নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
এবার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। ঢাকা সফরে এনসিএ-এর গোয়েন্দারা বাংলাদেশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করেছেন।
টিউলিপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি হলো- তার খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে রাশিয়ার সঙ্গে একটি বিতর্কিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি করেছিল। সেই প্রকল্প থেকে টিউলিপ এবং তার পরিবারের সদস্যরা প্রায় ৫ বিলিয়ন ডলার তছরুপ করেছেন।
এ ছাড়া টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সংশ্লিষ্টদের কাছ থেকে একাধিক আবাসন উপহার হিসেবে নিয়েছেন এবং তারা বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচার করেছে।
শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা, গত মাসে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক করে ব্রিটেনের গোয়েন্দাদের একটি দল। তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য জোগাড় করতে সমর্থ হয়েছেন। ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, ই-মেইলের তথ্য যাচাই, এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে।
যুক্তরাজ্যের গোয়েন্দারা বাংলাদেশের দুর্নীতিবিরোধী তদন্তকারীদের সঙ্গে যে গোপন বৈঠক করেছেন তার আয়োজন করে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। ওই বৈঠকে ব্রিটিশ গোয়েন্দাদের রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে টিউলিপের দুর্নীতি নিয়ে নতুন তথ্য-প্রমাণ দেওয়া হয়। গত ৫ আগস্ট টিউলিপের খালা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্রিটিশ গোয়েন্দারা দুইবার ঢাকা সফর করেছেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এবার মনেহয় সবাই ধরা খাবে।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৯
সৈয়দ কুতুব বলেছেন: পুতুলের উইকেট দ্রুত পড়বে সে আশা করি।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেটাই মনে হচ্ছে।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এইবার হয়তো সবাই ধরা খাবে। অপরাধীর বিচার হওয়া উচিত। এরা বাংলাদেশকে লুটে আমেরকিা বৃটেনে আয়েশি জীবন পার করছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরাই আবার বলে যে, তারা বাংলাদেশের জন্য কাজ করে।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অপরাধীরা ধরা পড়ুক, বিচার হউক
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অপরাধীদের বিচার হওয়া উচিত।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৩
অরণি বলেছেন: শেখ পরিবার পুরাই করাপ্টেড।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবাই করাপ্টেড।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হ্যাঁ তারা বাংলাদেশের জন্যই তো কাজ করছে অর্থাৎ বাংলাদেশের মূল কাটছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলাদেশে সব খাতেই ওরা লুটপাট চালিয়েছে ইহা মূল কাটার মতোই।
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ৭/৮ টা ব্যাংক-এ কিছুই নেই আছে শুধু কয়েকটা দালান কোঠা; টাকা পয়সা সব লূট করেছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ ঠিকই বলেছেন।
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জামাত অনেক প্রতিষ্ঠান করেছিল বা করেছে যেগুলো টেকসই প্রতিষ্ঠান ছিল কিন্তু আওয়ামীলীগ সবচেয়ে পুরাতন দল হয়েও কোন প্রতিষ্ঠান করেনি বা করতে পারেনি ওরা শুধু লূটপাটেই ব্যস্ত ছিল।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম সত্য কথা। প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোতে যেখানেই আম্লিগ ঢুকেছে সেটাই ধ্বংস হয়েছে
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: শেখ পরিবারের সবারই বিচার করা দরকার। এরা আমেরিকা ও ব্রিটেনে টাকা পয়সা জমিয়েছে বাংলাদেশকে লুট করে।
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬
শায়মা বলেছেন: বাপরে! বৈদেশে বসেও কেমনে এত কিছু করলো! নাকি শুধুই খালার দোষে বিনা দোষেই অপরাধী হচ্ছে......
১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪২
ঢাবিয়ান বলেছেন: এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য এই টিউলিপ ইস্যূতে।
১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪০
পারস্যের রাজপুত্র বলেছেন: গল্প: জুলাই বিপ্লব, অলটারনেটিভ রিয়েলিটি
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৫
জুল ভার্ন বলেছেন: ওরা চৌদ্দপুরুষ চোর, এবার ধরা খেয়ে।