নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

এই জঙ্গীদের বাংলায় কোন ঠাঁই হবেনা।

১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৭



হাতি ঘোড়া হলো তল ভেড়া বলে কত জল?!

এসব প্রবাদ-প্রবচন তো আর এমনি এমনি বের হয়নি। মানুষের শতশত বছরের অভিজ্ঞতা আলোকে এইসব প্রবাদ-প্রবচন সৃষ্টি হয়েছে এবং পাত্র সময় কাল অবস্থা ইত্যাদী ভেদে মানুষ এইসব প্রবাদ প্রবচন-প্রয়োগ করে। তেমনই এক ভেড়া দেখা যাচ্ছে এই ব্লগে, যার মুরোদ নেই ৫ মিনিটের জন্য রাস্তায় দাড়িয়ে হরতালে ডাক দেওয়া! একবার রাস্তায় দাড়িয়ে ১৮ জানুয়ারী হরতালে ডাক দিক দেখি তার মত মুরোদ; হাড্ডিগুড্ডি নিয়ে আর বাসায় ফিতে পারে কিনা?

আমি তাকে ভেড়া বলবোনা আমি তাকে বলবো জঙ্গী। এই জঙ্গীদের বাংলায় কোন ঠাঁই হবেনা। আম্লিগের উচ্ছিষ্টভোগীদের এই বাংলায় ঠাঁই নাই।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫১

সৈয়দ কুতুব বলেছেন: A টিম নামে একটি সংগঠন নাকি আপার ডাকে এমন হরতাল ডেকেছে। এসব ফালতু হরতাল জনগণ কেয়ার করে না। রাস্তায় বাহির হইলেই ধোলাই খাওয়ার সমূহ সম্ভাবনা আছে। :-P

১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক বলেছেন। রাস্তায় বাহির হইলেই রাম ধোলাই খাবে তাতে সন্দেহ নেই।

২| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: জঙ্গী দেখে লগইন করলাম। কি আশ্চর্য নতুন জঙ্গীর আবির্ভাব হয়েছে ব্লগে। জঙ্গীরা মাথাচারা দেওয়ার চেষ্টা করছে এদের অঙ্কুরের বিনষ্ট করতে হবে।

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কতবড় বুকের পাঠা নামুকনা রাস্তায়? হাড্ডিগুড্ডি কিছুই অবশিষ্ট থাকবে। এই বাংলায় থাকবেনা আওয়ামী জঙ্গীর আস্তানা।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১০

কিরকুট বলেছেন: :) আপনি ব্লগিং করছেন নাকি হুমকির ক্লাশ নিচ্ছেন । B-)

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হুমকি ক্লাস কেমন হচ্ছে? আপনার পছন্দ হয়েছে কী? নাকি ক্লাসের মান আরো বাড়াতে হবে? :D

৪| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: কঠিন সাধু এখন নিমপাতা হবে দাদা ভাল থাকবেন

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নিমপাতার তেতো জুস না খেলে সিদ্ধি মিলবে কি করে?

৫| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৯

রাসেল বলেছেন: যদি আয় রোজগারের সম্ভাবনা থাকে, তাহলে আমাদের দেশপ্রেমিকরা আব্বা আব্বা করে জঙ্গীদের বাংলার বুকে ঠাঁই দিবে। আর যদি সেই সম্ভাবনা না থাকে, তবে আমাদের মতো গরু ছাগলের বুকের রক্ত দিয়ে দেশ রক্ষা করবে।

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গরু ছাগল তো পশু ওদের রক্তের মূল্য কখনোই মানুষের রক্তের মূল্যের সমান হতে পারেনা। গরু ছাগল সবসময়ই গরু ছাগল এরা নিজেদের ভালোও বোঝেনা শুধু একমুষ্টি খড় পেলেই লেজ নেড়ে নেড়ে মালিকের গুণগায় সুতরাং গরু ছাগল দিয়ে দেশের কোন উন্নতি হবেনা।

বর্তমানে পণ্যমূল্য বেশি সেটা মানি তার মানে এই না যে দেশে ৭৫ এর মতো দূর্ভিক্ষ হয়েছে?

৬| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৫

অরণি বলেছেন: আওয়ামীলীগের কোন একটা লোক পাবেন না যে সে ভালো ও ভদ্র; ওরা সবময় রুক্ষমেজাজের, বদরাগী, সন্ত্রসীটাইপের, মিথ্যুক ও লুটেরার দল। হাজারে ১ জন ভালো মানুষ পাওয়া মুশকিল।

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যথাযথ বলেছে।

৭| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৬

রাসেল বলেছেন: মন্তব্যের প্রতিক্রিয়ার (গরু ছাগল দিয়ে দেশের কোন উন্নতি হবে না) জন্য ধন্যবাদ। জাতিকে কারা "গরু ছাগল" বানিয়ে রেখেছে, বলবেন কি জনাব। সুচিন্তিত ভাবে জাতির শিক্ষা ও বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে কেন? খারাপের সাথে খারাপের তুলনা করলে কোনো একটা বেশি খারাপ হবেই।

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগ আমলে শিক্ষার সবচেয়ে বেশি ক্ষতি করেছে প্রথমে নাহিদ পরে দিপু এবং শেষে নওফেল। আপনার গুরুকে জিজ্ঞেস করেন উত্তর পেয়ে যাবেন। আপনি আবার নাহিদ, দিপু এবং নওফেলকে চেনেন তো?

৮| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০১

রাসেল বলেছেন: না ভাই, আমার কোনো গুরু নাই, জাতীয় দায়িত্ব (নির্বাচনে ভোট প্রদান) পালনে আমি কার্পণ্য বোধ করি।

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গুরু না থাকলে জানার চেষ্টা করুন।

৯| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২১

এ পথের পথিক বলেছেন: ইতিহাস সাক্ষী পলাতক খুনি হাসিনার ডাকে ১০ নভেম্বর কেউ সাড়া দেয়নি । দীর্ঘ ১৫ বছর শাসন করেও রাজপথে কেউ নামেনি ।
আফসোস হাসিনা হিন্দুস্তানে লাক্সারি জীবন যাপন করছে, তার কর্মীরা অনলাইনে হুদাই লাফালাফি করছে সারাদেশে । সামনের দিনেও জন সাধারন তাদের ডাকে সাড়া দিবে ।

জঙ্গী আম্লিগ গোষ্ঠী যদি সামনের দিনে হরতাল পালন পালনের নামে দেশকে অস্থিতিশীল করতে চাই তাহলে উপযুক্ত জবাব বাংলার জনগন দিবে ইনশাআল্লাহ্‌ ।

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একটি সরকারের টপ টু বটম সবাই পালায় এমনি তাদের নিয়োগ দেওয়া ইমামও পালায়। এরকম ইতিহাস দুনিয়াতে আর নেই এবং ভবিষ্যতেও হবেনা।

১০| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৪

পথিক২৪ বলেছেন: এটি কি বি টিমের হত্তাল নাকি খুনি হাসিনার ডাকা হত্তাল নাকি আম্লিগের নাকি ছাত্তলিকের হত্তাল, কর্মী কনফিউজড :D
হরতালের জবাব দেয়া হবে রাজপথে ।

১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যেটাই হোক আম্লিগ গন্ধ থাকলেই পেদানী দিতে হবে।

১১| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: হাসিনা আজ দেশে নেই বলে, ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়েছে।
জামাত শিবির মাথাচাড়া উঠেছে।
এই জামাত শিবির খুব শ্রীঘই দৌড়ের উপর থাকবে।

১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনাসহ ভারতের দালালদের সবাইকে দৌড়রের ওপর রাখতে হবে।

১২| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এরা আবার কোন লীগ হয়ে আত্মপ্রকাশ করছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.