নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত

০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২৪




বিশ্বে সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানো দেশের তালিকার শীর্ষস্থানে রয়েছে ভারত। মাইক্রোসফটের সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। সমীক্ষার ফলাফলে দেখা গেছে, বিশ্বে সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়ায় ভারত।

মাইক্রোসফটের জরিপের তথ্য অনুযায়ী, ৬০ শতাংশেরও বেশি অনলাইনে ভুয়া খবরের মুখোমুখি হতে হয়েছে, যেখানে এ হারের বৈশ্বিক গড় ৫৭ শতাংশ।


এদিকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ২০২৪ গ্লোবাল রিস্ক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মিথ্যা তথ্য (ডিসইনফরমেশন) এবং ভ্রান্ত তথ্য (মিসইনফরমেশন) ভারতে বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৩৪টি সম্ভাব্য ঝুঁকিযুক্ত দেশের মধ্যে ভারত রয়েছে শীর্ষস্থানে। সংক্রমণজনিত রোগ, অবৈধ অর্থনৈতিক কার্যক্রম, অর্থনৈতিক অসমতা এবং শ্রম সংকটের মতো বিষয়গুলোকেও এই ঝুঁকি ছাড়িয়ে গেছে।

মন্তব্য ১০ টি রেটিং +১০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৭

জেনারেশন৭১ বলেছেন:


আপনার পোষ্টের ছবিতে যেই ইংরেজী বাক্যটা আছে, সেইটার অর্থ কি "False information ছড়ানোর ( বা তৈরি করার ) দেশ হিসেবে ভারতে বলা হয়েছে; নাকি, False information'এর ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাব্য দেশ হিসেবে ভারতকে দেখানো /বলা হয়েছে"?

০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মিথ্যা তথ্যের জন্যই আজ ভারতে বাংলাদেশে নিয়ে যুদ্ধ যুদ্ধ ভাব। False information'এর ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাব্য দেশ হিসেবে ভারতকে দেখানো হয়েছে? এই False information টা কী আকাশ থেকে এলিয়ে নিয়ে আসবে? এই False information তারাই তৈরী করেছে বা করছে।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারত হলো মিথ্যা খনি।

০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বৈশ্বিক পরিসংখান তাই বলে।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০২

অরণি বলেছেন: যত আকাম কুকামের দেশ ভারত। ভারত যদি তাদের প্রতিবেশীদের সংগে সুসম্পর্ক রাখতো এবং তাদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতো তাহলে আজ সুপার পাওয়ারে পরিনত হবে।


তবে আশার কথা হলো ভারতে এখনো কিছূ ভালোলোক আছে যারা সত্যিই মানবিক।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

জেনারেশন৭১ বলেছেন:



আপনি ইংরাজী বুঝেন না, ভারতের পজিশন বুঝেন না; ব্লগে ভারতের সাথে যুদ্ধ করছেন আপনারা কয়েকজন। আমার ধারণা, আপনি বরাবরই গার্বেজ লিখে আসছেন।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


ভূয়া তথ্য বেশি মানুষের দেশেই তো প্রযোয্য।আমাদের দেশে সঠিক তথ্য কারা দেয়?

৬| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

জুল ভার্ন বলেছেন: শুধু অপপ্রচারেই নয়, সকল অপকর্মের গুরু হলো ইন্ডিয়া।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৩

কামাল১৮ বলেছেন: যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের বক্তব্য শুনেছেন।সারা বিশ্বেই নিন্দার ঝড় বইছে।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১৭

রাজীব নুর বলেছেন: ভুয়া তথ্য আমাদের দেশে কি কম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.