নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
চীন ভারতে ১১৭ বিলিয়ন ডলারের প্রোডাক্ট রপ্তানি করে অর্থাৎ ভারতের টোটাল আমদানির ১৫% আসে চীন থেকে অথচ চীন লাফালাফি করেনা যে তারা ভারতকে এই দেয় সেই দেয়, চীন না দিলে ভারতে না খেয়ে মরবে ইত্যাদী ইত্যাদী। বাংলাদেশের টোটাল আমদানির ১২% আসে ভারত থেকে। কিন্তু ভারতীয়রা লাফালাফি করে যে তারা বাংলাদেশকে এই দেয় সেই দেয়; আপনি তো কোন কিছু ফ্রী দেন না। এখন আপনাদের লজিক যদি মেনেও নেই তাহলে এটা দাঁড়ায় চীন ইন্ডিয়া কে ১১৭ বিলিয়ন ডলারের প্রোডাক্ট ভিক্ষা দেয়। চীন পণ্য না দিলে ভারত না খেয়ে মরবে!
বেশিরভাগ ভারতীয়দের গোবর মিডিয়া/গদী মিডিয়া দেখতে দেখতে fake pride জন্মেছে, তাদের ethics আর morality হারিয়ে যাচ্ছে। ভারত বাদে বাকি সাউথ এশিয়ার দেশগুলোর জনসংখ্যা যোগ করলেও ভারতের তিন ভাগের এক ভাগের জনসংখ্যাও হয় না। তাই তুলনা যদি করতে হয় তাহলে ভারত বনাম বাকি দক্ষিণ এশিয়া অর্থাৎ ভারতের একজন নাগরীক বনাম ভারতবাদে দক্ষিণ এশিয়ার একজন নাগরীক তুলনা করে দেখবেন তখন ভারতের আসল চিত্র বুঝতে পারবেন।
এবার আসুন দেখি ভারতীয় এক সাংবাদিক কী বলেন।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদম সত্যি কথা। হাসিনা বাংলাদেশীদের নতজানু হওয়া শিক্ষা দিয়েছে।
২| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
জুল ভার্ন বলেছেন: আসলে মানুস বেঁচে যায়.....উদাহরণঃ ফিলিস্তিনিরা।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা আমাদের এমনভাবে উপহাস করে যেন ওদের দয়ায় আমার কোনমতে বেঁচে আছি, ওরা আমাদের করুণা করছে বলেই আমরা আছে তাদের কথা শুনলেই আপনার রক্ত গরম হয়ে যাবে।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৭
মেঘনা বলেছেন: একজন আম ভারতীয় সম্ভবত দিনে একবারও চিনেন নাম নেয় না। কিন্তু একজন বাংলাদেশীকে কম করেও ছয় বার ( পাঁচ ওয়াক্ত নামাজের থেকে একবার বেশি) ভারতের নাম নিতে হয়। নাহলে মুমিন বাঙালির পেটের ভাত হজম হয় না, ব্যবসা( ধর্ম এবং রাজনীতির ) চলে না।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দাদা আপনারা চীনের নাম নিবে কীভাবে আপনারা যদি চীনে ঢিল মারেন চীন আপনাদের গুলি করবে, আপনারা গুলি করলে চীন বোম মারবে, আপনার বোম মারলে চীন পরমানু বোমা মারবে। মানে কী দাড়ালো, আপনারা শক্তের ভক্ত।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৭
ঊণকৌটী বলেছেন: দূর পাগলা |
৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দাদা আপনি কেমন আছেন?
৫| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৫
ঊণকৌটী বলেছেন: আরে পাগলা ভারত নিয়ে মাতামাতি না করে, নিজের দেশ তাকে সময় দেন ভাই, অন্যের ছিদ্র না খুঁজে নিজের ছিদ্র গুলি বোঝান, আর একটা কথা বেকার সময়ের অপব্যবহার করিবেন না |
৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিশ্বাস করুন আর নাই করুন দাদা আমার ভারতের মানুষে প্রতি আমার কোন বিদ্বেষী নেই আমি বর্তমান ভারত সরকারের নীতির প্রতি বিক্ষুব্ধ।
আমি এটাও জানি প্রতিবেশি বদলানো যায়না। আপনার ভালো থাকলে আমরাও ভালো থাকবো ঠিক অনুরুপ আমরা ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০১
রাজীব নুর বলেছেন: ভারত সম্পর্কে আপনার ধারনা সঠিক নয়।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: নমস্কার দাদা। আপনার সঠিক ধারণাটি লিখুননা তাহলে আমরাও সঠিক জানতে পারবো।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২৬
নতুন বলেছেন: ক্রেতার কোন অসুবিধা হয় না, বাজারে বিক্রেতারাই পন্য বিক্রির সুযোগ খোজে।
আমাদের ভারতের দুই একটা টিভি চ্যানেল কে গুরুত্ব দেওয়া উচিত না। এরা হয়তো টাকা খেয়ে অথবা টিআরপির জন্য এই মিথ্যাচারগুলি করছে। এদের ইগরন করা উচিত।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাদের (সবার না) কথা শুনলেই রাগ উঠে। তাদের এমনভাবে ভাব যেন ওদের দয়ায় আমার কোনমতে বেঁচে আছি, ওরা আমাদের করুণা করছে বলেই আমরা বেঁচে আছি।
৮| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৯
নতুন বলেছেন: লেখক বলেছেন: তাদের (সবার না) কথা শুনলেই রাগ উঠে। তাদের এমনভাবে ভাব যেন ওদের দয়ায় আমার কোনমতে বেঁচে আছি, ওরা আমাদের করুণা করছে বলেই আমরা বেঁচে আছি।
ভাই পাগলের সুখ মনে মনে। মলম বিক্রেতাকে আমরা গুরুত্ব দিয়ে তাকে ভাইরাল করে দিচ্ছি আমরা।
রিপাবলিক বাংলার পেছনে সম্বভত টাকা ঢালছে আয়ামীলীগ। এতে করে মানুষের দৃস্টি আয়ামীলীগের হত্যা,গুম থেকে সরে যাবে।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদম ঠিক কথা বলেছেন; এগুলো দৃষ্টি সরানোর কৌশল।
৯| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৯
নতুন বলেছেন: লেখক বলেছেন: এদম ঠিক কথা বলেছেন; এগুলো দৃষ্টি সরানোর কৌশল।
ব্লগেই এখন আলোচনা হচ্ছে শেখ হাসিনা কি কি উন্নয়ন করেছে।
এতোগুলি হত্যা তার দেখাশুনায় হয়েছে তার দায় জামাতশীবিরের নামে চালিয়ে দিচ্ছে আয়ামীলীগের মুরিদরা।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বৃটেনে অবস্থানকারী এক ছাগল বলছে ২ হাজার পুলিশ হত্য হয়েছে। ছাত্র জনতাকে ইউনূস হত্যা করেছে ইত্যাদী প্রপাগান্ডা চালাচ্ছে কচু খেকো আম্লিগ।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: এটা শুধু এক তরফা ইন্ডিয়ার দোষ নয়। হাসিনা রেজিম এর ইন্ডিয়ার কাছে নতজানু মানষিকতাও ইন্ডিয়াকে এই বয়ান তৈরিতে সাহায্য করেছে।