিজ্যে সুবিধাজনক অবস্থায় আছে। পিঁয়াজ চাল ডাল অনেকে দেশ থেকেই আনা সম্ভব কিন্তু ওদের এমন ভাব যেন আমাদেরকে ফ্রি খাওয়াচ্ছে?
২| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: ভারতের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করা ভুল হবে। বিরাট ভুল।
০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:০৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সম্পর্ক তো আমরা নষ্ট করছিনা ভারতই নষ্ট করছে। বিভিন্ন ভুয়া মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমাদের বিরুদ্ধে। নতজানু বাদ দিয়ে সাম্যের কথা ভাবেন।
৩| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৫
নাহল তরকারি বলেছেন: বাংলাদেশের মানুষ ভাবে যে,, ভারতীয়রা নিজেদের ফায়দার জন্য আমাদের ব্যাবহার করেছে। এটা কি সত্যি?
০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেকাংশেই সত্যি। প্রতিটি চুক্তির ক্ষেত্রেই তারা তাদের পক্ষে করিয়ে নিচ্ছে আমাদেরকে ব্যবহার করে। আমরা যারা দালাল তারা ভারতের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে।
৪| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০২
জুল ভার্ন বলেছেন: এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য শাপে বর।
০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমিও তাই মনে করি এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য শাপে বর।
৫| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৪
রাকু হাসান বলেছেন:
পর্যটনের টাকা অন্য দেশে চলে যাবে ,খুব কম অংশই দেশে থাকবে । নেপাল,ভূটান,থাইল্যান্ড,পাকিস্থানে এখন যাচ্ছে বাংলাদেশীরা ।ভিসা বন্ধ করে দিয়ে সমাধান আসবে । দুই দেশের উচিত কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ বাড়ানো । উভয়ের ভালো হবে ।
০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলাদেশ সবসমই চাই দুদেশের সম্পর্ক ভালো থাকুক কিন্তু ভারত তা চায়না তারা হাসিনার সংগে শুধু সম্পর্ক রাখতে চায়; তারা আমাদের দেশ ও জনগনের চেয়ে হাসিনাকেই বেশি প্রাধান্য দেয় ইহা কোন ভাবেই ভালো লক্ষণ না।
৬| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারত কখনোই তার ছোট প্রতিবেশীকে সমমর্যাদার চোখে দেখেনা তারা চীন এবং পাকিস্থানকে গণনায় ধরে অন্যগুলোকে করদ রাজ্য মনে করে।
০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারত হাসিনার পতন সহ্য করতে পারছেনা তাই অনেকগুলো ফ্যাসাদ বাধানো চেষ্ট করে সফল হয়নি এবার চিন্ময়কে বেছে নিয়েছে বাংলাদেশে দাঙ্গা বাধানোর জন্য এবঙ সেই সংগে ভয়ানকভাবে অপপ্রচার চালাচ্ছে।
৭| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৩
প্রত্যাবর্তন@ বলেছেন: নিজের ক্ষতি করে পরের যাত্রা ভংগ করার মত আর কী !
০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম তাই।
৮| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৭
পদ্মপুকুর বলেছেন: সারাবিশ্বে ভারত অসংখ্য সিইও দিয়েছে, বিষয়টা নিশ্চয় গর্বের। একই সাথে ভারতকে আঞ্চলিক সমতা ও ন্যায্যতার দিকেও দৃষ্টি রাখতে হবে। তাহলেই বন্ধু রাষ্ট্র পাওয়া যাবে। অন্যথায় বড় বড় বাতেলাই ছাড়া যাবে কেবল, কাজের কাজ কিছুই হবে না।
আর যাই হোক, বাংলাদেশের মানুষ অর্থনৈতিক বিষয়ে ভারতের চেয়ে উদার আছে। ভারতে না গেলে সে সিঙ্গাপুর যাবে, থাইল্যান্ড যাবে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে যাবে চিকিৎসা নিতে। কিন্তু বাংলাদেশের রোগীদের আগ্রহের কথা বিবেচনায় নিয়ে ভারতের যে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেছে, সেগুলোর কি হবে?
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৮
নতুন বলেছেন: ভারত বাংলাদেশে ১৯ বিলিওন ডলার রপ্তানি করে । এটার বিকল্প বাজার দ্রুত সৃস্টিকতা কঠিন।
আমাদের সরকার উচিত দ্রুত ভারতের পন্যের বিকল্প বাজারের ব্যবস্থা করা।